চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং'র ফিলিস্তিন সফর এবং চীনের ইউআইবিই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচয়
  2016-04-18 14:37:05  cri

 



আজকের অনুষ্ঠানে আমরা আগের মতোই শুরুতে শিক্ষাসম্পর্কিত কয়েকটি খবর শোনাবো এবং এরপর চীনের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো। আর এ অনুষ্ঠানটি পরিবেশনায় রয়েছি সুবর্ণা এবং টুটুল।

০১. গত মার্চ মাসের শেষ দিকে চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং ফিলিস্তিন সফর করেন। সফরকালে তিনি জর্ডান নদীর পশ্চিম তীরে রামাল্লায় ফাইসাল আল হুসেইনি গার্লস স্কুল পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়টির শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেন।

বিদ্যালয়টির শিক্ষার্থীরা ম্যাডাম লিউ'র জন্য ফিলিস্তিনের জাতীয় নৃত্য 'দাবকে' ও চীনা শিশুদের জনপ্রিয় গান 'আমি বেইজিং থিয়ানআনমেন ভালোবাসি' পরিবেশন করেন।

১৪ বছর বয়স্ক শিক্ষার্থী লরা কাসেমি বলেন, উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুংয়ের সফর তাকে মুগ্ধ করেছে। সুযোগ পেলে তিনি চীনা শিশুদের সঙ্গে যোগাযোগ করতে চান।তিনি বলেন,

'আসলে প্রত্যেক সহপাঠী অনেক মজার। প্রত্যেকেই চীন পছন্দ করে। চীন সম্পর্কে জানতে সবাই খুব আগ্রহী। ভবিষ্যতে যদি চীনে বেড়াতে যাই, তাহলে চীনা শিশুদের কাছে ফিলিস্তিনের কিছু পরিচয় দিতে চাই। কারণ তারা ফিলিস্তিন সম্পর্কে বেশি জানে না'।

বিদ্যালয়টির প্রধান সামার সামারা বলেন, যদিও ফিলিস্তিনকে দখল করা হয়েছে, তবে এখানকার শিশুরা বিজ্ঞান ও জ্ঞান সম্পর্কে অনেক আগ্রহী। চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং'র এবারের সফর ফিলিস্তিনি শিশুদের জন্য আরো বেশি সুযোগ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন,

'আপনার এবারের সফর ফিলিস্তিন ও চীনা জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন সূচনায় পরিণত হবে। আমাদের স্কুলের শিক্ষার্থী এবং ফিলিস্তিনি শিশুরা চীনা শিশুদের মতো একই ধরনের জীবনযাপনের অধিকার উপভোগ করবে বলে বলে আশা করি আমরা'।

ফিলিস্তিনি শিশুদের প্রাচঞ্চলতা লিউ ইয়ান তুংকে উত্সাহিত করেছে। ফিলিস্তিনের সঙ্গে সংস্কৃতি ও শিক্ষা খাতের সহযোগিতার ওপর গুরুত্ব দেয় চীন সরকার। ফিলিস্তিনি শিশুদের মধ্যে অবশ্যই দু'দেশের মৈত্রীর উত্তরাধিকার ও দূত সৃষ্টি হবে বলে মন্তব্য করেন ম্যাডাম লিউ। তিনি বলেন,

'ফিলিস্তিনি জনগণের জাতীয় বৈধ অধিকারের সকল প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন। ফিলিস্তিনি জনগণের উচিত নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সম্মান ও মর্যাদা নিয়ে জীবনযাপন করা। ফিলিস্তিনি শিশুদেরও বিশ্বের অন্যান্য দেশের শিশুদের মতো গুণগতমানসম্পন্ন শিক্ষাগ্রহণ করা উচিত'।

চীন ও ফিলিস্তিন সম্পর্কের ভবিষ্যত দু'দেশের যুবকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুবকদের উন্নয়ন শিক্ষাদানের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন চীনা উপ-প্রধানমন্ত্রী। তিনি বলেন, দু'দেশের সরকারের স্বাক্ষরিত সংস্কৃতি ও শিক্ষাকার্যক্রম অনুসারে চীন প্রতি বছর ১০০ জন ফিলিস্তিনিকে সরকারি বৃত্তির সুযোগ প্রদান করবে। আগামী ৩ বছরে ফিলিস্তিনিদের আরো বেশি সরকারি বৃত্তির সুযোগ প্রদান করা হবে বলেও ঘোষণা দেন তিনি, যাতে আরো বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী চীনে লেখাপড়া করতে পারেন।

তা ছাড়া, ফিলিস্তিনের ১৫ জন যুব গবেষককে চীনে সংশ্লিষ্ট প্রকল্পের গবেষণায় অংশ নেওয়া এবং হুসেইনি গার্লস স্কুলের ৩০জন শিক্ষার্থীসহ ৬০ জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদের চীনে গ্রীষ্মকালীন শিবিরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনে চীনা ভাষা প্রশিক্ষণে সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন চীনা উপ-প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী সাবরি সাইদাম দীর্ঘকাল ধরে সহায়তা করায় চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করার মাধ্যমে ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থার উন্নয়ন বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন,

'চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং'র সফর দ্বিপাক্ষিক মৈত্রী ও দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুসংবদ্ধ করেছে। যা ফিলিস্তিনি শিশুদের জন্য আরো সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে। চীন সরকারের সঙ্গে যৌথভাবে সুন্দর ভবিষ্যতে বাস্তবায়নের আশা করি আমরা'।


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040