সুর ও বানী: আমার প্রিয় ব্যক্তি
  2016-03-22 18:52:54  cri


বন্ধুরা, জীবনে আমরা শৈশবকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত নিজেদের আত্মীয়স্বজনসহ সহপাঠি, সহকর্মী, বন্ধু-বান্ধব, প্রেমিক- প্রেমিকা অনেকের সঙ্গে মিলিত হই। আবার বিচ্ছিন্নও হয়ে যাই অনেকের সাথে। এক মুহুর্তের পরিচয়ে কাউকে কাউকে চিরকালের জন্য মনে রাখি আমরা। আবার কেউ কেউ বহু বছর একসাথে কাজ করলেও বন্ধুর মতো মনের গভীরে প্রবেশ করতে পারে না। কেউ কেউ সাধারণত যোগাযোগ না থাকলেও কোনো প্রয়োজন হলে বা কোনো বিপদে পড়লে বিনা দ্বিধায় পাশে এসে দাড়ায়। সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অআসলে ভালোবাসা বা ভালোলাগা একটি আপেক্ষিক ব্যাপার। এর কোনো তুলনা হয় না; হয় না পরিমাপ।

বন্ধুরা, আজকের এ আসরে আমাদের জীবনের প্রিয় ব্যক্তিদের নিয়ে আলোচনা করবো। আপনাদের একটি গল্প বলি। দুইজন ছেলে-মেয়ে একই শহরের দুটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সাপ্তাহিক ছুটিতে তারা বাসে করে পুরো শহর অতিক্রম করে একজন অন্যজনের বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা করতেন। রাস্তার মোড়ের ছোট রেস্তোরায় একসঙ্গে ডাম্প্লিং খেতেন। সিনেমা হলে সিনেমা দেখার পর তারা বৃষ্টিঝরা রাস্তায় ঘুরে বেড়াতেন। স্নাতক হওয়ার পর তাদের একজন ছেংতুতে চাকরি নিয়ে চলে যান। অন্যজন শেনচেনে গিয়ে চাকরি শুরু করেন। এরপর প্রতি দিন রাত ১১টার পর তারা অনেকক্ষণ ধরে টেলিফোনে গল্প করতেন। কিন্তু ছেংতু থেকে শেনচেনের দূরত্বের কারণে তাদের মধ্যে দিন দিন দূরত্ব বেড়েছে। এক সময় তারা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

কয়েক বছর পর গায়িকা চাং হুই মেই ছেংতুতে এসে সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। যখন তিনি 'আমার সবচেয়ে প্রিয়' নামের গানটি গান তখন ছেলেটির ফোন বেজে ওঠে। তাদের বিছিন্ন হওয়ার পর মেয়েটি প্রথমবার ছেলেটিকে ফোন দিলেন। দু'জনই মুখে কিছু বলেন নি। ফোনে কেবল চাং হুই মেইর কণ্ঠে গাওয়া এ গানের আওয়াজ ভেসে আসছিলো।

'আমার সবচেয়ে প্রিয়, তুমি কেমন আছো? আমি তোমার অবস্থা জানতে চাই। অন্যের কাছে জানার চেয়ে তোমার কাছে জানতে চাই। আমাদের বিছিন্ন হওয়ার পর আমি আরো বেশি শক্তিশালী হয়েছি। কারণ এখন আর তোমার জন্য চিন্তা নেই। আমি না থাকলেও তুমি কেমন আছো? তুমি এখনো আমার প্রিয় ব্যক্তি। আমি তোমাকে হতাশ করি নি। আমাকে চুমু দাও, আগের মতো।'

চাং হুই মেই

প্রিয় শ্রোতা, মানুষ জীবন সবসময় কি যেন খুঁজতে থাকে। আমরা একা হলে প্রিয় লোকটিকে খুঁজি। আমরা বেকার হলে চাকরি খুঁজি। আমরা গরীব হলে অর্থ খুঁজি। আমরা বৃদ্ধ হলে তরুণ হওয়ার উপায় খুঁজি। আরো অনেকে আছে, সারা জীবনে বেঁচে থাকা বা সংগ্রাম করার উদ্দেশ্য খুঁজতে থাকে। কিন্তু মানুষের বড় হওয়ার পথে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? একেকজন একেক রকম উত্তর দিতে পারেন। আমার মনে হয়, একজন সঠিক মানুষ খুঁজে পাওয়া সবচেয়ে সৌভাগের বিষয়।

একদিন আমার ছেলে বলেছে, 'মা, গায়িকা শু চিয়া ইংয়ের গান শুনতে খুব ভালো লাগে। আমার কাছে তার গান জাদুর মতো মনে হয়। মনের গভীরে তার আওয়াজ যেন থামতে চায় না।'

শু চিয়া ইং

ওর কথা শুনে আমিও ইন্টারনেট থেকে শু চিয়া ইংয়ের গানগুলো বের করে শুনেছি। বিশেষ করে 'বিশেষ কারো অনুসন্ধান' নামের গানটি আমাকে মুগ্ধ করেছে। তিনি গেয়েছেন, 'আমাকে তোমার ছবি দেখাও। তুমি কেন অদৃশ্য হয়েছো? বেশির ভাগ সময় তুমি কোথায় থাকো? তুমি কাকে মিস করো? মাঝে মাঝে আমিও ক্লান্ত বোধ করি। আমি তোমাকে খুঁজতে চাই। তোমার চেহারা আমার হৃদয়ে রেখে দিতে চাই। তোমার সাথে আলিঙ্গন করতে চাই। তোমার চোখের জল পড়ার আগেই আমি তা সংরক্ষণ করবো।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040