সুর ও বানী : বাবা কোথায় যাবেন
  2016-03-31 21:26:58  cri

প্রিয় বন্ধু, আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? আমার ভাগ্য ভালো। আমার বড় হওয়ার পথে আমার বাবা সবসময় আমার পাশে ছিলেন। আমি কোনো সমস্যার সম্মুখীন হলে তিনি ধৈর্য্য নিয়ে আমার কথা শুনতেন। স্কুল থেকে বা অফিস থেকে আমার বাসায় ফিরতে যত দেরি হোক না কেন, বাবা সবসময় অপেক্ষা করতেন। আমার জন্য খাবার গরম করে রাখতেন। আমিও কখনো তাকে সরাসরি ভালোবাসার কথা বলিনি। এখন আর সে সুযোগ নেই। তিনি চলে গেছেন মহাপ্রস্থানের পথে। আমি তাকে খুব মিস করি।

বন্ধুরা, এখন শুনুন চেন পাই ছিয়াংয়ের কণ্ঠে 'বাবা-মার স্নেহের কথা স্মরণ করি' নামের একটি গান। এ গানে এক শীতল রাতে সন্তানের বাবা-মার মমতা স্মরণ করার কথা বর্ণনা করা হয়েছে।

আমরা আশা করি, বাবা-মা কখনো বৃদ্ধ হবেন না। তাদের গায়ের শক্তি থাকবে সবসময়। তাদের মুখে ভাঁজ পড়বে না। তারা সবসময় বাসায় আমাদের অপেক্ষা করবেন।

প্রিয় বন্ধুরা, শুনুন 'আমার চিরতরুণ বাবা' নামের গানটি। 'দ্য লাফিং পুলিশমান' নামে একটি ইংরেজী গান ছিল। বিংশ শতাব্দীর ৬০'র দশকে চীনা ভাষার অনুদিত হয়েছে সে গানটি। চীনের অনেক কণ্ঠশিল্পী এ গানটি গেয়েছেন। এ গানে রসবোধ আছে। গানটিতে বলা হয়েছে, 'আমার চিরতরুণ বাবা, খুব দয়ালু। তার মুখে একটি দাঁতও নেই। মাথার চুল সব সাদা হয়ে গেছে। কিন্তু সে সারাদিন হাশিখুশি থাকে। ঠিক যেন পুতুলের মতো সে। গতকাল সে আমাকে ফুল চাষ করতে শিখিয়েছে। আজ আমাকে ছবি আঁকতে শিখিয়েছে। আমার বড় হওয়ার জন্য বাবা সবসময় কেবল ব্যস্ত আছেন'।

বাবা সন্তানের জন্য কষ্ট করলেও কখনো অভিযোগ করেন না। কারণ সন্তান হচ্ছে তাদের প্রাণের উত্তরাধিকার, তাদের প্রত্যাশা। কিন্তু অনেক সময় কিশোর-কিশোরী বাবার কষ্ট বুঝতে পারে না। বাবার সমালোচনা শুনতে চায় না। বাবার নিয়ন্ত্রণ মানতে চায় না। তারা মনে করে, বয়সের ব্যবধানের কারণে বাবা নিজেকে বুঝতে পারে না।

'আজ রাতে আমি একাই রাস্তায় হেঁটেছি। রাস্তার দু'পাশে বাতি নেই। দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। কোথাও যাওয়া যায় না। আব্বা, আমি জানি, তুমি বাসায় আমার জন্য অপেক্ষা করছো। কিন্তু আমি এখন তোমার সঙ্গে দেখা করতে চাই না। আমি ইচ্ছা করে তোমার মনে ব্যথা দিতে চাইনি। আমার নিজের পথ খুঁজে বের করার জন্য কিছু সময় প্রয়োজন। আমি জানি, আমার অনেক কিছুই তোমাকে হতাশ করেছে। কিন্তু, বাবা আর কিছু বলো না। আমি এখন একটি ভালো ছেলে। বাবা, শুনো, আমাকে স্বাধীনভাবে বড় হওয়ার সুযোগ দাও। একদিন আমিও সফল হবো। আমার সব কাজে তুমি হস্তক্ষেপ করো না। বাবা, আমি এখনো একটি ভালো ছেলে। তুমি একবার আমার কথা শুনো'।

চীনে 'পিতা' নামে একটি ক্ষুদ্র চলচ্চিত্র আছে। এ চলচ্চিত্রের প্রধান গানের নাম 'পিতা'। এ গানে বলা হয়েছে, 'সময় একটু মন্থর হোক। তুমি আর বৃদ্ধ হইয়ো না। আমি আমার সবকিছু দিয়ে দীর্ঘস্থায়ীভাবে বদলে যেতে চাই। বাবা, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার সব ভালো জিনিস আমাকে দিয়েছো। বাবা, তোমাকে ধন্যবাদ'।

প্রিয়বন্ধুরা, আজকের 'সুর ও বানী' আসরে আপনাদের সঙ্গে বাবা বিষয়ে কয়েকটি গান শুনিয়েছি। আমি বিদায় নেওয়ার আগে আপনাকে বলতে চাই, আজ বাসায় ফিরে গিয়ে আপনার বাবাকে আলিঙ্গন করুন। তাকে বলুন, 'আব্বা, আমি তোমাকে ভালোবাসি'।

বন্ধুরা, আমি আনন্দী, আপনারা কিছু বলতে চাইলে আমাকে ইমেইল করবেন। আমার ইমেইল ঠিকানা ben@cri.com.cn। আমার ফেসবুকে ম্যাসেজও লিখতে পারেন। আমার ফেসবুকের নাম Anandi Yu.

ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040