সুর ও বাণী: 'বিগ ফিশ অ্যান্ড বিগোনিয়া'
  2016-07-19 21:04:47  cri

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুর ও বাণী' আসর শুনছেন। এতক্ষণ আমি গানে গানে চীনের নতুন কার্টুন ছবি 'বিগ ফিশ অ্যান্ড বিগোনিয়া'র সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি। এ কার্টুন ছবির গল্প হলো স্বপ্নভিত্তিক এক কল্পনার গল্প।

এবার আমি 'হুয়া মু লান' নামের আরেকটি কার্টুন ছবির কথা আপনাদের বলবো। চীনের প্রাচীনকালের এক আসল গল্প থেকে এ ছবিটি নির্মাণ করা হয়। বন্ধুরা, প্রথমে শুনুন এ কার্টুন ছবির থিম সং 'রিফ্লেকশন'।

বন্ধুরা, ডিজনি কোম্পানি ১৯৯৮ সালে চীনের প্রাচীন কবিতা 'মু লান ছি' এর বর্ণিত বাহিনী অনুসারে 'হুয়া মু লান' নামের এক কার্টুন ছবি তৈরি করে। এ ছবিতে সাহসী মু লান তার বৃদ্ধ বাবার পরিবর্তে ছেলের ভান করে বাহিনীতে যোগ দেন। তিনি সামরিক শিবিরের অন্য সৈন্যদের সঙ্গে আগ্রাসী শত্রু দের পরাজিত করেন।

বন্ধুরা, এখন শুনছেন লি ওয়েনের কণ্ঠে এ কার্টুন ছবির চীনা ভাষার প্রধান গান 'আমি'। গানে মু লানের মুখে বলা হয়েছে যে, 'পানির মধ্যে আরেক আমি দেখেছি। আমার চোখের আমি, প্রতিদিন বিশ্বাস করি, আমি দিন দিন নিজের পছন্দের জিনিসে পরিণত হচ্ছি। কেবল ভালোবাসার মধ্যে স্বাধীনতার ভাব আছে। আমি প্রতিটি মুহূর্ত প্রেমের জন্য প্রচেষ্টা চালাতে চাই।'

'হুয়া মু লান' কার্টুন ছবি মুক্তি পাওয়ার পর চীনের মূলভূভাগ, হংকং ও তাইওয়ানে খুব জনপ্রিয় হয়ে ওঠে। কারণ এ গল্প চীনাদের মধ্যে খুব প্রচলিত। সবাই ছোটবেলা থেকে মু লানের নাম ও তার গল্প জানে। ফলে চীনের মূলভূভাগ আর হংকংয়ের নামকরা অভিনেতা ও অভিনেত্রীরা এ কার্টুন ছবির চীনের ম্যান্ডরিন ও ক্যান্টোনিজ দুই ভাষায় ডাবিং করেন। কণ্ঠশিল্পীরা এ কার্টুন ছবির গানগুলোও নানাভাবে নতুন করে চীনা ভাষায় গেয়েছেন। বন্ধুরা, এবার শুনুন হংকংয়ের গায়িকা চেন হুই লিনের গাওয়া ক্যান্টোনিজ ভাষার এ গান। দেখুন, একই সুর, ভিন্ন ভাষায় পরিবেশন করলে কেমন নতুন অনুভূতি সৃষ্টি হয়?

'হুয়া মু লান' চীনের জনপ্রিয় প্রাচীন কাহিনী বলে এ সম্পর্কিত কার্টুন ছবি, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, স্থানীয় অপেরা সবই আছে। এগুলোর মধ্যে ২০০৯ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র আমার খুব ভালো লেগেছে। সে চলচ্চিত্রের থিম সং 'মু লান ছিং' ২১তম তাইওয়ানের স্বর্ণ সংগীত পুরস্কার লাভ করে। সিঙ্গাপুরের গায়িকা সুন ইয়ান চি গানটি গেয়েছেন।

বন্ধুরা, এ পর্বের 'সুর ও বাণী' আসরে আপনাদের 'বিগ ফিশ অ্যান্ড বিগোনিয়া' ও 'হুয়া মু লান' নামে দু'টি ছবির সঙ্গে পরিচয় করে দিয়েছে। আশা করি, এ দু'টি ছবির গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আবার কথা হবে। (ইয়ু/টুটুল)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040