শিক্ষা সম্পর্কিত খবর, জার্মানিতে চীনা ছাত্র সমিতির বার্ষিক সম্মেলন এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চাদের সহায়তা কার্যক্রম
  2019-12-16 14:36:59  cri

২০১৯ বার্লিনে চীনা ছাত্র সমিতির বার্ষিক সম্মেলন

সম্প্রতি জার্মানিতে চীনা দূতাবাসে চীনা ছাত্র সমিতির বার্ষিক সম্মেলন আয়োজিত হয়। জার্মানিতে ৮০টি ছাত্র সমিতির ৮৪ জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।

জার্মানিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ খেন অভিনন্দন-বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও বৈদেশিক উন্মুক্তকরণ সহযোগিতায় বিভিন্ন খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আন্তর্জাতিক পরিস্থিতি ও চীন-জার্মান সম্পর্কের অগ্রগতি ব্যাপক বিশ্লেষণ করেন তিনি।

রাষ্ট্রদূত উ বলেন, বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীরা মাতৃভূমিতে ফিরে গিয়ে বিভিন্ন শিল্পে নেতৃত্বের ভূমিকা পালন করেন। তারা মেধা, জ্ঞান ও সৃজনশীলতা দিয়ে চীনের সামাজিক উন্নয়নে অবদান রাখেন। তিনি বলেন,

'চীনের দ্রুত উন্নয়নের সময় আপনারা জার্মানিতে এসে পড়াশোনা করেন। এ সময় দেশ ও জাতির ব্যাপক দক্ষ ব্যক্তি প্রয়োজন। তাই রাষ্ট্রীয় উন্নয়নের সময় দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে ভালভাবে লেখাপড়া করে দেশের জন্য আরো বেশি অবদান রাখবেন বলে আশা করি। বিশেষ করে চীনের 'শত বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে' ব্যাপক শ্রেষ্ঠ ব্যক্তি ও নির্মাণকারী দরকার, আপনারা চীনের আশাবাদ ও চীনা জাতির ভবিষ্যত।'

সম্মেলনে জার্মানিতে চীনা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্থানীয় মানসিক স্বাস্থ্য পরিষদের ভাইস চেয়ারম্যান সুন ইয়াও ইয়াও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে চীনা শিক্ষার্থীদের ব্যাপক মানসিক সমস্যা দেখা যায়। তাই গজেন্টিন বিশ্ববিদ্যালয় ও ড্রেসডেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন চীনা শিক্ষার্থী এ পরিষদ গঠন করেন এবং মানসিক স্বাস্থ্যকর জ্ঞান সম্প্রসারণে স্থানীয় চীনা শিক্ষার্থীদের মানসিক সহায়তা দেন। চীনা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিতে আহ্বান জানান তিনি। তিনি বলেন,

'জার্মানির বিভিন্ন এলাকায় মানসিক পরামর্শক সংগ্রহ করতে চাই, তাঁরা আসলে মানসিক স্বাস্থ্য বিষয়ক যোগাযোগকারী, স্থানীয় চীনা শিক্ষার্থীদের জন্য মানসিক পরামর্শ ও তথ্য দিতে পারেন। পেশাগত পরামর্শের মাধ্যমে সবাই দ্রুত বিদেশে লেখাপড়ার জীবনযাপনে অভ্যস্ত হবে বলে আশা করি। কারণ নিরাপদভাবে বিদেশে থাকতে শুধু শারীরিক দিক নয়, বরং মানসিক সমস্যায়ও গুরুত্ব দিতে হবে।'

বার্লিন শিল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতিসহ বিভিন্ন শহর ও জেলার শিক্ষার্থী প্রতিনিধিরা সম্মেলনে বিদেশে লেখাপড়ার অভিজ্ঞতা বিনিময় করেন। ট্রিয়ার ছাত্র ফেডারেশনের চেয়ারম্যান লি তিয়ান বলেন, সম্মেলনের মত বিনিময়ে অনেক তথ্য জানতে সক্ষম। স্নাতক হওয়ার পর চীনে ফিরে যাওয়ার নীতি এবং তাঁর পড়াশোনার জ্ঞান ভালোভাবে কাজে লাগানো সম্পর্কে তাঁর চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে রাষ্ট্রদূত উয়ের মতামত ও পরামর্শ তাঁকে বস্তুগতভাবে ভবিষ্যত বিবেচনা করতে সহায়তা করেছে। তিনি বলেন,

'জার্মান ছাত্রছাত্রীরা চীন সম্পর্কে নানান প্রশ্ন করে। কেউ কেউ অজানার কারণে অদ্ভুত প্রশ্ন করে, কেউ কেউ ভুল বোঝাবুঝির কারণে উস্কানিমূলক মন্তব্য করে। রাষ্ট্রদূতের কথা শুনে অনেক অভিজ্ঞতা বুঝতে পেরেছি। বিশেষ করে চীন সম্পর্কে, বিদেশে পড়াশোনা করা আমরাও মাতৃভূমির প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে চীন সরকারের মন্তব্য বোঝার পর সঠিক উত্তর দিতে পারি। আমাদের বস্তুগত উত্তর স্থানীয় লোকদের বাস্তব ও সার্বিকভাবে চীনকে জানার জন্য সহায়ক হবে বলে বিশ্বাস করি।'


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040