চীনের হুয়াচোং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  2017-09-04 19:10:50  cri

হাস্টের প্রধান কিছু স্কুল ও বিভাগের পরিচয়:

ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ:

এ বিভাগটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বেতার প্রযুক্তিনির্ভর বিজ্ঞানসম্মত গবেষণা ও প্রশিক্ষণের ঘাঁটি হিসেবে বিভাগটি পরিচিত। বর্তমানে বিভাগটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৬০ জনেরও বেশি। বিদেশি শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় এ বিভাগে লেখাপড়া করতে পারেন।

টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ:

হাস্টের এ বিভাগটি বর্তমানে নিজেকে চীনের শীর্ষ পর্যায়ের বিভাগ হিসেবে দাঁড় করিয়েছে। বিভাগটিতে শিক্ষকের সংখ্যা ৩০০ জনেরও বেশি, তাদের মধ্যে চীনের বিজ্ঞান একাডেমির একজন একাডেমিশিয়ান রয়েছেন। শিক্ষকদের মধ্যে অধ্যাপকের সংখ্যা ৩৮ জন ও সহযোগী অধ্যাপকের সংখ্যা ৫০ জন। বিভাগটিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের উন্নত গবেষণামূলক যন্ত্রপাতি রয়েছে।

টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগ:

২০০৭ সালে এ বিভাগটি চীনের শ্রেষ্ঠ বিভাগে পরিণত হয়। এ বিভাগ চীনের শীর্ষ পর্যায়ের প্রযুক্তিগত গবেষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দক্ষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। এ সব দক্ষ শিক্ষার্থীরা স্বাধীনভাবে বিজ্ঞান গবেষণা ও পেশাগত প্রযুক্তির দায়িত্ব পালন করতে সক্ষম।

লাইফ সাইন্সেস অ্যান্ড টেকনোলজি স্কুল:

এ স্কুলটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এ স্কুলের নানান বিভাগ বহুবার চীনের শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে। স্কুলটি আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময়ের ওপর অনেক গুরুত্ব দিয়ে থাকে। প্রতি বছর বহু বিদেশি শিক্ষার্থী এ স্কুলের নানান বিভাগে গবেষণার জন্য আসেন।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল:

এ স্কুলটিতে কম্পিউটার প্রযুক্তি, তথ্য নিরাপত্তা ও কম্পিউটারবিষয়ক নানান বিভাগসহ কম্পিউটার সফ্টওয়্যার ও তত্ত্বমূলক বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৬ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনায় এ স্কুল চীনে শীর্ষ স্থান অধিকার করে।

মেকানিক্যাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল:

এ স্কুলটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। এ স্কুল হাস্টের সবচেয়ে পুরনো ও বড় স্কুলগুলোর অন্যতম। এখানে পাঁচ জন একাডেমিশিয়ান, বহু পেশাদার অধ্যাপক, ৫টি জাতীয় পর্যায়ের গবেষণামূলক প্ল্যাটফর্ম ও দু'টি জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ দল রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতের চালিকাশক্তি হিসেবে গত ১০ বছরে পরপর ৭টি উচ্চ প্রযুক্তির শিল্পবিষয়ক কোম্পানি স্থাপন করেছে এ স্কুলটি। ২০০৭ সালে চীন সরকারের পর্যালোচনায় এ স্কুল জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ স্কুলে পরিণত হয়।

শিপ অ্যান্ড সি ইঞ্জিনিয়ারিং স্কুল:

গত ৫০ বছরেরও বেশি সময়ে এ স্কুলটি দেশি-বিদেশি শিক্ষার্থীদের আধুনিক জাহাজ ও সমুদ্র প্রকৌশলের ডিজাইন, গবেষণা ও নির্মাণতত্ত্বসহ দক্ষতা অর্জনে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। জাহাজের সাথে জড়িত শিল্পপ্রতিষ্ঠান, গবেষণাগার, কম্পিউটার প্রযুক্তি গবেষণা ও আবিষ্কারসহ বিভিন্ন কাজে গুণগতমানসম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণে ‌এ স্কুল এখনো গভীরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্স স্কুল:

এ স্কুলে সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্সসহ চারটি গুরুত্বপূর্ণ বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে সেতু ও সুরঙ্গ প্রকৌশলবিষয়ক লেখাপড়ার বাস্তব প্রয়োগ চীনের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কুল:

এ স্কুলে বিজ্ঞানসম্মত লোক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিশ্বের উন্নত লোক প্রশাসন তত্ত্ব এখানে পড়ানো হয়। চীনা শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে সুপরিচিত শ্রেষ্ঠ শিক্ষকরা এখানে কাজ করছেন। গত ১০ বছরেরও বেশি সময়ের উন্নয়নের সাথে সাথে এ স্কুলের গবেষণার মান চীনের শ্রেষ্ঠ স্থানে দাঁড়িয়েছে।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং স্কুল:

এ স্কুল চীনের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক প্রকৌশল গবেষণার সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল বা প্রতিষ্ঠানের অন্যতম। গত ৫০ বছরে এ স্কুল সংশ্লিষ্ট বিষয়ে প্রায় ১০ হাজার শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে। এ পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে প্রায় ২০০টিরও বেশি গবেষণামূলক বই প্রকাশ করেছে স্কুলটি, যা চীনের বৈদ্যুতিক বিজ্ঞান প্রযুক্তি ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এ স্কুলের শক্তি-পদ্ধতি এবং তার স্বয়ংক্রিয়তা বিভাগের গবেষণা চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক বিষয়ের অন্যতম। এ বিভাগটি হুপেই প্রদেশের বৈদ্যুতিক প্রকৌশল খাতের একমাত্র 'ক' শ্রেণীর বিভাগ হিসেবে বহু বছর ধরে শীর্ষ স্থান অধিকার করে আসছে।

থংচি মেডিকেল কলেজ:

থংচি মেডিকেল কলেজের ইতিহাস সুদীর্ঘকালের। ১৯০৭ সালে জার্মান চিকিত্সক এরিক পাউলুন শাংহাই তেওয়েন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯২৭ সালে এটি থংচি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল হিসেবে অন্তর্ভুক্ত হয়। ১৯৫২ সালে শাংহাই থংচি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল উহানে হস্তান্তর করা হয় এবং উহান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের সাথে সংযুক্ত করা হয়। এর পর হাস্টের সঙ্গে যুক্ত হয় এ মেডিকেল কলেজটি। বর্তমানে এ কলেজে ৩৮০ জন অধ্যাপক, ১১০০জন সহযোগী অধ্যাপক ও ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন। বিভিন্ন রোগের চিকিত্সা ও ওষুধ গবেষণায় শ্রেষ্ঠ গবেষক তৈরিতে মনোযোগ দেন এ কলেজের শিক্ষকরা।

হাস্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুণ http://www.hust.edu.cn এই ঠিকানা।

জুলাই মাসে হাস্টে গিয়ে সাক্ষাত্কার ও ক্যাম্পাস পরিদর্শন নিয়ে কিছু আলোচনা...

তো, বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হয়ে এলো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না, আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

রেডিওতে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা মিস করলে আপনারা আমাদের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো- www.bengali.cri.cn

এবার তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবারো কথা হবে। চাইচিয়ান।(সুবর্ণা/টুটুল)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040