সুর ও বানী: আমার প্রিয় ব্যক্তি
  2016-03-22 18:52:54  cri

সুপ্রিয় বন্ধুরা, প্রেম হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। প্রেমের প্রতি প্রত্যেকের অভিজ্ঞতা ও স্বপ্ন ভিন্ন। প্রেম যে কোনো পদ্ধতিতে প্রকাশ করা হোক না কেন, পরস্পরকে দেওয়া ও পাওয়ার জন্য এক মূল্যবান আবেগ। আমদের উচিত যত্নের সাথে হৃদয়ের গভীরে প্রেম সংরক্ষণ করা।

বারো বছর আগে তাইওয়ানের শিল্পী লি জো শেং 'ভালোবাসার মূল্য' নামে একটি গান লিখেছেন। গানের সুর বেশ সরল। কথার মধ্যে হালকা বেদনার ভাব রয়েছে। গানটিতে ভালোবাসার প্রতি মানুষের প্রত্যাশা প্রকাশিত হয়েছে।

ফাং সিয়াও কাং

গত বছর ২৪ ডিসেম্বর বেইজিংয়ে একটি নতুন সিনেমা 'মি. সিক্স' মুক্তি পায়। সিনেমাটি ২০১৫ সাল ভেনিস চলচ্চিত্র উত্সবের সমাপনি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফাং সিয়াও কাং এ সিনেমায় বৃদ্ধ মি. সিক্স চরিত্রে অভিনয় করে তাইওয়ানের গোল্ডেন হর্স আওয়াডের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। এ সিনেমায় মি. সিক্সের ছেলে কোনো এক গোলমালে জড়িত ছিল। মি. সিক্স নিজের নতুন যুগের ধারণা নিয়ে ছেলের সমস্যা সমাধানের চেষ্টা করতে চান। কিন্তু অবশেষে তিনি উপলব্ধি করেন যুগের পরিবর্তন হয়েছে। অতীতকালে তিনি অত্যন্ত অহংকারি হলেও তার পদ্ধতিতে বর্তমানে সমস্যার সমাধান করা যাবে না। এ সিনেমায় ফাং সিয়াও কাং 'ভালোবাসার মূল্য' গানটি গেয়েছেন। তার কণ্ঠে গানটিতে নতুন মাধুর্য্যের যোগ হয়েছে। ভালোবাসা যে শুধু প্রেমিক ও প্রেমিকার মধ্যেই থাকবে তা কিন্তু নয়। সন্তানের প্রতি বাবা-মার ভালোবাসা আরো সীমাহীন ও শর্তহীন।

২০১৪ সালে চীনে 'প্রিয়' নামে একটি সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় কাহিনী গড়ে উঠেছে শিশুদের অপহরণের ঘটনা নিয়ে। সিনেমায় দেখা যায়, থিয়েন ওয়েন জুর ছেলে অপহৃত হয়েছে। গ্রামবাসী লি হোং ছিন  অপহৃত হওয়া ছেলেটিকে লালন-পালন করেছেন। থিয়েন ওয়েন জু নিজের ছেলের সন্ধান পাওয়ার পর আসল বাবা আর পালিত মায়ের সঙ্গে আবার ছেলেকে ফিরে যাওয়ার জন্য সংগ্রাম করেন। এ সিনেমায় অভিনেত্রী চাও ওয়েই গ্রামাবসী লি হোং ছিন চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ অভিনয়ের জন্য তিনি ৩৪তম হংকং চলচ্চিত্র আওয়াডের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।

এ সিনেমা দেখে অনেক বাবা-মার চোখের জল পড়তে থাকে। আমরা নিজেকে জিজ্ঞেস করি, 'আমার প্রিয় সন্তান, তুমি কী ভালো আছো? আমার প্রিয় সন্তান, কেনো আমাকে স্পষ্টভাবে তোমাকে দেখার সুযোগ দাও না? আসো, আমি তোমার চোখের অশ্রু মুছে দেই। আমি তোমার সঙ্গে একই সাথে বাসায় ফিরতে চাই।'

চাও ওয়েই

 

প্রিয় বন্ধু, এখন আপনার বয়স কতো? আপনি শৈশবকালে নিজের বাবা-মার কথা শুনে কখনো বিরক্ত হয়েছেন কি?

একদিন আমি বাসে বসে মাধ্যমিক স্কুলের দু'জন ছাত্র-ছাত্রীর কথা শুনছিলাম। ছাত্রটি বলছে, প্রতিদিন বাসায় ফিরে গিয়ে আমার মায়ের বকবক করা শুনতে হয়। তার বকবক করার শেষ নেই। খুব বিরক্ত লাগে।

এ কথা শুনে আমি নিজেকে জিজ্ঞেস করি, আমার ছেলের অবস্থা কী? কারণ আমার ছোটবেলায় এমন সমস্যা ছিল না। আমার মনে যা কিছু থাকতো তা সঙ্গে সঙ্গে বাবা-মাকে বলতাম। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্নয়ন এবং কম্পিউটার গেমস জনপ্রিয় হওয়ার পাশাপাশি ছেলেমেয়েরা আর বাবা-মার সঙ্গে মনের কথা ভাগ করে না। বাবা-মা বেশি কথা বললেও তাদের বিরক্ত লাগে। তারা প্রায় একটি কথা বলে, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমাকে বুঝতে পারো না। একজন মা হিসেবে আমি বলতে চাই, এ কথাটা ভুল। বয়সের তফাত্ আছে ঠিকই। চিন্তাভাবনার পার্থক্য আছে; এটাও ঠিক। তবু যে কোনো সময়, বিশেষ করে নিজের আত্মীয়স্বজনকে মনের কথা বলা এবং নিজেকে বোঝার সুযোগ দাও। বাবা-মা সবসময় তোমার মনের দুঃখ বেদনা কমাতে এবং সুখ-শান্তি বুঝতে প্রস্তুত আছে।

এ গানে বলা হয়েছে, 'প্রতিবার যখন আমি তোমাকে বুঝতে চাই, আমাদের দূরত্ব আরো বেড়ে যায়। আমি কী ভুল কথা বলেছি, ভুল মুখের ভাব করেছি? আমি তোমাকে আরো ভালোভাবে বুঝতে চাই তোমাকে হাতে নেওয়ার জন্য নয়। আমি তোমাকে জানতে চাই। তুমি জেনো এ বিশ্বে এমন একজন আছে, যে সবসময় তোমাকে ভালোবাসে। এটা তুমি কখনো ভুলে যাবে না।'

বন্ধুরা, বিশ্বে সবচেয়ে গভীর ভালোবাসা বলতে মায়ের কথা ভুলে যাবে না। মায়ের ভালোবাসার তুলনা হয় না। মা আমাদের জন্ম দেওয়ার পর থেকেই তার দৃষ্টি সবসময় আমাদের দিকে থাকে। চীনে মাকে নিয়ে অনেক মিষ্টি মিষ্টি গান আছে। কিন্তু মান ওয়েন জু'র কণ্ঠে 'তোমাকে বুঝেছি' নামে গানটি আমাকে বেশ মুগ্ধ করে। এ গানে মায়ের প্রতি সন্তানের স্মৃতি ও মনের ভিতর থেকে জেগে ওঠা মমতা প্রত্যেক শ্রোতার মন স্পর্শ করে।

তিনি গেয়েছেন, 'তুমি নিরবে চলে গেছো। তোমার একাকী চলে যাওয়ার দৃশ্য দেখে আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। গভীর রাতে হঠাত্ তোমার কথা মনে পড়ে, আমি তোমাকে বলতে চাই, তুমি সবসময় আমার কাছে এক বিস্ময়। তোমার সব স্নেহ আমাকে দিয়েছো। এ বিশ্ব তুমিই আমাকে দিয়েছো। কিন্তু আমি কখনো তোমার মনের সুখ-দুঃখ সম্পর্কে জানতাম না। আমি তোমার কাছে আসতে চাই। তোমাকে বলতে চাই, আমি তোমাকে বুঝেছি।' (ইয়ু/মান্না)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040