শিক্ষার মাধ্যমে চীনের তুলুং জাতির দারিদ্র্য-বিমোচন বাস্তবায়ন
  2019-06-17 16:41:40  cri

ইতালির মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের 'চীনা ব্রিজ' প্রতিযোগিতা

সম্প্রতি ইতালির ১২টি কনফুসিয়াস ইনস্টিটিউটের ৩৪ জন শিক্ষার্থী বোলোনে শহরে চীনা ব্রিজ প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিলো 'চীনা ভাষা শিখে সুন্দর ভবিষ্যত গড়ে তোলা।'

অংশগ্রহণকারীরা চীনা ভাষা শেখার গল্প ও ভাষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা সবার সাথে বিনিময় করে। বোলোনে কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী মেই ভলপেল্লি ৭ বছর বয়স থেকে চীনা ভাষা শিখতে শুরু করেন। চলতি বছর তিনি উচ্চ বিদ্যালয় পাস করবেন। ভবিষ্যতের পড়াশোনা নিয়ে তিনি বলেন,

'সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ইতালি সফর করতে আসেন। দু'দেশের নেতারা 'এক অঞ্চল, এক পথ' স্মারকলিপি স্বাক্ষর করার পর অনেক মাধ্যমিক স্কুলে চীনা ভাষার ক্লাস চালু হয়। আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে চীনা ভাষা শিখতে উত্সাহিত করেন। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ যত আগে শুরু করা যায় তত সহজ হয়। ভবিষ্যতে আমি চীনা ভাষার শিক্ষক হতে চাই। আমি চেচিয়াং বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি, পরে আমি একজন দোভাষী হিসেবে শিল্প-প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো।'

মেই এবং তার সহপাঠী এবার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতায় তিনি চমত্কার বক্তব্য রাখেন। তার উচ্চারণ সবাইকে মুগ্ধ করে।

ছোটবেলা থেকে চীনা ভাষা শেখার সাথে সাথে চীনা ব্রিজ প্রতিযোগিতাও ইতালির শিক্ষার্থীদের উত্সাহ দেয়। তুরিন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ইতালীয় প্রধান অধ্যাপক স্তেফানিয়া স্তাফুত্তি চীনা ভাষার বিশেষজ্ঞ। অনেক বছর আগে নিজের চীনা ভাষা শেখার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বর্তমানে শিক্ষার্থীদের মৌখিক ভাষার দক্ষতার ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, 、

'বর্তমানে শিক্ষার্থীদের মৌখিক ভাষার দক্ষতা বা সংলাপ চর্চা অনেক উন্নত হয়েছে। ছোটবেলায় আমার চীনা ভাষা তাদের তুলনায় অনেক দুর্বল ছিলো। চীনা ভাষার লেখা ও অনুবাদে তাদের বেশি প্রচেষ্টা চালাতে হবে। তবে তাদের মৌখিক ভাষার উন্নয়ন ব্যাপক, তাদের মধ্যে অনেকের মৌখিক চীনা ভাষার মান অনেক ভালো।'

ইতালিতে চীনা ভাষা প্রশিক্ষণের উন্নয়নে গত ১০ বছরে কনফুসিয়াস ইনস্টিটিউট ও ইতালির শিক্ষা-প্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৬ সালের অক্টোবর মাসে ইতালির শিক্ষা মন্ত্রণালয় চীনা ভাষা দেশের উচ্চবিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে। ইতালিতে ১২ বছরের মতো চাকরি করেন মিলান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা প্রধান জিন জি কাং। তিনি বলেন, চীনা ভাষার সুশৃঙ্খল প্রশিক্ষণ কনফুসিয়াস ইনস্টিটিউটের অভিজ্ঞতা ও মানদণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি বলেন,

'ইতালির শিক্ষা কার্যক্রম চীনা ভাষার পরীক্ষা কার্যক্রমের কাছ থেকে পরামর্শ নিয়েছে। কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকরা এ কার্যক্রম প্রণয়নে অংশ নেন। উচ্চবিদ্যালয়ের ক্লাসে অন্তর্ভুক্ত হওয়া চীনা ভাষার প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

শিক্ষক জিনের পরিচয় থেকে জানা যায়, দ্বিপাক্ষিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের সাথে সাথে চীন-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক সোনালী সময়পর্বে প্রবেশ করেছে। ইতালিতে চীনা ভাষা শেখার চাহিদাও অনেক বেড়েছে। মিলান বিশ্ববিদ্যালয়ে ৯টি বিদেশি ভাষার মধ্যে চীনা ভাষার অবস্থান দ্বিতীয়।

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল/স্বর্ণা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040