সুর ও বাণী: চীনের সংখ্যালঘু জাতির নববর্ষের রীতিনীতি
  2016-04-15 18:48:30  cri

মঙ্গোলীয় জাতির নৃত্য

মঙ্গোলীয় জাতি হচ্ছে উত্তর চীনের প্রধান জাতিগুলোর মধ্যে অন্যতম এবং মঙ্গোলিয়ার প্রধান জাতি। ১৩ শতাব্দীর প্রথম দিকে চেঙ্গিস খান মঙ্গোলীয় জাতির বিভিন্ন শাখাকে একীকরণ করে ধাপে ধাপে এক নতুন জাতিগত সম্প্রদায় গড়ে তোলেন। হাজার বছর ধরে মঙ্গোলীয় জাতি তৃণভূমিতে 'যাযাবর জীবনযাপন' করে আসছে। চীনের অধিকাংশ তৃণভূমিতে মঙ্গোলীয় জাতির পদচিহ্ন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গোলীয় জাতির বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতি প্রায় হান জাতির মতো হয়েছে। তারাও ডাম্প্লিং খায় এবং পটকা ফুটায়। তারপর প্রথম মাসের প্রথম দিন থেকে ১৫ তারিখ পর্যন্ত পরিবারের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে পরস্পরকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। কোনো স্বজনের বাড়ি দূরে হলে ঘোড়ায় চড়ে যেতে হয়। কারণ সবাই জানেন, মঙ্গোলীয় জাতি হচ্ছে ঘোড়ার পিঠে চড়া জাতি।

কাও শা জাতি হচ্ছে তাইওয়ান দ্বীপের বিভিন্ন জাতির পুরো নাম। তাইওয়ান দ্বীপ ছাড়া চীনের ফুচিয়ান, চেচিয়াংসহ কিছু উপকূলীয় অঞ্চলেও কাও শা জাতির লোক আছে। কাও শা জাতির নিজস্ব অক্ষর নেই। তবে তাদের মৌখিক সাহিত্য সমৃদ্ধ। অনেক পৌরাণিক কাহিনী, কিংবদন্তী এবং লোকসংগীত রয়েছে এদের। বসন্ত উত্সবের আগের দিন রাতে কাও শান জাতির প্রতিটি পরিবারের সকল সদস্য গোল টেবিলের পাশে বসে একসঙ্গে হটপট খান। তাদের হটপটের শাকসব্জি ছুরি দিয়ে কাটতে হয় না। পানি দিয়ে ধোয়ার পর শিকড়সহ রান্না করে খায় তারা। এ পদ্ধতি পালনের মাধ্যমে বাবা-মার দীর্ঘায়ু কামনা করা হয়। যদি পরিবারের কোনো সদস্য বাইরে গিয়ে বাসায় ফিরে আসতে না পাড়ে তাহলে তার জন্য খাবার টেবিলে একটি খালি আসন রেখে দেওয়া হয়। সে আসনের ওপর তার পোশাক রেখে দেওয়া হয়। ঠিক যেন তিনিও পরিবারের সবার সঙ্গে আছেন। বন্ধুরা, এখন শুনুন তেং লি চুনের কণ্ঠে 'আলিশানের মেয়ে' নামে একটি গান।

কোরীয় জাতির নৃত্য

বন্ধুরা, কোরীয় জাতি হচ্ছে পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ জাতি। তারা প্রধাণত কোরীয় উপদ্বীপে বসবাস করে। কোরীয় জাতি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার প্রধান জাতি। চীনের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে চি লিন, হেই লোং চিয়াং এবং লিয়াও নিং প্রদেশে প্রায় ১৮ লাখ কোরীয় জাতির লোক আছে।

বসন্ত উত্সবের আগের দিন রাতে কোরীয় জাতির লোকেরা সারা রাত জেগে থাকেন। তারা গেইয়াজুম আর বাঁশি বাজান। উত্সবের দিন লোকেরা আনন্দচিত্তে নাচ গান করেন। দড়ি-টানাটানি এবং স্প্রিংবোর্ড খেলেন। অবশ্যই অনেক ধরনের সুস্বাদু খাবার রান্না করেন।

বন্ধুরা, এখন আপনারা কোরীয় জাতির একটি জনপ্রিয় লোকসংগীত শুনছেন। গানে কোরীয় জাতির মেয়েদের পরিশ্রম করার দৃশ্য বর্ণনা করা হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, চিং পো জাতি হচ্ছে চীনের ইয়ুননান প্রদেশের সংখ্যালঘু জাতিগুলোর অন্যতম। তারা প্রধানত কৃষিখাতে কাজ করেন। তাদের নিজের ভাষা ও অক্ষর আছে। চিং পো জাতির লোকেরা খুব অতিথিপরায়ন, সাহসী ও পরিশ্রমী। বসন্ত উত্সবের সময় তারা 'শুটিং প্রতিযোগিতার' আয়োজন করে। নতুন বছরের প্রথম দিন সকালে লোকজন প্রতিযোগিতার মাঠে নামে। মেয়েরা নিজেদের তৈরি সুন্দর কাপড়ের ব্যাঙ লম্বা বাঁশের খুঁটিতে ঝুলিয়ে দেয়। যারা এ কাপড়ের ব্যাঙের সুতায় শুট করতে পারেন তারা মেয়েদের হাতে পরিবেশন করা এক পেয়ালা মিষ্টি মদ উপহার পান। এটি চিং পো জাতির নববর্ষের একটি জনপ্রিয় খেলা।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজ আপনাদের জন্য চীনের কয়েকটি সংখ্যালঘু জাতির নববর্ষ উদযাপন করার প্রথার সংক্ষিপ্ত পরিচয় দিলাম। কয়েকটি সংখ্যালঘু জাতির গান বা সুরও শোনালাম। আপনাদের কেমন লেগেছে? আমাকে জানালে ভালো লাগবে। আমার ফেসবুকের নাম Ananid Yu. আমাদের ম্যাসেজ দিতে পারেন।

বন্ধুরা, ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040