v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
এশিয়ার ৮টি দেশের মাদকদমন কর্মকর্তারা ইউয়ুন্নানে প্রশিক্ষণরত
2008-07-31 15:43:35
    সম্প্রতি এশীয়া দেশগুলোর জাতীয় মাদকদ্রব্য দমন বিষয়ক প্রশিক্ষণ চীনের ইউয়ুন্নান প্রদেশের পুলিশ ইনস্টিডিউটে শুরু হয়েছে । ভিয়েত্নাম , লাওস, মিয়ানমার, ফিলিপাইন, বাংলাদেশ, মঙ্গোলিয়া, নেপাল এবং পাকিস্তান এই ৮টি দেশের কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ।

    ইউয়ুন্নান পুলিশ ইনস্টিডিউটের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এবারের সেমিনার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং গণনিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে । প্রশিক্ষণকালে বিভিন্ন দেশের কর্মকর্তারা ' চীনের পুলিশ নীতি', 'এশিয়া ও প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের নীতি চালুর ক্ষেত্রে সহযোগিতার অবস্থা', 'মাদকদ্রব্য দমন' এবং 'আন্তর্জাতিক সংশ্লিষ্ট নীতি চালুর ক্ষেত্রে সহযোগিতা'সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেবেন । এতে তাঁরা চীনের অবস্থা, পুলিশ নীতি এবং চীনে মাদক অপরাধ দমনের অবস্থা, মাদকদমন , এইডস প্রতিরোধ ও মাদকদ্রব্য পরিত্যাগসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন ।

    (ছাও ইয়ান হুয়া)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China