v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইউনান লিচিয়াং প্রকল্প ইউনেস্কোর পুরস্কার পেলো(ছবি)
2008-07-31 15:43:35

    ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজের অংশ লিচিয়াং প্রাচীন নগরের বসতবাড়ির মেরামত প্রকল্প "এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউনেস্কোর উত্তরাধিকার সংরক্ষণ শ্রেষ্ঠ পুরস্কারে" ভূষিত হয়েছে। ইউনেস্কোর কর্মকর্তা ৮ অক্টোবর চীনের ইউনান প্রদেশের লিচিয়াংয়ে এ ঘোষণা দেন।

    এ বছরের আগস্ট মাসে ইউনেস্কোর ব্যাংকক সম্মেলনে প্রকল্পটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়। ৮ অক্টোবর লিচিয়াংয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    নির্বাচন কমিটি মনে করে, এই প্রকল্প ঐতিহাসিক নগর পর্যটন ও শহরের আধুনিকায়নের দ্রুত বিকাশের হুমকি মোকাবিলার জন্য একটি কার্যকর সংরক্ষণ পদ্ধতি উপহার দিয়েছে। আর তা হলো স্থানীয় অর্থনীতি ও প্রথা অনুসারে স্থাপত্যের মেরামত ও সংরক্ষণ কাজ করা।

    উল্লেখ্য, ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে ইউনেস্কো লিচিয়াং প্রাচীন নগরকে ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করে।   (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China