বিদ্যাবার্তা ০৪১৩
  2020-04-13 14:22:26  cri

সি চিন পিংয়ের চেচিয়াং প্রদেশ পরিদর্শন

এপ্রিল মাসের শুরুতে চীনের চেচিয়াং প্রদেশ পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। চীনে কোভিড-১৯ মহামারীর কার্যকর নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট সি'র পরিদর্শন ছিল অনেক তাত্পর্যপূর্ণ। পরিদর্শনকালে তিনি বলেন, মহামারী ঠেকাতে চীনের বিভিন্ন এলাকার উত্পাদন ও দাপ্তরিক কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। এখন বিভিন্ন এলাকার উত্পাদনকাজ ধীরে ধীরে শুরু হচ্ছে। যদিও বিভিন্ন খাতে সংকট ও ঝামেলা আছে, তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। নিংপো শহরের চৌশান বন্দর পরিদর্শনকালে সি বলেন, অর্থনীতির উন্নয়নের সাথে বন্দরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা উত্পাদন ও শ্রম কাজের পুনরুদ্ধার ও বিশ্বের শিল্পচেইনের সরবরাহের স্থিতিশীলতার সাথে জড়িত। তাই নিংপো বন্দরের উত্পাদন পুনরুদ্ধার বিশ্বের সরবরাহ চেইনের জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

শিসি জলাভূমি প্রেসিডেন্ট সি'র পরিদর্শনের আরেকটি স্থান। সবুজ পাহাড় ও পরিচ্ছন্ন নদী যেন সোনার ও রুপার মতো শ্রেষ্ঠ। তিনি সবসময় পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে থাকেন। কারখানার উত্পাদন কাজ উন্নয়নের সাথে সাথে পরিবেশ সংরক্ষণও বজায় থাকতে হবে বলে নির্দেশনা দেন সি। এবার চেচিয়াং পরিদর্শনে সি জোর দিয়ে বলেন, সংকট ও সুযোগ সহাবস্থান করে থাকে। সংকট মোকাবিলা করলে সুযোগ সৃষ্টি হয়। বিদেশে মহামারী ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে এবং চীনের অর্থনীতির উন্নয়নের পথে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও শিল্প উন্নতির জন্য নতুন সুযোগও তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বিশ্লেষণ করে সংকট থেকে সুযোগ তৈরি করা সবার জন্য অতি গুরুত্বপূর্ণ।

সুপ্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারেন বা মিস করেন, আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn,আমাদের যোগাযোগ ইমেল ঠিকানাben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই সময় একই দিনে আবার কথা হবে। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম/মুক্তা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040