সুর ও বাণী : বিখ্যাত সুরকার কাও সিয়াও সোং
  2016-08-03 18:28:14  cri


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দি বেইজিং থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুর ও বাণী' আসর। আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো চীনের বিখ্যাত সুরকার কাও সিয়াও সোংয়ের সাথে। আজ আপনাদের শোনাবো কাও সিয়াও সোংয়ের লেখা কয়েকটি জনপ্রিয় গান।

সুরকার কাও সিয়াও সোং

বন্ধুরা, এখন আপনারা শুনছেন 'তুমি আমার ডেস্কমেট' নামের একটি গান। সুরকার কাও সিয়াও সোং এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন। এ গানের কথা এমন, 'গতকাল তুমি ডায়েরি লিখেছো। আগামীকাল তুমি কি আর তা স্মরণ করতে পারবে? একদিন আকস্মিকভাবে পুরোনো ছবি দেখার সময় তোমার কথা মনে পড়েছে। আমরা একই টেবিলে বসতাম। পরে তোমাকে কে বিয়ে করেছে? কে তোমার জন্য বিয়ের পোশাক তৈরি করেছে? তুমি একবার বলেছিলে, আমার সঙ্গে থাকতে ভালো লাগে। সে সময় আকাশ পরিষ্কার নীল ছিলো। অতীতের দিনগুলো চলে গেছে। ভবিষ্যতে আমি আমার স্ত্রীকে দেখাবো তোমার ছবি। তাকে বলবো তোমার কথা। তুমি আমার ডেস্কমেট ছিলে।'

বন্ধুরা, 'তুমি আমার ডেস্কমেট' গানটি গত শতাব্দীর ৯০'র দশকে চীনের স্কুল সংস্কৃতির অন্যতম প্রতীক ছিল। এ গানটি চীনের মূল ভূভাগের শ্রেষ্ঠ স্কুল সংগীতের শূন্যতা পূরণ করেছে। সুরকার কাও সিয়াও সোং এবং গায়ক লাও লাং এ গানের মাধ্যমে সারা চীনে ব্যাপক সুনাম অর্জন করেন। শ্রোতাদের এ গান শুনতে শুনতে নিজের স্কুল জীবনের স্মৃতি মনে পড়ে যায়। পুরনো বন্ধুদের ঝাপসা মুখ চোখের সামনে আবার পরিষ্কার হয়ে ওঠে। অনেকের যৌবনের স্মৃতি গানের তালে তালে জেগে উঠে। এ হলো সংগীতের জাদুকরী ক্ষমতা।

কাও সিয়াও সোং ১৯৬৯ সালের ১৪ নভেম্বর বেইজিংয়ের এক বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি চীনের বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। কিন্তু ১৯৯১ সালে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বেইজিং চলচ্চিত্র ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে তিনি চলচ্চিত্র বিষয়ে লেখাপড়া করেন। তিনি সুরকার হওয়ার পাশাপাশি অনেক বিজ্ঞাপন, সংগীত, টেলিভিশন নাটক ও কয়েকটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন কাও সিয়াও সোংয়ের লেখা আরেকটি গান। গেয়েছেন লিউ হুয়ান। এ গানে বলা হয়েছে, 'প্রতিবার তোমরা বহু দূর থেকে আমাকে ডাকলে আমি স্পষ্ট শুনতে পাই। আমি কখনো হিমশৈল দেখি নি। তুমি বলেছো, সেখানকার আকাশ গাঢ় নীল। ঘোড়ার দুধ দিয়ে তৈরি করা মদ খেলে নেশা হয় না। বড় ঈগল তোমার কাঁধের ওপর উড়ে বেড়ায়। সে পাখি দেখতে বীরের মতো।'

গায়ক লিউ হুয়ান

কাও সিয়াও সোং ২০০২ সালে 'আমার উড়ন্ত মন' নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি এ চলচ্চিত্রের সব গানের সুর করেন। এ চলচ্চিত্র ফ্রান্সের লিয়োন চলচ্চিত্র উত্সবের সর্বোচ্চ পুরস্কার এবং মার্কিন সিরাকাস চলচ্চিত্র উত্সবের জুরি পুরস্কার পেয়েছে। এ চলচ্চিত্রে বিংশ শতাব্দীর ৩০'র দশকে চীনে পশ্চিমা শিক্ষাগ্রহণকারী চিত্রকলা শিক্ষক সুই (旭) ছাত্রদের উত্সাহে সামরিক বাহিনীতে যোগ দিয়ে লড়াইয়ে অংশ নেন। তবে লড়াই মাঠে অনেক ছাত্র হতাহত হয়। পরিচালক কাও সিয়াও সোং রোমান্টিক ও আদর্শগত পদ্ধতিতে আদর্শ ও বাস্তবতার মধ্যে সংগ্রাম করার গল্প বর্ণনা করেছেন। বন্ধুরা, এ চলচ্চিত্রের একটি গান শুনুন। গানের নাম 'উড্ডয়ন'।

সুপ্রিয় শ্রোতা, ২০১১ সালের ৯ মে কাও সিয়াও সোং মদ পান করে গাড়ি চালানোর কারণে রাস্তায় পর পর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেন। এ জন্য তাকে ছয় মাস জেল খাটতে হয়। একই সঙ্গে ৪০০০ ইউয়ান জরিমানা করা হয়। একই বছর ৮ নভেম্বর তিনি জেল থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর তিনি মাতাল হয়ে গাড়ি চালনা নিষিদ্ধকরণ বিষয়ক ভিডিও নির্মান করেন। এ ভিডিও অনুষ্ঠানে তিনি নিজের অভিজ্ঞতা থেকে দর্শকদের মাতাল হয়ে গাড়ি না চালাতে এবং জীবনের মূল্য দেওয়ার আহ্বান জানান।

গায়িকা থান ওয়েই ওয়েই

বন্ধুরা, এখন আপনারা শুনছেন গায়িকা থান ওয়েই ওয়েই'র গাওয়া 'ভবিষ্যত জীবন' নামের গানটি। এ গানের কথা লিখেছেন কাও সিয়াও সোং। গানটি ২০১০ সালে বেইজিংয়ের পপ সংগীত অনুষ্ঠানে বার্ষিক স্বর্ণ সংগীত ও চীনের মূল ভূখণ্ডের বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পেয়েছে।

এ গানে বলা হয়েছে, 'আগে কৃষকরা এপ্রিল থেকে ফলন পেতো। আমি সোনালী গম ক্ষেত পেড়িয়ে কাকতাড়ুয়ার জন্য গান গাই। তুমি এসে আমার জন্য গান গাও। তোমার গাওয়া গান আমি পছন্দ করি। আমরা হ্রদের তীরে দাঁড়িয়ে যাযাবর পাখিদের ফিরে আসার অপেক্ষায় থাকি। আমরা বড় হওয়ার জন্য অপেক্ষা করি। বড় হলে আমাদের সন্তান হবে। সে বড় হলে আমাদের ছেড়ে দূরে চলে যাবে।'

এক সাংবাদিক কাও সিয়াও সোংকে প্রশ্ন করেন, 'আপনি ১৯৮৮ সালের কাও সিয়াও সোংকে পছন্দ করেন, নাকি আজকের কাও সিয়াও সোংকে পছন্দ করেন?'

কাও সিয়াও সোং উত্তরে বলেন, 'আমি ১৯৮৮ সালের কাও সিয়াওকে ছাড়া সব কিছু পছন্দ করি। সে যুগ একটি ভালো যুগ ছিল। তবে সে ভালো যুগে আমি খারাপ ছেলে ছিলাম। আমি বর্তমানের আমাকে পছন্দ করি। তবে এখন এক খারাপ যুগ চলছে। আমি চীনের কথা বলছি না। এখন সারা বিশ্ব, যুক্তরাষ্ট্রসহ সব জায়গায় খারাপ অবস্থা। তবে আমি একজন ভালো ছেলেতে পরিণত হয়েছি।'

এখন এ ভালো ছেলের বাসায় তার স্ত্রী, মা, শ্বশুড়-শাশুড়ি ও স্ত্রীর ছোট বোন আর সন্তানসহ অনেকে রয়েছে। তিনি যে কোনো জায়গায় গেলে এ সব লোক তার সঙ্গে থাকেন। তিনি জানান, এখন পারিবারিক জীবন খুব উপভোগ করেন। আত্মীয়-স্বজনের সঙ্গে থাকতে চান।

বন্ধুরা, কাও সিয়াও সোংয়ের তৈরি আরেকটি গান শুনুন। এ গানের নাম 'লেই'। গেয়েছেন লিন ই লুন।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040