ভাইরাসে আক্রান্ত হবার পর সুস্থ হয়ে ওঠা এক তরুণীর গল্প
  2020-03-02 14:10:19  cri
 

মহামারী প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনা

১৬ ফেব্রুয়ারি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং নভেল করোনাভাইরাস মহামারী প্রতিরোধের উপায় নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেন।

নিবন্ধে বলা হয়েছে, ভাইরাসের নিয়ন্ত্রণকাজ চীনা জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের সাথে জড়িত এবং চীনের অর্থনীতি ও সমাজের স্থিতিশীলতা আর বৈদেশিক উন্মুক্তকরণের সাথে সম্পর্কিত। তাই দৃঢ় প্রতিজ্ঞায় যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে মহামারী ঠেকাতে হবে। সময়ের সাথে প্রতিযোগিতা করে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে হবে। মহামারীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে জয়ী হতে হবে।

নিবন্ধে বলা হয়েছে, মহামারী পরিস্থিতি সম্পর্কে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিবেচনা ঠিক। বিভিন্ন পর্যায়ের কর্ম যথাযথ আর পদক্ষেপও কার্যকর। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বিভিন্ন সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন। প্রথমত, মহামারী প্রতিরোধক কাজের নেতৃত্ব জোরদার করতে হবে। সারা দেশে মহামারী ঠেকাতে সুশৃঙ্খল পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন পর্যায়ের সিপিসি'র কমিটি আর সরকারকে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। মহামারী প্রতিরোধক কাজ শুধু চিকিত্সা ও জনস্বাস্থ্যের ব্যাপার নয়, বরং এটি একটি সার্বিক নিয়ন্ত্রণ কাজ। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ অঞ্চলে মহামারী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে গুরুতরভাবে আক্রান্ত অঞ্চলগুলোতে মহামারী নিয়ন্ত্রণ করা গেলে চীনের অন্যান্য অঞ্চলও মহামারী থেকে মুক্ত থাকবে। যথাযথ সমন্বয় সৃষ্টির মাধ্যমে চিকিত্সাসামগ্রী সময়মতো বিভিন্ন হাসপাতাল ও চিকিত্সকদের হাতে পৌঁছে দিতে হবে। গুরুতরভাবে আক্রান্ত এলাকার বিভিন্ন কমিউনিটিতে প্রতিরোধক ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে হবে, যাতে ভাইরাস ছড়িয়ে পড়া এড়ানো যায়। তৃতীয়ত, বিভিন্ন হাসপাতাল আর অস্থায়ী হাসপাতালে রোগীদের ভর্তি হার বাড়াতে হবে এবং মৃত্যুর ও আক্রান্তদের হার কমাতে সচেষ্ট থাকতে হবে। তা ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা জোরদার করতে হবে। ভাইরাসের উত্স খুঁজে বের করা এবং ভাইরাসের সম্ভাব্য মিউটেশান সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে।

নিবন্ধে আরও বলা হয়েছে, সমাজ ও অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা হবে কার্যকরভাবে মহামারী প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভিত্তি। সমাজ ও অর্থনীতির শৃঙ্খলা সংরক্ষণ করতে হবে। চিকিত্সাক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংরক্ষণ করতে হবে এবং যাতায়াত ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

চীনের অর্থনীতি ও সমাজের স্থিতিশীল চলাচল সম্পর্কে সি তার প্রবন্ধে লেখেন, চলতি বছরে চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। তাই অর্থনীতি ও সমাজ উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। মহামারীতে গুরুতরভাবে আক্রান্ত এলাকায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি উন্নয়নকাজও সম্পন্ন করতে হবে। বিশেষ করে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা আর দারিদ্র্যবিমোচনের কাজ সময়মতো চালু করতে হবে।

 

প্রবন্ধে তিনি বলেছেন, জটিল অবস্থার মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া উচিত। সক্রিয়ভাবে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কারখানায় পণ্য-উত্পাদন দ্রুত শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু করতে হবে। চীনা নাগরিকদের ক্রয়ে উত্সাহ দিতে হবে। চীনের রাষ্ট্রীয় প্রশাসনিক দক্ষতা উন্নত করতে হবে। এবারের মহামারী চীনের প্রশাসনিক ব্যবস্থা ও দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। জরুরি অবস্থা মোকাবিলায় দেশের দক্ষতা উন্নত করতে হবে।

সুপ্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারেন বা মিস করেন, আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn,আমাদের যোগাযোগ ইমেল ঠিকানাben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই সময় একই দিনে আবার কথা হবে। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম/মুক্তা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040