v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-06 22:06:53    
চীনের ছিয়াং জাতির লোকশিল্পী ইয়ু কুয়াং ইউয়ান

cri

    ইয়ু কুয়াং ইউয়ান হচ্ছে চীনের অন্যতম সংখ্যালঘু ছিয়াং জাতির সা রান লোকনৃত্যের উত্তরাধিকার । তিনি ছিয়াং জাতির সংস্কৃতি নিয়ে গবেষণা করেন । বাস করেন দক্ষিণ- পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের মাও জেলায় । এটি হলো মিন সান পাবর্ত্য অঞ্চলের একটি ক্ষুদ্র জেলা শহর । ১২ মের ভয়াবহ ভূমিকম্প না হলে এ ছোট জেলা শহরের নাম হয়তো অনেকে জানতেন না। ভূমিকম্প ছিয়াং জাতির যুগ যুগ ধরে বসবাসের পরিবেশ নষ্ট করে দিয়েছে । তার অনেক পরিচিত মানুষ এ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন । তবে তিনি মনে করেন , ছিয়াং জাতির কয়েক হাজার বছরের ইতিহাস রয়েছে , ফলে তারা অবশ্যই এ দুর্যোগ থেকে সৃষ্ট দুরবস্থা কাটিয়ে উঠতে পারবেন ।

    ১৪ জুন চীনের তৃতীয় সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস । সেদিন সন্ধ্যায় 'সু ফান কু ইউন' অথার্ত সি ছুয়ান প্রদেশের প্রাচীন রীতিনীতি সম্পর্কিত একটি লোকসংগীত ও নৃত্য অনুষ্ঠান পেইচিংয়ে আয়োজন করা হয় । সি ছুয়ানের ভূমিকম্প দুগর্ত অঞ্চল উয়েন ছুয়ান , মাও জেলা ও পেই ছুয়ানের ছিয়াং জাতির লোকশিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নেন। তারা বৈশিষ্ট্যময় বাঁশি বাজিয়ে ভেড়ার চামড়ার ঢাকসহ অনেক বাদ্যযন্ত্র নিয়ে ছিয়াং জাতির লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন এবং তাদের নিজস্ব সংস্কৃতি পেইচিংয়ের দশর্কদের সামনে তুলে ধরেছেন । ইয়ু কুয়ান ইউয়াং ছিয়াং জাতির ২৩জন লোকশিল্পীর মধ্যে অন্যতম । আমাদের সংবাদদাতা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তার একটি সাক্ষাত্কার নিয়েছেন । সাক্ষাত্কারে ইউ কুয়াং ইউয়ান সর্বপ্রথমে ভূমিকম্পে ছিয়াং জাতি অধ্যুষিত অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলেছেন । তিনি বলেন , ১২ মের ভয়াবহ ভূমিকম্পে ছিয়াং জাতির মানুষের আবাসিক এলাকার প্রায় সব ঘরবাড়ি ধসে পড়েছে । সেখানকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে ,ভূমিকম্পে ছিয়াং জাতির সংস্কৃতির যে ক্ষতি হয়েছে তাঅনুমান করা কঠিন ।

    ছিয়াং জাতি মেঘের উপরের জাতি বলে পরিচিত । তারা সাধারণত পাহাড়ে থাকেন । সেখানকার বসতবাড়ি পাথর দিয়ে তৈরী , দেখতে এক একটি চিলেকোঠার মত । এ সব চিলেকোঠা পাহাড়ের গায়ে এমনভাবে থাকে যে হঠাত্ বোঝা যায় না , দেখতেও অত্যন্ত সুন্দর । ছিয়াং জাতির উত্সবের সময় গ্রামের ছেলেমেয়েরা প্রেমের গান গায় । গ্রামের সব মানুষ কাঠ জ্বালিয়ে আগুনের চার পাশে নেচে নেচে রাত ভর আমোদপ্রমোদ করেন । কিন্তু ভূমিকম্পের পর ছিয়াং জাতির মানুষের এ সব সুন্দর দৃশ্য তাদের স্মৃতিতে পরিণত হয়েছে । আট মাত্রার ভূমিকম্পে পাহাড়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বেশির ভাগ চিলেকোঠা নষ্ট হয়ে গেছে ।

    চীনের ছিয়াং জাতির জনসংখ্যা তিন লাখের মতো । সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে ছিয়াং জাতির জনসংখ্যা বেশ কম । তা ছাড়া ছিয়াং জাতির মানুষ পাহাড়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে ছিয়াং জাতির সংস্কৃতির অনেক বিষয় বিলুপ্তপ্রায় অবস্থায় চলে গেছে । এই জাতির খুব কম মানুষ নিজের সংস্কৃতি ও ইতিহাস জানেন । ভূমিকম্পে এ অল্প কিছু লোকের অনেকেই প্রাণ হারিয়েছেন । ইউ কুয়ান ইউয়ান বলেন পেই ছুয়ান জেলার কথা ধরা যাক , ভূমিকম্পে এ জেলার সাংস্কৃতিক ভবনের ত্রিশজন কর্মীর সবাই নিহত হয়েছেন । একই জেলা না হলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ বেশি এবং প্রায়ই এক সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কমর্সূচী আয়োজন করতাম । তাদের মৃত্যুর খবর পেয়ে আমি মমার্হত । কেননা আমি শুধু ঘনিষ্ঠ বন্ধু হারাই নি , তারা ছিয়াং জাতির সংস্কৃতির একটি অংশও সঙ্গে নিয়ে গেছেন । ভূমিকম্পে ইয়ু কুয়ান ইউয়ান ও তার সহকর্মীদের প্রতিষ্ঠিত ছিয়াং জাতির সাংস্কৃতিক রীতিনীতি জাদুঘর ধসে পড়েছে । তাদের গবেষণার তথ্য , সংগ্রহীত তৈজসপত্র ও আলোকচিত্রগুলো ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে । তবে ইয়ু কুয়ান ইউয়ান বলেন , ছিয়াং জাতি একটি দৃঢ মনোবলের জাতি । তারা প্রাকৃতিক দুর্যোগের সামনে নতি স্বীকার করবে না । লোকশিল্পীরা যে ভূমিকম্পের মাত্র একমাস পর ছিয়াং জাতির ঐতিহ্যবাহী শিল্প দেখানোর জন্য পেইচিং এসেছেন , তা' তাদের দৃঢ মনোবলের একটি প্রমাণ। 

    এ বছরের প্রথম দিকে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সাংস্কৃতিক উত্তরাধিকার দিবসের সময় স্থানীয় অপেরার অনুষ্ঠান পরিবেশনের পরিকল্পনা করেছে । ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধারই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ । তাই সংশ্লিষ্ট বিভাগ অনুষ্ঠান বাতিল করার কথা বিবেচনা করেছে । কিন্তু সি ছুয়ানের লোকশিল্পীরা এতে রাজী নন । তারা অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে নিজেদের কৃতজ্ঞতা ও মনের দৃঢতা প্রকাশ করতে চান । ইয়ু কুয়াং ইউয়ান বলেন , তার এক বন্ধু ভূমিকম্পের পর তার সঙ্গে যথাসময়ে পেইচিং যাওয়ার কথা আলোচনার জন্য আসেন । বন্ধুটি তাকে বলেন , ইয়ু ভায়া , ছিয়াং জাতি অত্যন্ত সাহসী জাতি । ভূমিকম্পে একজন বেঁচে থাকলেও তাকে পেইচিং যেতে হবে । তার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি । আমি বলি , আচ্ছা , আমি বেঁচে আছি , আমার ছেলেও বেঁচে আছে , আমরা একসঙ্গে চেষ্টা করি । ইয়ু কুয়াং ইউয়ান লোকশিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন । অনেক শিল্পীকে তিনি অস্থায়ী আশ্রয় তাবু থেকে খুঁজে পেয়েছেন । তারা জীবনের ঝুঁকি নিয়ে অনিনয়ের পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম ধ্বংসস্তুপ খুঁড়ে খুঁড়ে বের করেছেন । শিল্পীরা দুগর্ত অঞ্চল থেকে পায়ে হেঁটে সড়ক পথে যান , তার পর বাসে ও বিমানে পেইচিং আসেন । শিল্পীদের মধ্যে অনেকের পরিবার-পরিজনের মৃত্যু হয়েছে , অনেকের আত্মীয়স্বজন আহত হয়েছে । এরপরও তারা হাসিমুখে মঞ্চে নাচগান করে মনের কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

    ছিয়াং জাতির সংস্কৃতির উন্নয়ন সম্পর্কে ইয়ু কুয়াং ইউয়ান আশাবাদী। সাম্প্রতিক বছরগুলোতে ছিয়াং জাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার যথেষ্ট উন্নতির কল্যাণে স্থানীয় যুব সমাজও নিজ নিজ সংস্কৃতির মূল্য উপলব্ধি করতে পেরেছেন । এর পাশাপাশি সরকার ঐতিহ্যিক সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের অনেক ব্যবস্থা নিয়েছে । এ ক্ষেত্রে সরকারের ব্যয় ক্রমেই বাড়ছে । ভূমিকম্পের পর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দুগর্ত অঞ্চল পরিদশর্নের সময় ছিয়াং জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের নির্দেশ দিয়েছেন । এর কিছু দিন পর ইয়ু কুয়াং ইউয়ান আমন্ত্রিত হয়ে সি ছুয়ান প্রদেশের উদ্যোগে আয়োজিত ছিয়াং জাতির সংস্কৃতি সংরক্ষণ সম্পর্কিত একটি সম্মেলনে অংশ নিয়েছেন । এ সম্মেলনে তার জন্মস্থান মাও জেলাকে কেন্দ্র করে ছিয়াং জাতির সংস্কৃতি সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে । তাই ইয়ু কুয়াং ইউয়ান ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। 

    সি ছুয়ান প্রাদেশিক সরকার ইয়ু কুয়াং ইউয়ানকে ছিয়াং জাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারীর গৌরব দিয়েছে । তিনি বলেন , গৌরবের চেয়ে তিনি দায়িত্বের কথা বেশি চিন্তা করছেন । ছিয়াং জাতির একজন সদস্য হিসেবে তিনি ভূমিকম্পের পর নিজ জাতির সাংস্কৃতিক উন্নয়নে তার সব কিছু বিলিয়ে দেবেন। (ফাং সিউ ছিয়েন)