লি চিয়ান চীনের একজন জনপ্রিয় গায়ক। তাকে গানের কবি বলা হয়। তার কণ্ঠ শান্তিময় ও পরিষ্কার। তার গান আমাদের উত্তজনাময় মনে সান্ত্বনা দিতে পারে। ২০০৭ সালে তার তৃতীয় অ্যালবাম 'লি চিয়ান, তোমাকে মিস করি' শ্রোতাদের ব্যাপক আনন্দ দিয়েছে।
তিনি গেয়েছেন, 'সূর্যাস্ত আকাশের সীমান্তে নেমে যাচ্ছে। কিন্তু সূর্য আড়ালে যেতে চায় না। কারণ আকাশ ও এ বিশ্বের সবকিছু তাকে ভীষণ টানে। স্বপ্নে সে মমতার হাত আবার আমার মাথায় বুলিয়েছে। ছোটবেলার মতো দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে'।
কাউকে মিস করি, বা কেউ আমাদের মিস করে, দুটোই সুখের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আমি আমার বাবাকে মিস করি সবসময়। আমার ছেলে আমাকে মিস করে সবসময়। আপনি হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকাকে মিস করেন। যাই হোক, জীবনে এমন বিশেষ একজন থাকলে তাকে মিস করা যায়। কত ভালো তাই না?
সুপ্রিয় শ্রোতা, গত সপ্তাহে একদিন গভীর রাতে আমি উইচ্যাটে 'মিস করা সত্যি ভালো' নামে একটি গান শুনেছি। গানের সুর ও কথা আমাকে মুগ্ধ করেছে। তখন আমি ভেবেছি, এ গানটি আমার প্রিয় শ্রোতাবন্ধুদের শোনাবো।
বন্ধুরা, শুনুন 'মিস করা সত্যি ভালো' নামের গানটি। গানটি গেয়েছেন ওয়াং ফেং। গানের কথা এমন, 'তুমি জানো, আমি প্রায়ই তোমার কাছে ক্ষমা চাই। তুমি কি জানো, মাঝে মাঝে চুপে চুপে আমার চোখের জল পড়তে থাকে। আমি কিন্তু জানি, এটাই প্রেমের ভাব। সূর্যাস্তের সময় প্রতি মূহুর্ত, প্রতি উল্কা পড়ার সময়, আমি তোমাকে মিস করি। এটাই প্রেমের মূল্য। তোমাকে মিস করতে সত্যি খুব ভালো লাগে।'
বন্ধুরা, বৃদ্ধ হলে আপনার কার কথা বেশি মনে পড়বে? অতীতের স্মৃতির মধ্যে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে অবিস্মরণীয়? আপনার মনে থাকবে কি, এক সময় আমার সঙ্গে চীনা গানগুলো শুনছিলেন?
প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'যখন তুমি বৃদ্ধ হবে' নামের একটি গান। গেয়েছেন মো ওয়েন ওয়েই।
'যখন তুমি বৃদ্ধ হবে, তোমার চুল সাদা হয়ে যাবে। তোমার চোখ আর শৈশবকালের মতো উজ্জ্বল থাকবে না। তখন একা একা বসে ঘুম ঘুম ভাবের মধ্যে অতীতের স্মৃতি স্মরণ করার সময় কার কথা তোমার মনে পড়বে? এ জীবনে কে ছিলো তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি? অনেকে তোমার সুন্দর চেহারা পছন্দ করতো। কিন্তু অবশ্যই কোনো একজন ছিল তোমার পবিত্র আত্মা ভালোবাসতো। তোমার মুখের ভাঁজও ভালোবাসতো সে। কিন্তু কে সে!'
প্রিয় বন্ধুরা, সুর ও বানী আসর আজকের মতো এখানে শেষ করছি। আপনারা আর কী কী গান শুনতে চান, আমাকে জানাবেন। আমার ফেসবুকের নাম Anandi Yu.
বন্ধুরা, ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)