সুর ও বাণী: কুয়াংতুংয়ের পপ সংগীতের প্রতিষ্ঠাতা চেন সিয়াও ছি
  2016-05-18 19:13:13  cri


হংকংয়ের বিখ্যাত গীতিকার হুয়াং চান বলেছিলেন, 'মূলভূখণ্ডে চেন সিয়াও ছি থাকলে, আপনাদের গান শুনতে হংকংয়ে আসার প্রয়োজন নেই'। এ কথা থেকে বোঝা যায়, চীনের সংগীত জগতে চেন সিয়াও ছির বিশেষ মর্যাদা আছে। চীনের ত্রিশ বছরেরও বেশি সময়ের পপ সংগীতের ইতিহাস স্মরণ করলে চেন সিয়াও ছির নাম উল্লেখ করতেই হবে।

গীতিকার চেন সিয়াও ছি

তিনি হচ্ছেন দক্ষিণ চীনের কুয়াংতুং সংগীত মহলের শীর্ষব্যক্তিত্ব এবং পপ সংগীতের প্রতিভাবান শিল্পী। তিনি প্রায় ২০০০টি গান লিখেছেন। এর মধ্যে প্রায় ২০০টি গান পুরস্কার পেয়েছে। তিনি হলেন সংস্কার ও উন্মুক্তকরণের ত্রিশ বছরেরও বেশি সময়ের চীনের পপ সংগীতের অনিবার্য অংশগ্রহণকারী এবং সাক্ষী।

গত শতাব্দীর ৯০'র দশকে চীনে একটি গান খুব জনপ্রিয় ছিল। গানটির নাম 'তরঙ্গ আগের মতো হচ্ছে'। এ গানটির গীতিকার ও সুরকার হলেন চেন সিয়াও ছি। তিনি বলেন, এক দিন থাং রাজবংশের 'মধ্য রাতের ঘণ্টাধ্বনি' নামে কবিতা পড়ার সময় তিনি অনুপ্রাণিত হয়ে এ বিষয়ে একটি গান লেখার সিদ্ধান্ত নেন। তিনি এ গানের মাধ্যমে ঐতিহ্যিক সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতির মধ্যকার বর্তমান চীনা অধিবাসীদের অবস্থা বর্ণনা করতে চেয়েছেন।

এ গানটি বিংশ শতাব্দীর ৯০'র দশকে কুয়াংতুংয়ের পপ সংগীতে শীর্ষ স্থান অধিকার করে।এ গানের সফলতা থেকে চীনের ডিস্ক শিল্পের সূচনা ঘোষিত হয়।

চেন সিয়াও ছি প্রাচীনকালের কবিতার ছন্দ এবং বর্তমান পপ সংগীতের মিশ্রণে আধুনিক সংগীত সৃষ্টি করেন। তার গানে প্রাচীনকালের সংস্কৃতির ভাব পাওয়া যায়।

'তরঙ্গ আগের মতো হচ্ছে' গানে বলা হয়েছে, "অসহায় আমি বহু বছর পর আবার তোমার সামনে ফিরে এসেছি। অনেক দিন তোমার সঙ্গে দেখা হয়নি। আমি জানি, তোমার কাছে অবশ্যই সে হাসিমুখ সংরক্ষিত আছে। বহু বছর পার হয়ে গেল। আমরা পরস্পরের পরিবর্তন গ্রহণ করতে পারে কিনা? নদীর তরঙ্গের শব্দ আগের মতো, কিন্তু আজ রাতে আমি আর তুমি কী অতীতের গল্প আবার স্মরণ করতে পারবো? পুরোনো জাহাজের টিকিট নিয়ে তোমার যাত্রীবাহী জাহাজে উঠতে পারবো।" বন্ধুরা, এবার শুনুন গায়ক মাও নিংয়ের গাওয়া 'তরঙ্গ আগের মতো হচ্ছে' নামে গান।

চেন সিয়াও ছি আর গায়ক মাও নিং ও গায়িকা ইয়াং ইয়ু ইং

চেন সিয়াও ছি ১৯৫৪ সালের মে মাসে কুয়াংতুং প্রদেশের পুনিংয়ে  জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনের সংগীতজ্ঞ কমিটির পপ সংগীত শাখার স্থায়ী ভাইস চেয়ারম্যান, চীনের সংগীত সাহিত্য সোসাইটির ভাইস চেয়ারম্যান, বিখ্যাত সুরকার ও গানের লেখক এবং সংগীত ও টিভি প্রযোজক।

চেন সিয়াও ছি চোং শান  বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগ থেকে স্নাতক হওয়ার পর অর্থাত্ ১৯৮৩ সাল থেকে পপ সংগীত সৃষ্টি শুরু করেন। তার প্রায় ২০০ গান 'চীনের সংগীত স্বর্ণ ঘণ্টা পুরস্কার', 'স্বর্ণ ঈগল পুরস্কার', 'চীনের সেরা দশটি স্বর্ণ গান' সহ বিভিন্ন ধরনের পুরস্কার লাভ করে। তিনি পর পর মাও নিং, ইয়াং ইয়ু ইং, লি চুন পো, কান পিং, চেন মিং ও লিন পিং সহ এক'শর বেশি নামকরা গায়ক ও গায়িকা তৈরি করেন।

বন্ধুরা, এবার শুনুন 'মালভূমির লাল' নামে গান। গেয়েছেন তিব্বতি জাতির গায়ক রোচোংআরচিয়া।

চীনের সংগীত মহলে চেন সিয়াও ছি এক বিস্ময় সৃষ্টি করেছেন। তিনি প্রাচীনকালের কবিতা খুব নিখুঁতভাবে পপ সংগীতের সঙ্গে মিশ্রণ করেছেন। তার গানে দীর্ঘকালের সংস্কৃতির সুগন্ধ আর হালকা বেদনার ভাব রয়েছে। তার গান গীতধর্মী কবিতার মতো আমার মন নরম করে দেয়।

তিনি 'দক্ষিণ চীনের স্বপ্ন' নামে একটি গান লিখেছেন। গানের কথা এমন, 'সবুজ ঘাস, নীল পানি, সাদা মেঘের গভীর দিকে আমার জন্মস্থান। আমার জন্মস্থান দক্ষিণ চীনে। সেখানে হালকা বৃষ্টি পড়ে, ছোট ছোট সেতু আছে। দক্ষিণ চীনের দৃশ্য সবসময় আমার স্বপ্নে আসে।'

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040