
এ স্থাপত্য ২০টি অংশ নিয়ে গঠিত, তালির ২০টি অঞ্চলের প্রতিনিধিত্ব ফুটিয়ে ইতালির একটি মাইক্রো শহরের মতো হয়েছে।
প্রসঙ্গ: 'আদর্শের নগর, মানুষের নগর'
স্থপতি: গিয়ামপাওলো ইমব্রিঘি
ইতালি ভবনের অবস্থান: বিশ্ব মেলা উদ্যানের সি অঞ্চল

২০০৮ সালের ৩০ এপ্রিল চীনের ২০১০ সালের শাংহাই বিশ্ব মেলার ইতালি ভবনের নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ইতালি সরকার বিশ্ব মেলা উদ্যানের বিনচিয়াং অঞ্চলে ৬ হাজার বর্গমিটার জমিতে একটি জাতীয় ভবন নির্মাণ করবে। ইতালি বলেছে, ৬৫টি প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ নকশার মধ্য থেকে কয়েক বার বাছাইয়ের পর অবশেষে ইতালি ভবনের নকশা চূড়ান্তভাবে নির্বাচিত হয়। অস্থায়ীভাবে এর নাম 'মানুষের নগর' দেয়া হয়েছে। এ স্থাপত্য ২০টি অংশ নিয়ে গঠিত। এ থেকে ইতালির ২০টি অঞ্চলের প্রতিনিধিত্ব ফুটিয়ে ইতালির একটি মাইক্রো শহরের মতো হয়েছে। ইতালির জাতীয় ভবন বাইরে থেকে দেখতে বিচ্ছিন্ন মোজাইকের মতো। এতে বিভিন্ন অঞ্চলের বহুবিধ সংস্কৃতি সুসামঞ্জস্যপূর্ণভাবে বসবাসের সম্পর্ক প্রতিফলিত হয়েছে। দর্শকরা এ ভবনের মধ্যে হাঁটলে মনে হবে শাংহাই শহরের শিকুমেই-এর গলিপথ ও ইতালির মহাচত্বরের মধ্য দিয়ে হাটছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|