চীনে সৈকতে নির্মিত মাঠে ফুটবলারদের প্রশিক্ষণ এবং চীন ও ইসরাইলের উচ্চশিক্ষা-বিষয়ক সহযোগিতা
  2019-12-09 17:16:36  cri

চীন ও ইসরাইলের উচ্চশিক্ষা-বিষয়ক সহযোগিতা

ইসরাইলের সৃজনশীলতা বিশ্ব বিখ্যাত, দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমিকে মধ্য-প্রাচ্যের এমআইটি হিসেবে আখ্যায়িত করা হয়। এ একাডেমি থেকে ৩ জন নোবেল পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে চীন ও ইসরাইলের মধ্যে উচ্চশিক্ষা-বিষয়ক সহযোগিতা শুরু হয়। কুয়াংতুং ইসরাইল বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমি আনুষ্ঠানিকভাবে অনার্স শিক্ষার্থী ভর্তি করেছে। সম্প্রতি চীন ও ইসরাইলের প্রতিনিধিরা হাইফাতে সহযোগিতার সম্প্রসারণ নিয়ে সেমিনার আয়োজন করেন।

কুয়াংতুং ইসরাইল বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির প্রেসিডেন্ট লি চিয়া ক্য বলেন, বর্তমানে একাডেমিতে রাসায়নিক প্রকল্প ও প্রকৌশল, বায়োটেকনোলজি এবং কাঁচামাল বিজ্ঞান ও প্রকল্প তিনটি বিভাগ চালু হয়েছে, সাথে সাথে মাস্টার্স ও ডক্টরেট শিক্ষার্থী গ্রহণ করা হয়েছে, বর্তমানে একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনেরও বেশি, তাদের মধ্যে তিন ভাগের দুই ভাগ ইসরাইলের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির, বাকিদের অন্যান্য দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়। প্রেসিডেন্ট লি বলেন, বিভিন্ন পক্ষের সহায়তায় বর্তমানে দ্বিপাক্ষিক উচ্চশিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি গবেষণার সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে একাডেমিটি। তিনি বলেন,

'গত ৩ বছরের মধ্যে আমাদের সাফল্য অর্জিত হয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, কুয়াংতুং প্রদেশের পৌর সরকার ও শানথৌ শহরের প্রশাসনিক বিভাগের ব্যাপক প্রশংসা পেয়েছে। এবার ইসরাইলে সফরে ভবিষ্যতের দীর্ঘকালীন সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় এবং একাডেমি ভালভাবে চালু নিয়ে মতামত বিনিময় করা হয়।'

ইসরাইলের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির প্রেসিডেন্ট উরি সিভান বলেন, চীনের সাথে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন,

'চীন ও ইসরাইলের মধ্যে সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ এবং প্রভাবও দিন দিন বাড়ছে। দু'পক্ষের সহযোগিতায় উভয়েই উপকৃত হবে বলে বিশ্বাস করি। বর্তমানে আমাদের সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে, ভবিষ্যতে আরো বেশি সাফল্য অর্জনে চেষ্টা করবো।'

ইসরাইলের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির গণবিষয়াবলী ও সম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক গিল লাইনার মনে করেন, চীনের সাথে সহযোগিতায় আরো বেশি ইসরাইলি শিক্ষক চীনে আসতে পারেন এবং চীনা শিক্ষার্থী ও শিক্ষকরাও ইসরাইলে আসতে সক্ষম, যা দু'পক্ষের পেশাগত ও বিজ্ঞান প্রযুক্তির বিনিময়ে সহায়ক। তিনি বলেন,

'আমার মন হয় আমাদের সহযোগিতা সুন্দর দৃষ্টান্ত, যা ভিন্ন দেশ ও সংস্কৃতির লোকের যৌথ প্রয়াসে সাফল্য অর্জন করা। শিক্ষাদান হবে বিশ্বের যোগাযোগের সবচেয়ে ভালো সেতু। জ্ঞান ও তথ্যের ব্যবধান হ্রাস করার সাথে সাথে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বাস্তবায়ন করা সম্ভব। ২ প্লাস ২ সম্ভবত ৫ বা ৬ হতে পারে। এমন সহযোগিতার প্রভাব খুবই ভালো। কুয়াংতুং প্রদেশ আর শানথৌ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার পর সহযোগিতার সম্ভাবনাও বেশি হয়েছে, তার মাধ্যমে ইসরাইল ও চীনের শিক্ষা সহযোগিতার সুযোগ অনেক বেড়েছে।'

অধ্যাপক মোশে ইজেনবার্গ কুয়াংতুং একাডেমির কাঁচামাল বিজ্ঞান ও প্রকল্প বিভাগের পরিচালক, যিনি প্রতি বছর ৪,৫ বারের মতো কুয়াংতুংয়ে আসা যাওয়া করেন, প্রতিবার কয়েক সপ্তাহ থাকেন। চীনা শিক্ষার্থীদের গণিত, রসায়ন ও ফিজিক্যাল ফলাফল খুবই ভালো এবং অনেক পরিশ্রমী, তা হবে বিজ্ঞান প্রযুক্তির গবেষণা ও সৃজনশীলতার সাফল্যের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন,

'আমাদের সহযোগিতা অনেক ভালো। কারণ সহযোগিতার মূল উদ্দেশ্য ইসরাইলের শ্রেষ্ঠ প্রকৌশলী ও সৃজনশীলতার অভিজ্ঞতা চীনে ছড়িয়ে পড়া। অনেকে জানে ইসরাইল একটি উচ্চ বিজ্ঞান প্রযুক্তির দেশ, দেশের অধিকাংশ প্রকৌশলী আমাদের একাডেমিতে স্নাতক হয়েছেন, তাই ইসরাইলে অনেক বিজ্ঞান প্রযুক্তির সৃজনশীলতা আমাদের স্নাতকদের সাথে জড়িত। কুয়াংতুংয়ে এমন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে চাই, চীনা শিক্ষার্থীদের সংখ্যা বেশি, তাদের দক্ষতাও চমত্কার, তা খুবই ভালো ও গুরুত্বপূর্ণ প্রাধান্য।'

চীনা শিক্ষার্থীদের কুয়াংতুং বিজ্ঞান প্রযুক্তি একাডেমির লেখাপড়া গ্রহণ করার সাথে সাথে ইসরাইলে পড়াশোনা করতে স্বাগত জানানো হয়। এ সম্পর্কে ইসরাইল একাডেমির এশিয়া প্রশান্ত অঞ্চলের শিক্ষার্থী ভর্তি বিভাগের পরিচালক হুয়াং ই থিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক উন্নত হয়েছে, তাই চীনা শিক্ষার্থীরা ইসরাইলে লেখাপড়া করতে অনেক আগ্রহী। ভবিষ্যতে চীনের সাথে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের বিনিময় জোরদার করা হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন,

'সৃজনশীলতার ওপর গুরুত্ব দেয় চীন। ইসরাইল বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশের অন্যতম। দু'দেশের সহযোগিতা জোরদারে আরো বেশি চীনা শিক্ষার্থী ইসরাইল বাছাই করেছে। ইসরাইল বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমি চীনের 'কাওখাও' পরীক্ষার ফলাফল স্বীকৃতি দেয় এবং চীনাদের প্রতি আন্তরিক ও বন্ধুত্বসূলভ। তাই এখানে পড়াশোনা করা একটি ভালো সিদ্ধান্ত। স্নাতক হওয়ার পর ইসরাইলের সংস্কৃতি আরো বেশি জানতে সক্ষম, যা দু'পক্ষের সহযোগিতায় সেতুর ভূমিকা পালন করতে পারে।'

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল/শুয়ে ফেই ফেই)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040