চীনের ইয়ুন নান বিদ্যুত্ সরবরাহ কর্পোরেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা ৪ ডিসেম্বর খুন মিংয়ে বলেছেন, এই কোম্পানি ২০০৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ভিয়েতনামকে বিদ্যুত্ সরবরাহ শুরু করার পর থেকে বিদ্যুতের আয় ক্রমাগত বাড়ছে। এ বছর এ কোম্পানির আয় প্রথম বারের মতো ১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশ থেকে প্রতিবেশী ভিয়েতনামের উত্তরাঞ্চলকে বিদ্যুত্ সরবরাহের আয়তন অব্যাহতভাবে বেড়েছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, মেকোং নদীর উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বিদ্যুত্ বাণিজ্য ক্ষেত্রে ভালো ফলাফল পেয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের জাতীয় অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে। বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। ভিয়েতনামে অভ্যন্তরীণ বিদ্যুতের ঘাটতি রয়েছে। ফলে ভিয়েতনাম চীনের ইয়ুন নান থেকে বিদ্যুত্ কেনার আগ্রহ ব্যক্ত করে। চীনের দক্ষিণ বিদ্যুত্ সরবরাহ কর্পোরেশন দ্রুত সংশ্লিষ্ট কাজ শুরু করে এবং ইয়ুন নান বিদ্যুত সরবরাহ কোম্পানি ভিয়েতনামকে বিদ্যুত্ সরবরাহ করার দায়িত্ব দেয়। (ইয়ু কুয়াং ইউয়ে) |