সুর ও বানী: চীনা বসন্ত উত্সবের গান
  2016-02-08 20:08:33  cri


বন্ধুরা, চীনের পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর ৮ ফেব্রুয়ারি ছিলো চীনের চান্দ্র বর্ষের প্রথম দিন। অর্থাত চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব। চীনাদের কাছে এ বসন্ত উত্সব হচ্ছে সারা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় ও আনন্দময় একটি উত্সব। এ কারণে বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের বিভিন্ন অঞ্চলে নিজেদের মত করে এ উত্সব উদযাপনের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনা নববর্ষ উপলক্ষ্যে আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। শুভ নববর্ষ। 'সিন ছুন খুয়ে ল্য'। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের বসন্ত উত্সব সম্পর্কিত কয়েকটি গান শোনাবো।

বসন্ত উত্সব মানে নতুন বছর শুরু। বসন্তকালের বাতাস এলে উইলো গাছের পাতা আবার সবুজ হয়ে যায়। হাজার হাজার পরিবার দরজা ও জানালা খুলে বসন্তকে স্বাগত জানায়। বৃদ্ধ-বৃদ্ধা ও কিশোর কিশোরীরা হাসতে হাসতে বাইরে বেড়াতে যান। আনন্দময় আমেজে নতুন বছর উপভোগ করেন সকলে।

শ্রোতাবন্ধুরা, বসন্তকালের আগমনে শুনুন, আতশবাজির শব্দ। শুনুন চু মিং ইংয়ের গাওয়া 'নতুন বসন্তকাল আসছে' নামের গানটি।

বসন্ত উত্সবের সময় চীনারা টেলিফোন, উইচ্যাট ছাড়াও সামনাসামনি পরস্পরকে শুভেচ্ছা জানান; শুভ কামনা করেন। শুভ কামনার কথার মধ্যে 'কোং শি ফা ছাই' সবচেয়ে বেশি শোনা যায়। এ বাক্যের অর্থ হলো, 'ধনী হন'।

আপনারা জানেন, বর্তমানে উইচ্যাট চীনের একটি অত্যন্ত প্রচলিত ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে উইচ্যাটের মাধ্যমে গল্প করি, ছবি পাঠাই। বসন্ত উত্সবের সময় লাল প্যাকেট বিনিময় করি আমরা। লাল প্যাকেটের মধ্যে বেশি টাকা না থাকলেও অনেক মজা ও আনন্দ থাকে।

বন্ধুরা, এবার শুনুন কণ্ঠশিল্পী লিউ দে হুয়ার গাওয়া 'তুমি ধনী হও' নামে একটি গান। এ গানে বলা হয়েছে, 'কামনা করি তুমি ধনী হও। তোমার চমত্কার জীবন কামনা করি। জীবনে সবচেয়ে ভালো জিনিস তুমি পাবে। অকল্যাণগুলো জীবন থেকে চলে যাবে। আমি কামনা করি, বিশ্বের সব মেয়ে মনের মত জীবনসঙ্গী খুঁজে পাক। বিশ্বের সকল শিশু তার শিক্ষকের চেয়েও মেধাবী হোক। নিশ্চয় আগামীকাল আমরা আরো শক্তিশালী হবো।'


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040