সুর ও বাণী: ফুল ফোটার আওয়াজ
  2016-04-13 19:55:14  cri


বন্ধুরা, এপ্রিল মাস হচ্ছে ফুল ফোটার মৌসুম। প্রতিদিন সকাল অফিসে যাওয়ার পথে আমরা আনন্দের সাথে দেখি বেইজিংয়ের রাস্তায় রাস্তায়, অফিস প্রাঙ্গণে, পার্কে পার্কে পিচ ফুল, নাশপাতি ফুল, চেরিফুল, খুবানি ফুলসহ বিভিন্ন রঙের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। নানা রূপের নানা গন্ধের ফুল দেখে একএক দিন এককে রকম আনন্দ পাই। অনেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অপরূপ ফুলগুলো দেখে না থেমে পারেন না। সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল ফোন বের করে ছবি তোলেন। এটাই আসলে বেইজিংয়ের বসন্তকালের রূপ। প্রিয় বন্ধুরা, আজ বসন্তের ফুল সম্পর্কিত বেশ কিছু গান আপনাদের শোনাবো।

শ্রোতাবন্ধুরা, আপনারা কখনো ফুল ফোটার মিষ্টি আওয়াজ শুনেছেন? কেউ প্রশ্ন করবেন? না, না, এটা আবার কি ভাবে হয়! ফুল কথা বলতে পারে না। মানুষ নয়, ফুল ফোটার আওয়াজ কোথা থেকে আসে? কিন্তু, বিশ্বাস করুন, ফুলেরও প্রাণ আছে। বসন্তকালের ঝিরঝিরে বাতাসে ফুল গাছগুলোর এক একটি ফুলের কুঁড়ি দেখতে ক্ষুদ্র ও নরম হলেও ফোটার সময় স্নিগ্ধ হাসির শব্দ পাওয়া যায়। যদি আপনার মন যথেষ্ঠ শান্তি ও আনন্দময় হয়, তাহলে আপনি তা শুনতে পাবেন।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন চীনের গায়িকা চাং লিয়াং ইংয়ের  গাওয়া 'ফুল ফোটার আওয়াজ' নামের গানটি। এ গানটি ২০০৯ সালে বাইদু ওয়েবসাইটের সেরা দশটি জনপ্রিয় গানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাইওয়ানের লেখিকা ওয়া ওয়া এ গানের কথা লিখেছেন। তিনি ফুল ফোটার আওয়াজ দিয়ে প্রেমিক-প্রেমিকার প্রিয় মিষ্টি বাক্যগুলোর প্রতিফলন ঘটিয়েছেন। এ গানে বলা হয়েছে, 'একজনকে ভালোবেসে কি যে ভালো লাগে। মনের গোপনীয় কথাগুলো ভালো করে লুকিয়ে রাখা যায়। যদিও আমাদের জীবন ও আবেগ পরিবর্তনশীল। তবে আমি জানি, তোমার কাঁধে কাঁধ রাখলে আমার মন সান্ত্বনা পায়। এ বিশ্বে অনেক কর্কশ শব্দ থাকলেও আমি কেবল ফুল ফোটার আওয়াজ শুনি। শুধু তোমাকে আমার হাসি মুখ দেখাতে চাই।'

নাশপাতি ফুল

বন্ধুরা, গত রোববার আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে বেইজিংয়ের উপকণ্ঠে এক নাশপাতি বাগানে বেড়াতে গিয়েছিলাম। বাংলাদেশে আমি কখনো নাশপাতির গাছ দেখি নি। হয়তো সেখানকার আবহাওয়া নাশপাতির জন্য উপযুক্ত নয়। তবে চীনে বিভিন্ন ধরনের নাশপাতির গাছ আছে। নাশপাতির ফুল সাধারণত সাদা রঙের। ফুলে পাঁচটি পাপড়ি থাকে। ফুলের আকার ছোট হলেও যখন পুরো গাছ, এমন কি পুরো বাগানের সব গাছে সাদা রঙের নাশপাতি ফুল ফোটে তখন দেখতে অদ্ভুত সুন্দর লাগে। আমি এ ফুলের সাগর পছন্দ করি। সে বাগানে দাড়িয়ে 'নাশপাতির ফুল আবার ফুটেছে' নামের গানটির সুর আমার মনে পড়ে যায়। আজ এ গানটি আপনাদের শোনাবো। গেয়েছেন হান হোং। গানের কথা এমন, 'মা নাশপাতি গাছের নিচে বসে তাঁত নিয়ে কাজ করে। আমি নাশপাতি গাছে উঠে ফুলের সুঘ্রাণ নেই। বাতাসের মধ্যে সাদা রঙের নাশপাতি ফুল বৃষ্টির মতো আকাশে ছড়িয়ে পড়ে। ফুলের পাপড়ি মায়ের মাথায় পড়ে। এটাই আমার জন্মস্থান। কোনো দিনও তা ভুলে যাওয়া যাবে না। আজ আমি আবার ফিরে এসেছি। নাশপাতি গাছগুলো আগের মতো দাড়িয়ে আছে। গাছের নিচে আমার মা আর নেই। চোখের জল পড়তে থাকে। আমার জন্মস্থান, আমি কখনো তোমাকে ভুলবো না।'

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040