চীনের জাতি সম্পর্কে মূল তথ্য
  2018-12-26 13:49:57  cri

এটা হচ্ছে মোটামুটি চীনের জাতি সম্পর্কে পরিচয়। এর মধ্যেই আপনারা জেনেছেন যে, চীনের সংখ্যালঘু জাতির সংখ্যা ৫৫টি। জাতিগুলোর নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আছে। তারা চীনা সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। যদি চীনকে জানতে চান তাহলে নিশ্চয় চীনের সংখ্যালঘু জাতির কথা জানতে হবে।  আমরা প্রথমে চুয়াং জাতির সঙ্গে আপনারদের পরিচয় করিয়ে দেবো। চুয়াং জাতি চীনের বৃহত্তম সংখ্যালঘু জাতি এবং তাদের লোকসংগীত সাধারণ চীনাদের মধ্যেও জনপ্রিয়।

চুয়াং জাতি: চীনের সব সংখ্যালঘু জাতির মধ্যে চুয়াং জাতির মানুষ সবচেয়ে বেশি। ২০০০ সালে এ জাতির লোকসংখ্যা ছিল ১ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮০০ জন। চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরে চুয়াং জাতির মানুষ বাস করেন। তবে মূলত দক্ষিণ চীনেই তাদেরকে বেশি দেখা যায়।

চুয়াং জাতিঅধ্যুষিত অঞ্চলগুলো মূলত পাহাড়ি। পাহাড়ি অংশ ৮২ শতাংশের বেশি। বিশেষ করে চীনে কুয়াং সি প্রদেশে চুয়াং জাতির মানুষ বেশি সংখ্যায় বাস করে এবং এখানে ৬০ শতাংশ অঞ্চল কার্স্ট। চুয়াং জাতিঅধ্যুষিত অঞ্চলের দক্ষিণ দিকে চীনের উত্তর উপসাগর এবং চীনের গুরুত্বপূর্ণ একটি মৎস্য অঞ্চল এবং এখনে উত্পাদিত মুক্তাও খুব বিখ্যাত।

চুয়াং জাতির নাম একবার পরিবর্তিত হয়। ১৯৬৫ সালের ১২ অক্টোবর তত্কালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই'র প্রস্তাব অনুযায়ী এবং জাতীয় পরিষদ ও জাতির মানুষের অনুমোদনে চুয়াং জাতির নাম পরিবর্তিত হয়া। পরিবর্তন মানে, উচ্চারণ একই, তবে শব্দ ভিন্ন। চীনা ভাষায় নতুন শব্দ 'চুয়াং'-এর অর্থ শক্তিশালী ও স্বাস্থ্যবান।

চুয়াং জাতির মানুষের নিজেদের মুখের ভাষা আছে। এ ভাষার লিখিত রূপও আছে। চুয়াং জাতি দক্ষিণ চীনের আদিম জাতি এবং তারা সমাজবদ্ধভাবে বাস করে। চুয়াং জাতির সংস্কৃতি বৈশিষ্টসম্পন্ন। যেমন, চুও চিয়াং আন দেত্তয়াল চিত্রের কথা ধরা যাক। এর ইতিহাস ২ হাজার বছরের বেশি। ব্রোঞ্জ ড্রামও চুয়াং জাতির বিশেষ বাদ্যযন্ত্র, যার ইতিহাসও ২ হাজার বছরের বেশি। 'চুয়াং চিন' হল চুয়াং জাতির নারীদের তৈরি এক ধরনের কারুশিল্প। সুতা এবং মখমল দিয়ে নানা রকমের প্যাটার্নস তৈরি করেন তারা। চুয়াং অপেরা এ জাতির সংস্কৃতির উল্লেখযোগ্য দিক। চুয়াং জাতির সাহিত্য, নাচ ও সংগীতের সমন্বয়ে এই অপেরার সৃষ্টি।

চুয়াং জাতির মানুষ চীনে প্রথম ধান চাষ করেছিল। চাল তাদের প্রধান খাদ্য।

লোকসংগীত চুয়াং জাতির একটি ঐতিহ্য। এর মধ্যে প্রতিবছরের চান্দ্রপঞ্জিকার তৃতীয় মাসের তৃতীয় দিন তাদের বৃহত্তম সংগীত উত্সব। গানের মাধ্যমে চুয়াং জাতির মানুষ প্রেমিক-প্রেমিকার জন্য ভালোবাসা প্রকাশ করে। দৈনন্দিন জীবন ও কর্মকাণ্ডের কথাও গানের মাধ্যমে প্রকাশ করে চুয়াং জাতির মানুষ।


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040