20160225yinyue.mp3
|
আজ আপনাদের চীনের বিখ্যাত সুরকার ও পরিচালক থান দুনের জীবন ও কর্মের সাথে পরিচয় করিয়ে দেবো। তার সৃষ্টি করা কিছু সুর শোনাবো।
সুরকার থান দুন
বন্ধুরা, চীনের হুনান প্রদেশের ছাংশা শহরে থান দুনের জন্ম। তিনি চীনের কেন্দ্রীয় সংগীত ইনস্টিটিউট এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
তিনি ২২ বছর বয়সে প্রথম সিম্ফনি কর্ম 'লি সাও' সৃষ্টি করেন। থান দুন প্রথমে সিম্ফনিতে সিয়াও ও পানগু নামে চীনের ঐতিহ্যবাহী নানা বাদ্যযন্ত্র ব্যবহার করেন। ১৯৯৭ সালে গীতিনাট্য 'মার্কো পোলো' পশ্চিমার গীতিনাট্য ও চীনের বেইজিং অপেরার সঙ্গে মিশ্রণ করে তৈরি করেন। এই গীতিনাট্য বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। মিডিয়া থান দুনকে 'নিউ ওয়েভ সংগীত' ও 'অগ্রসর সংগীত'এর অন্যতম প্রতিনিধি মনে করে। ১৯৮৮ সালে থান দুন যুক্তরাষ্ট্রে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। সেটা ছিল চীনের কোনো সংগীতজ্ঞের যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম সংগীতানুষ্ঠান।
২০০১ সালে 'শায়িত বাঘ; লুকানো ড্রাগন' নামের সিনেমায় তার তৈরি করা গানগুলো অস্কারে শ্রেষ্ঠ সৃজনশীল সংগীত পুরস্কার এবং ৪৪তম গ্রেমি অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ সৃজনশীল চলচ্চিত্রের সংগীত অ্যালবাম পুরস্কার পায়।
চলচ্চিত্র 'শায়িত বাঘ, লুগানো ড্রাগন'
'শায়িত বাঘ, লুকানো ড্রাগন'এর থিম সং হলো 'a love before time'। ২০০১ সালে ৭৩তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী কোকো লি এ গানের ইংরেজী ভাষার গানটি গেয়েছেন। কোকো লি অস্কার মঞ্চে গান গাওয়া প্রথম চীনা গায়িকা। বন্ধুরা, এখন তার কণ্ঠে এ গানটি শুনুন। 'a love before time' গানের চীনা ভাষাও আছে। এর চীনা ভাষার নাম দেয়া হয়েছে 'চাঁদ প্রেমিকা'। গানটি 'শায়িত বাঘ, লুকানো ড্রাগন' সিনেমার মূল সুরের সাথে গভীরভাবে মিশ্রিত। এ গানে চীনের লোকসংগীতের বাদ্যযন্ত্র আরহু এবং পশ্চিমা সুষির বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। চীনের বিখ্যাত চেলো বাদক মা ইয়ো ইয়ো আধুনিক যন্ত্রসংগীতের কৌশল ব্যবহার করে প্রাচ্য সংগীতের অসাধারণ সুরের দ্যোতনা প্রকাশ করেছেন। 'চাঁদ প্রেমিকা' একটি ম্নেহময় প্রেমের গান। জোছনার রাতে চাঁদের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন হওয়া দুই প্রেমিক-প্রেমিকার পরস্পরকে মিস করাসহ মনের ব্যথা প্রতিফলিত হয়েছে। গানের সুরে গভীরভাবে প্রাচ্যের ভাব রয়েছে।