20160120yinyue.mp3
|
বন্ধুরা, চীনে প্রাচীনকালের চারটি উপন্যাস সবচেয়ে নামকরা। এগুলো হচ্ছে ত্রি-রাজ্যের কাহিনী, সুই হু কাহিনী, পশ্চিমদেশ অভিমুখে ভ্রমণ ও লাল ভবনের স্বপ্ন। এ চারটি উপন্যাসের উচ্চ সাহিত্য মান আছে বলে এগুলো চীনা প্রাচীন সাহিত্যের ইতিহাসে বিশেষ মর্যাদা লাভ করেছে। এ উপন্যাসগুলোর চরিত্র ও গল্প গভীরভাবে চীনাদের চিন্তাভাবনার ওপর প্রভাব ফেলেছে। এ চারটি উপন্যাসকে চীনের সাহিত্য ইতিহাসের চারটি মহত স্মৃতিস্তম্ভে পরিণত করা হয়েছে।
এ উপন্যাসগুলো থেকে রূপান্তরিত করা নানা টেলিভিশন নাটক ও চলচ্চিত্র চীনে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। আমি সুর ও বানী আসরে যথাক্রমে এ উপন্যাসগুলো ও সংশ্লিষ্ট নাটকের সংগীতগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো।
'ত্রি-রাজ্যের কাহিনী'র লেখক লুও কুয়ান চুং। তিনি ইউয়ান রাজবংশের শেষ দিক ও মিং রাজবংশের প্রথম দিকের মানুষ। সে সময় চীনের বিভিন্ন এলাকায় বিদ্রোহী বাহিনী সাহসের সঙ্গে রাজকীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতো। তরুণ বয়সে লুও কুয়ান চুং একটি বিদ্রোহী বাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। কিন্তু তার রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়িত হয়নি। অবশেষে তিনি গ্রামে ফিরে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন।
'ত্রি-রাজ্যের কাহিনী'তে ১৮৪ থেকে ২৮০ খ্রীষ্টাব্দ পর্যন্ত প্রায় একশো বছরের সুদীর্ঘ জটিল ঐতিহাসিক কাহিনী রচিত হয়েছে। ওয়েই, সু এবং উ, এ তিনটি রাজনৈতিক গোষ্ঠির মধ্যের রাজনৈতিক ও সামরিক সংগ্রামের ইতিহাস এই উপন্যাসে জীবন্তভাবে বর্ণিত হয়েছে। সাফল্যের সঙ্গে তত্কালীন অনেক বীরের চরিত্র সৃষ্টি করা হয়েছে।
১৯৯৪ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র ১৭ কোটি ইউয়ান ব্যয় করে 'ত্রি-রাজ্যের কাহিনী' উপন্যাস অবলম্বনে ৮৪ পর্বের একটি টিভি নাটক তৈরি করে। এ নাটকের পরিচালক ছিলেন ওয়াং ফু লিন।
বন্ধুরা, এখন শুনুন এ নাটকের প্রধান গান 'ছাং চিয়াং নদীর পানি পূর্ব দিকে বয়ে যায়'। গানের কথা লিখেছেন ইয়াং শেং, সুর করেছেন গু চিয়ান ফেন, গেয়েছেন ইয়াং হোং চি।
গানের অর্থ হলো, 'ছাং চিয়াং নদীর পানি পূর্ব দিকে বয়ে যায়। কখনো ফিরে আসে না। কত বীর নদীর স্রোতের মতো বিলীন হয়ে যায়। সাফল্য ও ব্যর্থতা, সঠিক ও ভুল সবই অল্প সময়ের ব্যাপার। কেবল পাহাড় সেখানে দাঁড়িয়ে থাকে, সেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত এখনো দেখা যায়। প্রাচীনকালের কত যুদ্ধের ইতিহাস মদ পানের সময় গল্পে পরিণত হয়'।
'ত্রি-রাজ্যের কাহিনী' বলতে গেলে তিন ভাই লিউ পেই, কুয়ান ইয়ু ও চাং ফেইয়ের কথা ভুলে গেলে চলবে না। এ তিন ভাইয়ের সম্পর্ক গড়ার শপথ গ্রহণের মাধ্যমে উপন্যাসের কাহিনী শুরু হয়। লিউ পেই ছিলেন সু রাজ্যের প্রতিষ্ঠাতা। কুয়াংন ইয়ু ও চাং ফেই ছিলেন যথাক্রমে তার মেঝে ও সেজ ভাই। তারা আপন ভাই না হলেও যুদ্ধের মাঠে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্ক এতটাই গভীর ছিলো যে একজন আরেকজনের জন্য প্রাণ দিতেও কোনো দ্বিধা করতেন না।
টেলিভিশন নাটকে এ তিন ভাইকে নিয়ে একটি গান রয়েছে। গানের নাম 'শপথ ভাই'। গানের কথা লিখেছেন ওয়াং চিয়ান, সুর করেছেন গু চিয়ান ফেন, গেয়েছেন লিউ হুয়ান।
এ গানে বলা হয়েছে, 'এ শপথের মাধ্যমে আমাদের সম্পর্ক আর বিচ্ছিন্ন হবে না। শপথের পর আমাদের প্রাণ এক হয়ে যাবে। ছুরি ও তরবারি হাতে নিয়ে আমদের যুদ্ধের মাঠে দাঁড়াতেও আর ভয় নেই'।
লিউ পেই, কুয়ান ইয়ু ও চাং ফেই