সুর ও বাণী: বসন্তের ফুল ফুটেছে
  2016-03-11 17:30:20  cri

বন্ধুরা, এখন আপনারা শুনছেন 'থাই হু হ্রদের বসন্তকাল' নামক একটি সুর। থাই হু চীনের তৃতীয় বৃহত্তম মিঠে পানির হ্রদ। এ হ্রদে অনেক ছোট ছোট দ্বীপ আছে। হ্রদের আকৃতি অনেকটা নতুন চাঁদের মতো। বাঁশির সুর যেন আমাদের নিয়ে যাচ্ছে সেই হ্রদে। বসন্তের সূর্যালোকে হ্রদের পরিস্কার পানি দেখা যাচ্ছে। কয়েকটি হাঁস হ্রদে ভেসে বেড়াচ্ছে আপনমনে। নরম উইলো গাছের ডাল বাতাসে নাচানাচি করছে। আমরা বসন্তের বাতাসে মাতাল হয়ে হ্রদের তীরে মাটিতে শুয়ে আছি। আহ্‌, কী আরাম!!

চীন বিশাল দেশ। দক্ষিণ চীন ও উত্তর চীনের আবহাওয়ার মধ্যে তাই অনেক তফাত্ আছে। মার্চ মাসে বেইজিংয়ের রাস্তাঘাটে বা পার্কে এখনও ফুল ফোটেনি। তবে দক্ষিণ চীনের অনেক অঞ্চলে এখনই ফুল ফুটেছে; ফুটেছে পিচের ফুল, শিমুল তুলার ফুল, চেরিফুল, গোলাপ ফুল ও ক্যানোলা ফুল। বন্ধুরা, এখন শুনুন না ইংয়ের গাওয়া 'বসন্তের ফুল ফুটেছে' শিরোনামের গান।

বন্ধুরা, এখন চীনের বিভিন্ন ওয়েবসাইটে আপনারা একটি ক্ষুদ্র কবিতা দেখতে পাবেন। কবিতার প্রথম দু'টি লাইন বাংলা করলে অনেকটা এমন দাঁড়াবে: 'বসন্তের পানি মাত্র বের হচ্ছে। বসন্তের বনে মাত্র পাতা গজাচ্ছে।' কবিতাটি লিখেছেন ফাং তাং। আমি কবিতা লিখতে পারি না। চীনা কবিতা বাংলায় অনুবাদ করা আরও কঠিন মনে হয়। তবে, একটি কথা বলতে চাই যে, বসন্তের সৌন্দর্য আমাদের কল্পনাশক্তি বাড়ায়।

বন্ধুরা, আসরের একেবারে শেষে চলে এসেছি আমরা। এখন শুনুন কণ্ঠশিল্পি চাং দে লানের গাওয়া 'বসন্তের সুন্দর দৃশ্য' গানটি। তিনি গেয়েছেন, 'আমরা শীতকালের স্মৃতি স্মরণ করছি। শীতের পাহাড়ে বসন্ত উঁকি দিচ্ছে। বসন্তের সুন্দর সময় আমাদের মনে থাকবে। আমাদের চোখে বসন্তকাল অদ্ভুত সুন্দর।'

প্রিয় শ্রোতাবন্ধুরা, 'সুর ও বাণী' আসর আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি, আপনারাও বসন্তের সৌন্দর্য উপভোগ করছেন।

ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/আলিম)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040