v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2009-02-17 21:43:20    
সিআরআই ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উদযাপনী অনুষ্ঠানে ইয়ু কুয়াং ইউয়ের ভাষণ

 


cri
    আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি চীনে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাজমুল ইসলাম, চীন আন্তর্জাতিক বেতারের সম্মানিত উপমহাপরিচালক শিয়া চি শুয়েন, চীন বাংলাদেশ মৈত্রী সমিতির চেয়ারম্যান হো খাং এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও সুপ্রিয় বন্ধুরা,

    এ মুহুর্তে আমি কেবল আমার মনের কৃতজ্ঞতার কথা আপনাদের বলতে চাই।

    সুধিবৃন্দ, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সকল কর্মীদের পক্ষ থেকে আপনাদের বাংলা অনুষ্ঠান প্রচারের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অকৃত্তিম কৃতজ্ঞতা জানাই।

    চীন আন্তর্জাতিক বেতারের নেতৃবৃন্দ এবং চীনের বিভিন্ন মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগগুলো বহু বছর ধরে বাংলা বিভাগকে যত্নশীল মনোভাব নিয়ে সাহায্য করে যাচ্ছেন। এ তাদের জন্য অশেষ ধন্যবাদ জানাই।

    চীনে বাংলাদেশ ও ভারতের দূতাবাস বিগত বছরগুলোয় আমাদের যে সমর্থন ও সহায়তা করেছে, বিশেষ করে আমাদের এ উদযাপনী অনুষ্ঠানের জন্য বাংলাদেশ দূতাবাস যে সহায়ক ভূমিকা রেখেছে, তার জন্যও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই।

    বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশ ও ভারতে আমাদের লক্ষ লক্ষ শ্রোতা যাদের অকুন্ঠ ভালোবাসা আর ঐকান্তিক সহযোগিতায় আমরা বন্ধুর পাড়ি দিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে আসতে পেরেছি।

    আমাদের সেই প্রবীন কর্মী যারা বেতারের বাংলা অনুষ্ঠানের শুরু থেকে অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে আমাদের আজকের এ সম্মানজনক স্থানে এনে দিয়েছেন। তাদেরকেও ধন্যবাদ জানাই। বিভিন্ন সম্প্রদায়ের বাংলা ভাষাভাষী বন্ধুরা আমাদের ওপর যে দৃষ্টি দিয়েছেন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়েছেন আমি আমার হৃদয় থেকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

    অবশেষে আমি আমাদের বাংলা বিভাগের সকল সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের যৌথ প্রচেষ্টায় বর্তমান বাংলা বিভাগ প্রাণবন্ত হয়ে উঠেছে এবং নানা ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। এখানে আমি বিশেষ করে উল্লেখ করতে চাই যে, বাংলা বিভাগের বিশেষজ্ঞ আ বা ম ছালাউদ্দিন সাহেবের কথা। তিনি আমাদের এই উদযাপনী অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বিশেষ করে বাংলা বিভাগের জন্য একটা সুন্দর গানও লিখেছেন। গানটি চর্চার সময় আমাদের মনে বাংলাভাষী বেতার কর্মী হিসেবে গৌরবের দিকটি বার বার জেগে উঠেছে।

    প্রিয় সুধিবৃন্দ, আমার বিশ্বাস, আপনাদের সকলের সমর্থন, সহৃদয় সহায়তা এবং অনুপ্রেরণায় বাংলা বিভাগের ভবিষ্যত দিনগুলো আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে।

    সবশেষে আমরা সারা পৃথিবীর সকল মানুষের সম অধিকার আর সুন্দর ও সুখী জীবনের জন্য নিজেদের উত্স্বর্গ করার অঙ্গীকার করছি। আপনাদের সবাইকে আবারও আমার অকৃত্তিম শ্রদ্ধা ও শুভেচ্ছা।