v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পুণর্নির্মাণের পর ইয়ুন নানের চারটি আন্তর্জাতিক সড়কের মান অনেক উন্নত হয়েছে
2008-07-31 15:43:35
    পুণর্নির্মাণের পর দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের চারটি আন্তর্জাতিক সড়কের অভ্যন্তরিণ অংশের মান আরো উন্নত হয়েছে ।

    ভিয়েতনাম , লাওস ও মিয়ানমার ইয়ুন নান প্রদেশের সীমান্তবর্তি দেশ । ইয়ুন নান হল স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় সঙ্গে চীনের সংযোগকারী প্রদেশ । ইয়ুন নান প্রদেশের চারটি আন্তর্জাতিক সড়ক হল চীন-ভিয়েতনাম , চীন-লাউস-থ্যাইল্যান্ড , চীন-মিয়ানমার এবং চীন-মিয়ানমার থেকে দক্ষিণ এশিয়ায় গামী সড়ক । পুণর্নিমাণের পর মোট ২.৫ হাজার কিলোমিটারের এ চারটি সড়কের অভ্যন্তরিণ অংশের গুণগতমান অনেক উন্নত হয়েছে । বর্তমানে এ চারটি সড়কের বৈদেশিক অংশের পুণর্নির্মাণ কাজও চলছে , যাতে সড়কের গুণগত মানের আরো উন্নতি হতে পারে ।

    উল্লেখ্য , ইয়ুন নান প্রদেশে এ চারটি আন্তর্জাতিক সড়কের নির্মাণ হল দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনের সড়ক সংযোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । আন্তর্জাতিক সড়ক নির্মিত হওয়ার পর চীন ও দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলোর রাজনীতি , অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো গভীরতর হবে । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China