v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
এ বছরে ইউনান থেকে নিকটবর্তী দেশ অভিমুখী চারটি প্রধান সড়কপথ আধুনিক রূপ পাবে
2008-07-31 15:43:35
    এ বছর ইউনান মহা সড়কপথ নির্মাণকাজ বড় অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ কিছু অংশ ছাড়া, এই প্রদেশ থেকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াগামী চারটি প্রধান সড়কপথের ইউনান প্রদেশের অংশটি আধুনিক মানে উন্নীত হয়েছে। আমাদের সংবাদদাতা ইউনান প্রদেশের পরিবহন বিভাগ থেকে এ তথ্য জেনেছেন।

    ইউনান থেকে নিকটবর্তী দেশে যাওয়া চারটি আন্তর্জাতিক সড়কপথের মধ্যে কুনমিং থেকে ভিয়েতনামের হ্যানয়গামী সড়কপথের ইউনান অংশে এ বছরের শেষ দিকে এক্সপ্রেস সড়ক নির্মিত হবে। কুনমিং থেকে থাইল্যান্ডের ব্যাংককগামী, কুনমিং থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনগামী, কুনমিং থেকে বাংলাদেশের চট্টগ্রামগামী তিনটি আন্তর্জাতিক সড়কপথের ইউনান অংশ এ বছরের শেষ দিকে আধুনিক মানে উন্নীত হবে।

    ইউনান চীনের দক্ষিণ-পশ্চিমাংশের সীমান্ত এলাকায় অবস্থিত। ইউনান আর ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারের সঙ্গে সংলগ্ন। চারটি আন্তর্জাতিক সড়কপথের নির্মাণ ইউনানকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোজনের ক্ষেত্রে আরো ভালোভাবে ভূমিকা পালন করবে। ইউনান প্রদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China