সুর ও বাণী: মধ্যম স্বরের অধিকারী নারী শিল্পীদের গান
  2016-11-09 20:56:19  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী বেইজিং থেকে আপনাদের স্বাগত জানাই সংগীতানুষ্ঠান 'সুর ও বাণী' আসরে। আজকে আপনাদের শোনাবো চীনের কয়েকজন নামকরা গায়িকার কণ্ঠে সুন্দর গান। আশা করি, গানগুলো আপনাদের ভালো লাগবে।

ছাই ছিন

বন্ধুরা, প্রথমে শুনুন তাইওয়ানের কণ্ঠশিল্পী ছাই ছিনের গাওয়া 'তোমার চোখ' নামে গান। এ গানটি হচ্ছে ছাই ছিনের তৃতীয় একক অ্যালবাম 'তোমার চোখ' এর প্রধান গান। এ গানটি ছাই ছিনের রোমান্টিক প্রেমের গানগুলোরও অন্যতম। এ গান শুনে বুঝা যায়, কেন ছাই ছিন তাইওয়ানে 'প্রেমের গানের রানী' হিসেবে বিখ্যাত হয়েছেন।

গায়িকা ছাই ছিনেরর কণ্ঠ নরম। করুণ গানের পরিবেশ সৃষ্টির জন্য এমন কণ্ঠ শ্রেষ্ঠ। এমন কণ্ঠস্বর আসলে খুব কম শোনা যায়। এ ধরনের কণ্ঠ শ্রোতাদের আচ্ছন্ন করে রাখে, আবেশিত করে। ছাই ছিনের মতো মধ্যম স্বরের অধিকারী শিল্পী চীনে আরও আছেন। যেমন, সুয় সিয়াও ফেং, মেই ইয়ান ফাং, কুয়ান মু ছুন, চিয়াং ইয়াং চো মা প্রমুখ।

সুয় সিয়াও ফাং

সুয় সিয়াও ফাং একজন বিখ্যাত গায়িকা। তিনি ১৯৪৯ সালের ১ জানুয়ারি হুপেই প্রদেশের উহানে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে পরিবারের সঙ্গে হংকংয়ে যান। ১৯৬৬ সালে তিনি 'হংকংয়ের বুলবুল' নামে গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ১৯৮৯ সালের 'দ্বাদশ সেরা দশ চীনা গান স্বর্ণ পুরস্কার' বিতরণ অনুষ্ঠানে তিনি গোল্ডেন সুচ পুরস্কার পান। তিনি হলেন এ পুরস্কার অর্জনকারী প্রথম নারী কণ্ঠশিল্পী। বন্ধুরা, এখন শুনুন হংকংয়ের গায়িকা সুয় সিয়াও ফেংয়ের গাওয়া 'চাঁদের আলোয় প্রণয়পীড়িত আবেগ প্রচার' শীর্ষক গান শুনুন।

নারীর মধ্যম স্বরকে বোঝাতে একটি শব্দ হচ্ছে 'মেজো সোপ্রানো' (Mezzo SoPrano); এটি ইতালীয় শব্দ। মধ্যম স্বরের অধিকারী নারী একটি গায়ক দলের গুরুত্বপুর্ণ ও অনিবার্য অংশ। কিছু গীতিনাট্যের প্রধান চরিত্রকে এ ধরনের কণ্ঠের অধিকারী হতে হয়।

লুও থিয়ান ছেয়ান

লুও থিয়ান ছেয়ান চীনের প্রথম নামকরা এ ধরনের কন্ঠশিল্পী। তিনি চীনের জাতীয় সিমফনি অর্কেস্ট্রার প্রথম শ্রেণীর কণ্ঠশিল্পী। তিনি চীনের সুরকার এসোসিয়েশনের সদস্য, চীনের সাহিত্য ও শিল্পকলা মহল ফেডারেশনের প্রতিনিধি। তিনি হলেন কুয়াংতোং প্রদেশের স্থানীয় লোকসংগীতের গুরুত্বপূর্ণ উত্তরাধিকারী। চল্লিশ বছরের সংগীত জীবনে তিনি চীনের অনেক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের গান গেয়েছেন। চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ আন লাই তার গান গাওয়ার পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন। এখন শুনুন তার গাওয়া গান 'হাত-ঢাক বাজিয়ে গান গায়' ।

সাহিত্যের মধ্যে ক্লাসিক সাহিত্য, আধুনিক সাহিত্য ও লোকসাহিত্য অন্তর্ভুক্ত আছে। সংগীতের ক্ষেত্রেও তাই। নারী কন্ঠশিল্পীদের মধ্যে আছেন উচ্চ স্বর, মধ্যম স্বর এবং নিম্ন স্বরের অধিকারী।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040