ছিয়োং ইয়াওয়ের প্রেমের উপন্যাসে প্রেম হলো নারীদের প্রাণশক্তির উত্স। তবে তার বইয়ের মধ্যে কিছু সামাজিক বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। যেমন যুব প্রজন্মের শিক্ষাদানের সমস্যা, প্রবীণদের বিয়ের বোধ, ভবিষ্যতের প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা, মানবজাতির নৈতিক দায়িত্ববোধ ইত্যাদি। তিনি নারীদের জীবনে সম্মুখীন নানা স্পর্শকাতর সমস্যা নিয়েও লিখেছেন। যেমন তার আত্মজীবনীমূলক উপন্যাস 'জানালার বাইরে' কিশোর কিশোরীদের বড় হওয়ার পথে সম্মুখীন শিক্ষা খাতের সমস্যা প্রকাশিত হয়েছে। তারা বাবা-মার সম্মান ও স্বীকৃতি পেতে চায়, সহজ ও অশোধিত পরিচালনা মানতে চায় না।
বন্ধুরা, ' নদীর স্মৃতি' হলো ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ছিয়োং ইয়াওয়ের চলচ্চিত্র। ১৯৮৮ সালে আবার একই নামে এক টিভি নাটকও তৈরি হয়। অনেক শিল্পী একই নামে গান গেয়েছেন। বিশেষ করে চীনের গায়ক লি চিয়ান 'আমি হচ্ছি গায়ক' নামের গানের প্রতিযোগিতার মঞ্চে এ গানটি নতুন করে গান। এর পর গানটি বর্তমান যুবক-যুবতীদের মন জয় করে। শুনুন তাহলে গানটি।
ছিয়োং ইয়াওয়ের উপন্যাসে আমরা ন্যায়, মমতা, দয়ালু ও স্থায়ী আবেগ দেখতে পাই। বিশেষ করে অনেক মেয়ে তার প্রেমের গল্পকে পাঠ্যপুস্তক হিসেবে মনে করেন। আমি মাধ্যমিক স্কুলে পড়ার সময়ও তার অনেক বই পড়েছি।
ছিয়োং ইয়াওয়ের গল্পের নারী চরিত্র দেখতে সুন্দরী এবং সদগুণের অধিকারী। পুরুষ চরিত্র সবসময় ভদ্র ও সামর্থ্যবান। তারা বহু যুবক-যুবতীর স্বপ্নের প্রেমিক ও প্রেমিকা।
এক সাক্ষাতকারে ছিয়োং ইয়াও বলেন, 'আমার মনে হয়, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি স্বপ্ন দেখি। দিনের বেলায় হাতে কিছু না করলেও মাথায় সবসময় নানা বিষয় নিয়ে চিন্তা করি। মাঝে মাঝে কোনো এক গল্প নিয়ে ভাবি, হয়তো আমি কখনো সে গল্প লিখবো না। তবে আমি গল্প চিন্তা করার প্রক্রিয়া ভোগ করি। আমি মনে করি, চিন্তা ও স্বপ্ন হচ্ছে মানুষের আনন্দের উত্স।'
টিভি নাটক 'ওয়েন চু'
বন্ধুরা, এখন আপনারা শুনছেন 'ওয়েন চু' নামে গান। এ গান হলো ছিয়োং ইয়াওর টিভি নাটক 'ছয়টি স্বপ্ন' এর প্রথম গল্প এবং তার সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় টেলিভিশন কর্মের অন্যতম। নাটকে ওয়েন চু নামের এক সুন্দরী ও মনস্পর্শী নারী চরিত্রের কথা বর্ণিত হয়েছে।
ছিয়োং ইয়াও দু'বার বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্বামী পিং সিন থাও একজন প্রকাশক। ছিয়োং ইয়াও বিভিন্ন দেশের অনুদিত উপন্যাস পড়তে পছন্দ করেন বলে পিং সিন থাও নিজের প্রকাশনালয়ে প্রায় ১০০০ অনুদিত উপন্যাস প্রকাশ করেন। কারণ তার স্ত্রী অন্য প্রকাশনালয় থেকে বই কিনুক, তা তিনি পছন্দ করেন না।
বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আছে। কোনো কোনো স্বপ্ন বাস্তবায়ন করা যায়। কোনো কোনো স্বপ্ন কেবল স্বপ্নই হয়ে থাকে। তবে সুখী জীবনের জন্য পরিশ্রম করা বা স্বপ্ন দেখা সকলের অধিকার। আশা করি, আপনাদের স্বপ্ন পূরণ হবে।
অনুষ্ঠানের শেষে শুনুন শু রো ইয়ুনের গাওয়া 'আমার মুক্তার পর্দার মতো স্বপ্ন' নামে গান।
বন্ধুরা, সুর ও বাণী' আসরে আপনারা তাইওয়ানের বিখ্যাত লেখিকা ছিয়োং ইয়াওয়ের সংক্ষিপ্ত পরিচয় জানলেন। সুযোগ থাকলে আপনারা তার উপন্যাস থেকে সৃষ্ট চলচ্চিত্র বা টিভি নাটক উপভোগ করতে পারেন। বিশ্বাস করি ভালো লাগবে।
আমি আনন্দী বেইজিং থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমাকে কিছু বলতে চাইলে ইমেইল লিখে জানাবেন। ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করতে পারেন। আমার ফেসবুকের নাম Anandi yu.
ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)