সুর ও বানী: চীনা বসন্ত উত্সবের গান
  2016-02-08 20:08:33  cri

সুপ্রিয় শ্রোতা, প্রতি বছর বসন্ত উত্সবের আগের দিন রাতে চীনের কেন্দ্রীয় টেলিভিশনে মহাসমারহে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করা হয়। সারা বিশ্বের চীনারা এ অনুষ্ঠান দেখার জন্য অনেক আগে থেকে অস্থির হয়ে অপেক্ষা করেন। সেই অনুষ্ঠানে নাচ-গান তো থাকেই। আরো থাকে হাস্যকৌতুক, ছোট ছোট নাটক, অপেরা, চমত্কার দড়াবাজি ও জাদুবিদ্যা। বিভিন্ন দেশে কর্মরত ও অধ্যায়রত চীনারা টেলিভিশন কেন্দ্রে টেলিফোন করেন। ইমেইল বা ফাক্স পাঠান। মনের কথা প্রকাশ করেন তারা। অন্যজনকে শুভেচ্ছা জানান।

এ ধরনের একটি অনুষ্ঠানে আমি একটি সুন্দর গান শুনেছি। গানের নাম 'সৌভাগ্য আসবে'। গেয়েছেন চু হাই। তিনি গেয়েছেন, তোমার সৌভাগ্য আসবে, এটা আমার কামনা। সৌভাগ্য তোমার জন্য প্রেম বয়ে আনবে। তুমি সুন্দর জীবনের জন্য পরিশ্রম করবে। তোমার স্বাস্থ্য ভালো থাকবে। তুমি গুণি মানুষ, প্রতিদিন তুমি সুখি থাকবে। তোমার বাসায় সবসময় ফুল ফুটে থাকবে।

বন্ধুরা, চীনারা প্রাচীনকাল থেকেই বসন্ত উত্সবে একধরনের উল্লাস ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। সাধারণতঃ বসন্ত উত্সবের এক মাস আগে থেকেই এ উত্সবকে বরণ করার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করে। প্রতিটি পরিবার তাদের ঘর-বাড়ি ধুয়েমুছে পরিপাটি করে তোলে। এ সময় বসন্ত উত্সবের জন্য তাদের বিশেষ কিছু পণ্যও কিনতে হয়। যেমন, বিশেষ ধরণের খাবার, ভোগ্যপণ্য, সবার জন্য নতুন জামা-কাপড় ও বাচ্চাদের জন্য খেলনা ইত্যাদি। তাছাড়া কিছু কিছু অঞ্চলে দেওয়াল বা দরজার দু'পাশে বসন্ত উত্সব সম্পর্কিত বিশেষ লিপি ও ছবি লাগানোর প্রথাও প্রচলিত রয়েছে।

এখন আপনারা যে গানটি শুনছেন তার শিরোনাম 'নতুন বছর আসছে'। এ গানে আপনারা আতশবাজির শব্দ শুনতে পাবেন। গানটির সুরে সুরে বসস্ত উত্সবের আনন্দময় পরিবেশ ও উষ্ণতা ছড়িয়ে আছে।

বন্ধুরা, বসন্ত উত্সব হচ্ছে আত্মীয়স্বজনের সাথে পুনর্মিলনের উত্সব। এ উত্সব মুসলমানদের ঈদ, বাঙালীদের পহেলা বৈশাখ এবং খ্রিষ্টানদের বড় দিনের মতো। বসন্ত উত্সবের আগের দিন মানুষ যত দূরেই থাক না কেন, সবাই যার যার বাড়িতে বাবা-মার কাছে ফিরে যেতে চেষ্টা করে। এসময় পরিবারের সকল সদস্যরা ভালোবাসা ও শ্রদ্ধার সম্মিলনে একসাথে রাতের খাবার খেয়ে থাকে।

ডাম্পলিং

এ দিন উত্তর চীনের মানুষ 'ডাম্পলিং' নামক এক ধরনের খাবার খেয়ে থাকে। ময়দার আবরণের মধ্যে সবজি বা মাংসের পুলি দিয়ে 'ডাম্পলিং' তৈরি করা হয়। এই খাবারের চীনা নাম 'চিয়াও জি'। চীনে একটি প্রবাদ আছে, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার এই 'চিয়াও জি অর্থাত্ ডাম্পলিং'। এ থেকে বোঝা যায়, চীনাদের জীবনে ডাম্পলিংয়ের বিশেষ গুরুত্ব রয়েছে।

বন্ধুরা, এখন আপনারা 'বসন্ত উত্সবের প্রাককালে ডিনার' নামের একটি গান শুনছেন। সে রাতের ডিনার চীনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে সে দিন আমি অফিসে ছিলাম। মা রান্না করে বাসায় আমার জন্য অপেক্ষা করেছেন। তাহলে আমি এ গানের তালে তালে আবার স্মরণ করি সেদিনের ডিনারের স্বাদ।

বসন্ত উত্সবের প্রথম দিন শিশুরাসহ পরিবারের সবাই নতুন জামা-কাপড় পড়ে আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবদের নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য বেরিয়ে যায়। পরিচিত কারোর সঙ্গে দেখা হলে সকলেই প্রথমে 'বসন্ত উত্সবের শুভেচ্ছা' জানায়। বিগত বছর যদি বন্ধুদের মধ্যে কোনো ভুল বোঝা-বুঝি হয়ে থাকে, তাহলে বসন্ত উত্সবে পরস্পরকে একবার শুভেচ্ছা জানালেই সমস্যার সমাধান হয়ে যায়।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'বসন্ত উত্সবে শুভেচ্ছা জানানো' নামের গানটি। এ গানে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানানোর কথাগুলো আসলে আমারই মনের কথা। আপনারা এ কথাগুলো গ্রহণ করুন।

চীনে বসন্ত উত্সব নিয়ে অনেক লোককথা প্রচলিত রয়েছে। 'মন্দির মেলা' তাদের মধ্যে অন্যতম। বসন্ত উত্সবের সময় মন্দির মেলা কেবল বাণিজ্যিক বাজারেই সীমাবদ্ধ থাকে না, বরং তা উত্সবকালে এক রকম গুরুত্বপূর্ণ বিনোদনের স্থানেও পরিণত হয়। বিভিন্ন স্থানের মন্দির মেলার প্রধান বিষয়ও ভিন্ন।

বেইজিংয়ে বসন্ত উত্সবের মন্দির মেলায় অনেক ভিড় থাকে। কেউ কেউ বলেন, বাচ্চারা মন্দিরে মেলায় গেলে কেবল মানুষের পা দেখতে পায়। আর কিছু দেখা যায় না। তা হলেও লোকেরা যাচ্ছে। এটা বসন্ত উত্সবের সময়ে এক অনিবার্য ব্যাপার।

বন্ধুরা, এখন আপনারা শুনুন 'মন্দির মেলা' নামের একটি গান। আর এর সাথে উপভোগ করুন মন্দির মেলার উল্লাস।

বসন্ত উত্সবের পনোরোতম দিনে অনুষ্ঠিত হয় চীনের লণ্ঠন উত্সব। এ দিন সব রাস্তা বৈচিত্রময় রঙিন ফুল ও লণ্ঠন দিয়ে সাজানো হয়। রাতে যখন সব লণ্ঠন জ্বালিয়ে দেয়া হয় তখন চারপাশের পরিবেশ আলোকিত হয়ে ওঠে। এসময় সবাই বাইরে এসে এ সুন্দর পরিবেশটাকে উপভোগ করে। আর এভাবেই হাজার বছর ধরে প্রচলিত এ লণ্ঠন উত্সবের মধ্য দিয়ে শেষ হয়ে যায় চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের সকল আনুষ্ঠানিকতা। কিন্তু বছরজুড়ে এ আনন্দের রেশ থেকে যায় চীনের প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি মানুষের হৃদয়ে। বন্ধুরা, এখন শুনুন 'লণ্ঠন নিয়ে খেলা' নামের গানটি।

লাল লণ্ঠন

এখন বসন্ত উত্সবের সময় শুধু যে চীনের মূলভূখন্ডে নানা অনুষ্ঠান উদযাপন হয় তা নয়। বরং সারা বিশ্বের যে সব জায়গায় চীনারা আছেন, সেখানে বসন্ত উত্সবের আমেজ ছড়িয়ে থাকে। গত বছর বসন্ত উত্সবের সময় আমি অস্ট্রেলিয়ায় গিয়েছি, সেখানকার পার্ক, রেঁস্তোরা ও বিভিন্ন প্লাজায় চীনা ভাষা লেখা বসন্ত উত্সবের শুভেচ্ছা বানী দেখেছি। রাস্তার দু'পাশে লাল লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। খুব ভালো লেগেছে দেখে। আমরা আশা করি, এ সময় সারা বিশ্বের বন্ধুরা আমাদের সঙ্গে আনন্দময় উত্সব উপভোগ করবেন।

সুপ্রিয় বন্ধুরা, বসন্ত উত্সবের গানগুলো শুনতে শুনতে আজকের 'সুর ও বানী' আসর শেষ হতে যাচ্ছে। আশা করি, অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন সবাই। আমাদের বসন্ত উত্সবের শুভেচ্ছা গ্রহণ করুন। চাই চিয়ান। (ইয়ু/মান্না)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040