সুর ও বাণী: তাইওয়ানের গীতিকার লি চোং শেং
  2016-06-01 14:17:10  cri

বন্ধুরা, এখন আপনারা শুনছেন তাইওয়ানের কণ্ঠশিল্পী সিন সিয়াও ছি'র গাওয়া 'উপলব্ধি' নামে একটি গান। সিন সিয়াও ছি 'ফুমাও  ডিস্ক কোম্পানি'র একজন গায়িকা ছিলেন। তার তিনটি অ্যালবাম মুক্তি পাবার পরও তিনি তারকা হতে পারেন নি। সে সময় তিনি সংগীত জগত থেকে সরে গিয়ে একজন পিয়ানো শিক্ষিকা হতে চেয়েছেন। হঠাত এক সুযোগে লি চোং শেং রেডিও অনুষ্ঠানে সিন সিয়াও ছি'র গান শোনেন। তিনি নানা কঠিন সমস্যা সমাধান করে সিন সিয়াও ছিকে রক ডিস্ক কোম্পানিতে অন্তর্ভুক্ত করেন। দু'বছর পর তিনি 'উপলব্ধি' নামের গানটি এ গায়িকাকে দেন। এ গান পাওয়ার সময় সিন সিয়াও ছি'র এগারো বছরের প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেছে। তখন তার মনে অনেক কষ্ট ছিলো। এ গান গাওয়ার সময় কান্না নিয়ন্ত্রণ করতে পারতেন না তিনি। ফলে এ গান প্রচারের পর দ্রুত জনপ্রিয় হয়। এমন কি এক দিনে বিশ হাজার ডিস্ক বিক্রির রেকর্ড সৃষ্টি হয়। সিন সিয়াও ছি বলেন, 'উপলব্দি গানটি আমার পুরো জীবন পরিবর্তন করে দিয়েছে।'

লি চোং শেং বেইজিং আধুনিক সংগীত ইনস্টিটিউটের অনারারি প্রেসিডেন্ট। তিনি নিজের সংগীত ধারণা আরো বেশি মানুষকে জানাতে চান। তিনি মনে করেন কথার কারুকাজ ঠিক রেখে গান তৈরি করতে হবে। অর্থাত্ অগ্রাধিকার দিতে হবে বিষয়কে। যদি এমন হয়, আপনার লেখা সুন্দর, তাহলে লেখা আরো হৃদয়স্পর্শী করার চেষ্টা করুন। যদি আপনার সুর ভালো হয়, তাহলে সুরটি আরো শ্রুতিমঠুর করার চেষ্টা করুন। গান গাওয়া হচ্ছে কথাবার্তার আরেক রূপ। প্রথমে জানতে হবে, কী ভাবে কথা বলা যায়। তারপর বুঝতে পারবেন কী ভাবে গান গাইতে হয়।

বন্ধুরা, এবার শুনুন লি চোং শেংয়ের লেখা 'সাগর অতিক্রম করে তোমার সঙ্গে দেখা করি' নামে একটি গান। তাইওয়ানের গায়িকা ওয়া ওয়ার এক সময় মূলভূখণ্ডের কবি আলুর  সঙ্গে প্রেম ছিলো। তিনি ছয় মাসের বেতন দিয়ে মূলভূখণ্ডে যাওয়ার বিমান টিকিট কিনে প্রেমিকের সঙ্গে দেখা করতেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রেম অক্ষুন্ন থাকেনি। এ গল্প শোনার পর লি চোং শেং 'সাগর অতিক্রম করে তোমার সঙ্গে দেখা করি' নামে একটি গান লেখেন। গায়িকা ওয়া ওয়ার জন্য ডিস্ক বানানোর জন্য লি চোং শেং নিজের বেঞ্জ গাড়িটি বিক্রি করে দেন। পরে এ ডিস্ক বেশ ভালো বিক্রি হয় বাজারে।

লি চোং শেং সবসময় চিন্তা করেন, 'কীভাবে চীনা পপ সংগীতকে উদ্ধার করা যায়।' এটা খুবই কঠিন কাজ! সংগীত যে কোনো দেশের শক্তির প্রতিফলন। পপ সংগীত থেকে এক যুগের কক্ষপথ দেখা যায়। একজন সংগীতজ্ঞ হিসেবে লি চোং শেং চিন্তা করেন, তিনি চীনা পপ সংগীতের জন্য কী কী অবদান রাখতে পারেন।

লি চোং শেং আর লিন ঈ লিয়ান

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন লি চোং শেং এবং তার দ্বিতীয় স্ত্রী লিন ঈ লিয়ানের গাওয়া 'প্রেম স্মৃতিতে পরিণত হয়েছে' নামের গানটি। এ দম্পতির মধ্যে গভীর ভালোবাসা ছিলো। অবশেষে এ সম্পর্কও এক দিন শেষ হয়ে যায়। তাদের প্রেমকাহিনীই যেন এ গানে উঠে এসেছে। তাহলে শুনুন, 'প্রেম স্মৃতিতে পরিণত হয়েছে' গানটি।

বন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসরে চীনের তাইওয়ানের বিখ্যাত গীতিকার লি চোং শেংয়ের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। তার আরো অনেক সুন্দর সুন্দর গান আছে। পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি ধাপে ধাপে আপনাদের সে সব গান শোনাবো।

আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040