সিনহুয়া বার্তা সংস্থা ক্ষমতা প্রাপ্ত হয়ে ১৯ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ অক্টোবর গৃহীত 'চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির গ্রামের সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত করা সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত' প্রকাশ করেছে।
সিদ্ধান্তে বলা হয়েছে, চীন এখন শিল্পের মাধ্যমে কৃষিকে ত্বরান্বিত করা এবং শহরের দ্বারা গ্রামের উন্নয়ন ত্বরান্বিত করার পর্যায়ে প্রবেশ করেছে, ঐতিহ্যিক কৃষির সংস্কার দ্রুততর করা এবং চীনের বৈশিষ্ট্যের কৃষির আধুনিকীকরণ পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ যুগে প্রবেশ করেছে, জোরালোভাবে শহর ও গ্রামের দ্বৈত কাঠামো ভেঙ্গে দিয়ে শহর ও গ্রামের আর্থ-সামাজিক উন্নযনের একীকরণের নতুন কাঠামো গড়ে তোলার গুরুত্বপূর্ণ যুগে প্রবেশ করেছে। সুযোগকে কাজে লাগিয়ে নতুন সমাজতান্ত্রিক গ্রামের নির্মাণকাজের নতুন পরিস্থিতি গড়ে তোলার জন্য যথাসাথ্য প্রচেষ্টা চালানো উচিত।
সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, গ্রামের মৌলিক ব্যবস্থাপনার ব্যবস্থা স্থিতিশীল ও সুসম্পন্ন করা হবে। গ্রামের জমি ব্যবস্থাপনার কঠোর ও নিয়মমাফিক ব্যবস্থা গড়ে তোলা হবে। কৃষি ক্ষেত্রের বৈদেশিক উন্মুক্তকরণের ব্যাপকতা ও গভীরতা সম্প্রসারণ করা হবে। সক্রিয়ভাবে আধুনিক কৃষি উন্নয়ন করতে হবে। গ্রামীণ সমাজের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করা হবে। ২০২০ সাল পর্যন্ত গ্রামের অর্থনৈতিক কাঠামো আরো সুসম্পন্ন হবে। শহর ও গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের একীকরণ ব্যবস্থা মোটামুটি প্রতিষ্ঠিত হবে। কৃষি ক্ষেত্রের সার্বিক উত্পাদনের সামর্থ্য স্পষ্টভাবে উন্নত হবে। জাতীয় খাদ্যশস্যের নিরাপত্তা এবং প্রধান কৃষিজাত পণ্যের সরবরাহ কার্যকর নিশ্চয়তা পাবে। কৃষকদের মাথাপিছু নিট আয় ২০০৮ সালের দ্বিগুণ হবে। শহর ও গ্রামাঞ্চলের মৌলিক গণ সেবার মান সমানভাবে এগিয়ে যাবে। গ্রামের আবাসিক ও প্রাকৃতিক পরিবেশ স্পষ্টভাবে উন্নত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|