চীনের মূল ভূভাগে পড়াশোনা করছে ম্যাকাওয়ের যেসকল তরুণ-তরুণী
  2019-12-27 18:03:57  cri

থান জি কুয়াংনের গল্প

২০০০ সালে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য স্বীকৃতির জন্য একাধিক আবেদন জমা দেয় ম্যাকাওয়ের বিশেষ প্রশাসিক অঞ্চলের সরকার। পাশাপাশি, সাংস্কৃতিক দূতদের প্রশিক্ষণ দিয়ে স্থানীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন ১৬ বছর বয়সী ম্যাকাওয়ের কিশোর থান জি কুয়াং এ উদ্যোগের প্রতি আকৃষ্ট হন। ২০০৪ সালে ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থান জি কুয়াং কয়েক জন বন্ধুকে সাথে নিয়ে 'ঐতিহ্য দূত পরিষদ' স্থাপন করেন এবং স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ ও সম্প্রচারে চেষ্টা চালাতে শুরু করেন। তিনি বলেন,

 

"কেন এ পরিষদ চালু করি? কারণ, যুবকদের শক্তিতে ম্যাকাওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরা ছিল লক্ষ্য। পাশাপাশি, ম্যাকাওবাসীদের এ কথা জানানো যে, স্থানীয় সংস্কৃতি খুবই শ্রেষ্ঠ এবং শহর উন্নয়নের সাথে সাথে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে। এসবে ম্যাকাওয়ের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়।"

ঐতিহ্য দূত পরিষদের সদস্যদের সবার বয়স ২৯ বছরের কম। পড়াশোনার পাশাপাশি থান জি কুয়াং ও তাঁর বন্ধুরা বিভিন্ন মজার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। তাদের তৈরি 'রাতে ম্যাকাওয়ের ঐতিহ্য ঘুরিয়ে দেখানো' কার্যক্রম ম্যাকাওয়ের শ্রেষ্ঠ পর্যটন-প্রকল্পে পরিণত হয়েছে। থান জি কুয়াং বলেন,

'আমরা প্রতিবছরে প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন সাংস্কৃতিক দূতকে নানান অনুষ্ঠানে পাঠিয়ে দেই। সেসব অনুষ্ঠানে তারা সাংস্কৃতিক ‌ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।"

পরিষদ পরিচালনা ও সংস্কৃতির সংরক্ষণকাজ শুধু উদ্যম দিয়ে হয় না। এর জন্য চাই পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা। এর অভাবে কিছু কিছু কর্মী পরিষদ থেকে বেরিয়ে গেছেন। এতে পরিষদের কার্যক্রম পরিচালনা অনেক সমস্যার সম্মুখীন হয়।

এ প্রেক্ষাপটে থান জি কুয়াং আরও পরিশ্রম করেন এবং ভিন্ন মহলের ব্যক্তিবর্গের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করেন, যাতে আরও বেশি যুবককে এ কাজে আকর্ষণ করা যায়।

বর্তমানে পরিষদের সদস্যসংখ্যা ৫৮ জন থেকে হাজার জনে উন্নীত হয়েছে। ১৯ বছর বয়সী যুবক খুয়াং জি ইয়াং তাদের মধ্যে একজন। তিনি বলেন,

"এ পরিষদে অংশ নেওয়ার ফলে আমি মাধ্যমিক স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। তা ছাড়া, বিভিন্ন অনুষ্ঠানে ম্যাকাওয়ের ইতিহাস ও গল্প শুনেছি, অনেক নতুন বন্ধু হয়েছে আমার।"

সেন্ট পল-এর ধ্বংসাবশেষ এবং মা জি মন্দির, জাদুঘর থেকে পুরনো চার্চ— থান জি কুয়াংয়ের নেতৃত্বে পরিষদের সাংস্কৃতিক দূতরা পর্যটক ও শহরবাসীদের সামনে ম্যাকাওয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার কাজ করছেন। ম্যাকাওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখছেন তারা।

থান জি কুয়াংয়ের জন্য গর্বের ব্যাপার হল, ম্যাকাও 'শহর প্রশাসনিক আইন' ও 'সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ আইন' চালু করার সময় পরিষদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। এ সম্পর্কে থান জি কুয়াং বলেন,

"মূল ভূভাগে ফিরে আসার পর বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার সাংস্কৃতিক ঐহিত্যের তালিকায় স্থান পাওয়া বিভিন্ন জায়গা সংরক্ষণ করার পাশাপাশি, এসংশ্লিষ্ট শিক্ষা, সংস্কৃতি প্রচার, ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নিয়েছে। ম্যাকাও সরকার আমাদের কাজকে সমর্থন করে, আমাদের ভেন্যু প্রয়োজন হলে তা পেতে সাহায্য করে, এবং কখনও কখনও অর্থসাহায্যও দেয়।"

৩৪ বছর বয়সী থান জি কুয়াং বর্তমানে ম্যাকাও সরকারের একজন মধ্যমশ্রেণীর কর্মকর্তা। তাঁর দৃষ্টিতে ৪০০ বছরের সংস্কৃতি ম্যাকাওকে একটি ছোট মত্স্যগ্রাম থেকে বিশ্বের উন্নত শহরে রূপান্তরিত করেছে। পুরনো নগর এলাকা, চার্চ, মন্দির ও আবাসিক বাড়িঘর পূর্বপুরুষদের সমৃদ্ধ ঐতিহ্য।

ম্যাকাও মূল ভূভাগে ফিরে আসার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি বিশেষ গ্রন্থ রচনা করেন। তাতে ম্যাকাওয়ের ফিরে আসার ইতিহাস ও চীনের উন্নয়নের সাফল্য তুলে ধরা হয়। চলতি বছর তাদের পরিষদ কুয়াংতুং-ম্যাকাও-হংকং বৃহত্তর উপসাগর এলাকার যুব-কার্যক্রমে অংশ নেয়। এ প্রসঙ্গে থান জি কুয়াং বলেন,

"আমরা এতদঞ্চলের উন্নয়ন-পরিকল্পনা কাজে লাগিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার কাজ করি। আমরা চীনের অন্যান্য শহরে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যসংশ্লিষ্ট কাজ করবো, বিশেষ করে যুবকদের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রচার করবো।"

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান।(সুবর্ণা/আলিম/মুক্তা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040