v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তথ্য সচিবের সঙ্গে সাক্ষাত্
2008-08-05 09:34:16

সিআরআই প্রতিনিধিদল ৯ ডিসেম্বর সকালে সচিবালয়ে তথ্যসচিব জামিল ওসমানের সঙ্গে সাক্ষাত্ করেন।

তথ্যসচিব সিআরআই প্রতিনিধিদলকে তাঁর দপ্তরে স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে চীন দ্রুত উন্নতি করছে। বাংলাদেশ চীনের কাজ থেকে এ বিষয়ে শিখতে পারে। তথ্যসচিব চীন বেতারের অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান প্রচারের ওপর জোর দেওয়ার জন্য চীনা প্রতিনিধিদলের নেতা হো চিন ছাওকে অনুরোধ করেন। হোচিন ছাও পরামর্শের জন্য তথ্যসচিবকে ধন্যবাদ জানিয়ে, সংক্ষেপে তাঁর কাছে চীন বেতারের কার্যক্রম তুলে ধরেন। আগামীতে চীন বেতারের অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক অনুষ্ঠানের ওপর জোর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যমচিব জামিল ওসমানের সঙ্গে পরিচালক হো চিন ছাওয়ের বৈঠক

হো চিন ছাও বলেন, চীন ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। দু'দেশের তথ্য মাধ্যমও ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ প্রসঙ্গে হো চিন ছাও বাংলাদেশে চীন বেতারের এফএম সম্প্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

তথ্য সচিব জামিল ওসমান এফএম সম্প্রচার এবং চীন বেতার ও বাংলাদেশ বেতারের মধ্যে সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি সিআরআই-এর পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমানকে নির্দেশ দেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China