সুর ও বাণী: মধ্যম স্বরের অধিকারী নারী শিল্পীদের গান
  2016-11-09 20:56:19  cri

বন্ধুরা, এবার শুনুন চীনের সংখ্যালঘু জাতির দু'জন কণ্ঠশিল্পীর গান।

দেদেমা

দেদেমা চীনের মঙ্গোলীয় জাতির বিখ্যাত মধ্যম স্বরের অধিকারী শিল্পী। ১৯৮২ সালে তিনি কেন্দ্রীয় জাতীয় নৃত্যগীতি দলের একক গায়িকা হন। ১৯৮৮ সালে তিনি সাফল্যের সঙ্গে বেইজিংয়ে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। ১৯৮৯ সালে তিনি 'চীনের সেরা দশজন নারী কণ্ঠশিল্পী প্রতিযোগিতা'-য় চ্যাম্পিয়ন হন। ১৯৯১ সালে তিনি সংখ্যালঘু জাতির শিল্পকলা দলের সঙ্গে মঙ্গোলিয়ায় সফর করার সময় সে দেশের জাতীয় সংস্কৃতি ও শিল্পকলার সর্বোচ্চ পুরস্কার পান। এখন শুনুন দেদেমার গাওয়া 'সুন্দর তৃণভূমি আমার বাড়ি' নামে গানটি।

চিয়াং ইয়াং জো মা

বন্ধুরা, এতোক্ষণ আপনারা মঙ্গোলীয় জাতির কণ্ঠশিল্পী দেদেমার গান শুনছিলেন। এবার আপনাদের একজন তিব্বতী জাতির সুন্দর কণ্ঠশিল্পীর পরিচয় করিয়ে দেবো। চিয়াং ইয়াং জো মা এ নাম হচ্ছে তিব্বতী ভাষা, এর অর্থ 'কাল্পনিক সুকণ্ঠী পরী'। তার কণ্ঠস্বর 'বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর' বলে অনেকে বিশ্বাস করেন। এমন কি, কেউ কেউ তার গান শুনে বর্ণনা করেছেন যে, তার কন্ঠে গাওয়া গান কবিতা ও ছবির মতো, স্বপ্নের মতো, রেশমী কাপড়ের মতো, যা কেবল স্বর্গে থাকতে পারে। বন্ধুরা, এখন শুনুন চিয়াং ইং জো মার গাওয়া 'পশ্চিম সাগরের প্রেমের গান'।

বন্ধুরা, তিব্বতের বিশাল তৃণভূমি ও মালভূমি চীনের বিভিন্ন জাতির শিল্পীদের অশেষ অনুপ্রেরণা দিয়ে এসেছে। সেখানের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দেখে বেশির ভাগ মানুষ আত্মহারা হয়ে যায়। 'হুলুনবেইআর তৃণভূমি' হচ্ছে কণ্ঠশিল্পী চিয়াং ইং জো মার আরেকটি জনপ্রিয় পপ গান। তবে এ অনুষ্ঠানে আপনাদের চীনের সামরিক কণ্ঠশিল্পী লিউ জি ছির গাওয়া এ গান শোনাবো। শুনুন, একজন হান জাতির শিল্পী কীভাবে তিব্বতী জাতির গান পরিবেশন করেন, দেখি।

মেই ইয়ান ফাং

পপ সংগীত মহলে মধ্যম স্বরের অধিকারী নারীশিল্পী খুব কম। তাদের মধ্যে হংকংয়ের গায়িকা মেই ইয়ান ফাং অবশ্যই উল্লেখযোগ্য একজন। তিনি ১৯৬৩ সালের ১০ অক্টোবর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি সংগীত মহল ও চলচ্চিত্র মহলে যথেষ্ঠ সাফল্য ও শ্রদ্ধা অর্জন করেছেন। তিনি হলেন হংকংয়ের শিল্পী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম নারী প্রেসিডেন্ট। ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত একটানা পাঁচ বছর ধরে তিনি 'হংকংয়ের সেরা দশটি স্বর্ণ গান'-এর সবচেয়ে জনপ্রিয় গায়িকা নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বে ২৯২ বার একক সংগীতানুষ্ঠান আয়োজন করেন। ২০০৯ সালে তাই তিনি 'বিশ্বে সবচেয়ে বেশি একক সংগীতানুষ্ঠান আয়োজনের চীনা নারী কন্ঠশিল্পী' হিসেবে স্বীকৃতি পান। বন্ধুরা, এখন শুনুন মেই ইয়ান ফাংয়ের গান 'এ জীবনে তোমাকে হাজারবার ভালোবাসি' গানটি।

প্রিয় বন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসরে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি কয়েক জন নামকলা মধ্যম স্বরের অধিকারী নারী শিল্পীর সঙ্গে; শুনিয়েছি তাদের গান। অনুষ্ঠানের শেষে আপনাদের শোনাবো আমার অতি প্রিয় একটি গান। গানের নাম জ্যোত্স্নায় হেজ বাঁশ। গেয়েছেন কুয়ান মু ছুন। তিনি চীনের সংগীতজ্ঞ সমিতির ভাইস চেয়ারম্যান, জাতীয় যুব ফেডারেশনের ভাইস চেয়ারম্যান, জাতীয় প্রথম শ্রেণীর কণ্ঠশিল্পী। তার গায়কি আমার খুব পছন্দ। শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসর এই পর্যন্তই। আমার অনুষ্ঠান শুনে আপনারা বুঝতে পারেন যে, আমি বিভিন্ন ধরনের সংগীতে সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করি, যাতে এ অনুষ্ঠানের বৈচিত্র্য থাকে। অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে ইমেইলে অথবা ফেসবুকে লিখে জানাবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম Anandi YU।

বন্ধুরা, ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/আলিম)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040