সুর ও বাণী: তাইওয়ানের গীতিকার লি চোং শেং
  2016-06-01 14:17:10  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দি বেইজিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সুর ও বাণী আসরে আপনাদের তাইওয়ানের বিখ্যাত গীতিকার ও গায়ক লি চোং শেংয়ের পরিচয় করিয়ে দেবো এবং তার তৈরি গানগুলো শোনাবো।

লি চোং শেং

২০১৩ সালের ১৮ নভেম্বর বেইজিংয়ের শীতকালের শীতল বাতাসের মধ্যে লি চোং শেংয়ের একক সংগীতানুষ্ঠানের আয়োজিত করা হয়। তিনি মোট ৩০টি গানকে জীবনের পাঁচটি পর্যায় ভাগ করে পরিবেশন করেন। দর্শকরা তার গান শুনতে শুনতে নিজের পুরোনো দিনের স্মৃতি স্মরণ করেন। এ সংগীতানুষ্ঠানের শেষ গান ছিলো 'স্তূপ পর্বত'।

২০০৩ সালে সার্স রোগের কারণে পুরো চীনে বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়। সে বছরের গ্রীষ্মকালে গীতিকার লি চোং শেং শাংহাইয়ে ছিলেন। তিনি 'স্তূপ পর্বত' নামের গানটিতে সুর করেন। কিন্তু এ গানের কথা লেখা শেষ করেন দশ বছর পর।

তিনি বলেন, 'আমার দশ বছর জীবনের অভিজ্ঞতার পরিবর্তে এ গান রচিত হয়েছে। এ গানের দ্বারা নিজের সংগীত পথের দিকে ফিরে দেখি আমি। আমি মনে করি, মানুষের জীবনে এক একটি স্তূপ পর্বত অতিক্রম করার মতো অভিজ্ঞতাও অর্জন করা যায়। আমি একজন বয়স্ক ব্যক্তি হিসেবে যুবকদের বলতে চাই, বর্তমানকে সবচেয়ে বেশি মূল্য দেবেন। মনে রাখবেন জীবনের প্রতি যত বেশি তৃপ্তি অনুভব করবেন তত বেশি আনন্দ পাবেন।'

শ্রোতাবন্ধুরা, লি চোং শেং ১৯৫৮ সালের ১৯ জুলাই তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি একজন সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক এবং ভালো গায়কও বটে। বিংশ শতাব্দীর ৮০'র দশক থেকে তিনি বিপুল পরিমাণ ক্ল্যাসিকেল গান তৈরি করেন। তিনি চৌ হুয়া চিয়ান, সিন সিয়াও ছি, চাং সিন চেন, মো ওয়েন ওয়েই, কুয়াং লিয়াং ও লিয়াং চিং রোসহ অনেক কণ্ঠশিল্পীকে আবিষ্কার করেছেন। তাদের তারকা হওয়ার পথে যথেষ্ঠ সহায়তা করেছেন।

লি চোং শেংকে 'চীনা পপ সংগীত জগতের জনক হিসেবে অভিহিত করা হয়। কারণ তাকে পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগীত প্রযোজক হিসেবে চীনের সংগীত জগত স্বীকৃতি দিয়েছে। সংগীত প্রযোজকরা ঠিক চলচ্চিত্র পরিচালকদের মতো। লি চোং শেংয়ের পরিচালনায় তৈরি অ্যালবামগুলো শিল্পকলার মান এবং বাণিজ্যিক মূল্যে সাফল্য।

বহু বছর ধরে তিনি অনেক গান লিখেছেন। 'সুর ও বাণী' আসরের ৩৫ মিনিট সময়ে আপনাদের তার সব গান শোনাতে পারবো না। কোন গান বাছাই করবো আর কোনটা বাদ দিবো তা আমার কাছে সত্যি কঠিন বিষয়।

লি চোং শেং আর চাও ছুয়ান

প্রিয় শ্রোতা, 'আমি এক ছোট পাখি' নামের গানটি লি চোং শেং তাইওয়ানের গায়ক চাও ছুয়ানের জন্য সৃষ্ট করেন। এ গানের সাহায্যে চাও ছুয়ান তার সংগীত জগতের শীর্ষে উঠেছেন এবং চীনা সংগীত জগতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিণত হয়েছেন।

এ গানে বলা হয়েছে, 'মাঝে মাঝে আমি নিজেকে এক ছোট পাখির মতো মনে করি। আমি উড়তে চাই। কিন্তু কোনোভাবেই খুব উচুতে উড়তে পারি না। হয়তো একদিন আমি গাছের ডালে উঠলে শিকারী আমাকে মেরে ফেলবে। গভীর রাতে চার পাশে কোন আওয়াজ নেই। আমার ঘুম আসে না। আমি ভাবি, হয়তো আমার আগামীকাল সুন্দর হবে না। তাহলে ভবিষ্যত কেমন হবে? কে জানে। জীবনের চাপ অথবা প্রাণের মর্যাদা, কোনটা গুরুত্বপূর্ণ? আমি এক ছোট পাখি। আমি কেবল এক উষ্ণ আলিঙ্গন পাওয়ার জন্য উড়ে বেড়াই। আমার দাবি খুব বেশি কিছু কি!'

লি চোং শেং গান লেখার সময় গানের সুর এবং কথাকে সমান গুরুত্ব দেন। প্রথম দিকে তার গানগুলোর মধ্যে ক্যাম্পাস জীবনের ভাব স্পষ্ট ছিল। তারপর শহরাঞ্চলের শ্রুতিমধুর লোকসংগীতের ভাব অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বিভিন্ন গানকে বিভিন্ন সুর ও ছন্দের মাধ্যমে সৃষ্টি করতে পারদর্শী। তিনি সবসময় সাধারণ মানুষের দৃষ্টি ও বর্ণনা করার পদ্ধতিকে অনুসরণ করে গানের কথা লেখেন। তার গানের মধ্যে গভীর আবেগ থাকে। ফলে দর্শক-শ্রোতারা সহজেই লি চোং শেংয়ের সৃষ্টি করা সুর শুনে আত্মহারা হয়ে যান।

সুপ্রিয় বন্ধুরা, এবার শুনুন 'আমি সত্যি তোমাকে ভালোবাসি' নামের গানটি। এ গানটি লি চোং শেংয়ের দ্বিতীয় স্ত্রী লিন ঈ লিয়ানের জন্য লেখা প্রথম গান। লি চোং শেং বলেছেন, 'আমার লেখা গানে নিজের গল্প আছে। অন্যজনের গল্পও আছে। কখনো কখনো আমার গল্প অন্যজনকে জানাতে চাই না। আমি শুধু অন্য কোনো শ্রেষ্ঠ ও নামকরা গায়ককে আমার গান গাইতে অনুরোধ করি।' 'আমি সত্যি তোমাকে ভালোবাসি' নামের গানটিতে প্রেমিক-প্রেমিকার মাঝের আন্তরিকতা ও মমতা উপলব্দি করা যায়।

লি চোং শেং গিটার নির্মাণ করেন

২০০২ সালে লি চোং শেং 'লি গিটারস' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি জানান, ১৪ বছর বয়স থেকে তার স্বপ্ন ছিলো তিনি একজন গিটার নির্মাতা হবেন। দশ বারো বছর ধরে তিনি গিটার নির্মানের ব্যাপারে গবেষণা করেন। তার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বে চীনাদের প্রথম ব্র্যান্ডের হাতে তৈরি গিটার তৈরি করা। এ গিটারের নাম হবে 'লি গিটার'। তার স্বপ্ন সফল হয়েছে।

তিনি বলেন, 'আমি গিটার নির্মাণকে নিজের দায়িত্ব মনে করি। আমি বহু বছর ধরে নানা গানে সুর করেছি। অনেক গিটার বাজিয়েছি। অনেক ভালো সংগীতজ্ঞের সঙ্গে সহযোগিতা করেছি। আমি জানি, তাদের কী প্রয়োজন। আমার বাকি জীবনে আমি চীনাদের সবচেয়ে ভালো গিটার তৈরির জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবো।' সত্যি তার এ স্বপ্ন সফল হয়েছে। বর্তমানে চৌ হুয়া চিয়ান, উ ইয়ুন থিয়ান, ছাই চিয়ান ইয়া আর চাং চেন ইউয়েসহ অনেক শিল্পী 'লি গিটার' ব্যবহার করেন।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040