v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-06 22:00:51    
পেইচিং অলিম্পিক গেমসের ভিয়েতনামী স্বেচ্ছাসেবক খোন থি থান হোয়াই

cri

   ' এক বিশ্ব এক স্বপ্ন' শ্লোগানের প্রেরণা নিয়ে পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্প্রতি সি আর আইয়ের সংবাদদাতা পেইচিংয়ে অধ্যয়নরত ভিয়েত্সামের মেয়ে খোং থি থান হোয়াইয়ের একটি সাক্ষাত্কার নিয়েছেন । তিনি পেইচিং অলিম্পিক গেমসের একজন স্বেচ্ছাসেবক হিসেবে ক্রীড়াবিদদের পরিসেবার কাজে অংশ নিতে পেরে আনন্দিত ।

    তিন বছর আগে ভিয়েতনামী মেয়ে খোং থি থান হোয়াই পেইচিংয়ে আসেন। তিনি অলিম্পিক গেমস দেখার জন্যই পেইচিং এসেছেন । পেইচিংয়ে তিন বছর পড়াশুনা করে তার পেইচিং অলিম্পিক গেমসের একজন স্বেচ্ছাসেবক হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে ।

    খোং থি থান হোয়াই দেখতে ছোটখাটো , নম্রভাবে কথা বলেন, হাসতে পছন্দ করেন । এ সাদাসিধে মেয়েটিকে ক্রীড়ার সঙ্গে মেলানো কঠিন । তবে এ মেয়ে সত্যিই একজন ক্রীড়া অনুরাগী। সাত বছর আগে পেইচিং ২০০৮ সালের অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার সময় খোং থি থান হোয়াই মাধ্যমিক স্কুলের ছাত্র ছিলেন । তিনি বলেন , আমি তখন মাধ্যমিক স্কুলে পড়ি । আমি দেখতে দুর্বল , কিন্তু বেশ চঞ্চল । প্রায়ই বিকেল বেলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুটবল খেলতাম । এ জন্য বাবা মা প্রায় আমাকে বকতেন , তারা আমাকে রাস্তার পাশে ফুটবল খেলতে নিষেধ করতেন ।

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি অলিম্পিক গেমসের কথা জানতে পেরেছি । তিনি মনে করেন , অলিম্পিক গেমস হলো ক্রীড়াবিদদের নিজেকে চ্যালেঞ্জ জানানোর একটি সুযোগ এবং বিশ্বময় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব বাড়ানোর একটি মহা মিলন মেলা। মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হওয়ার সময় তিনি শিক্ষকের কাছ থেকে ২০০৮ সালে পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠানের খবর পেলেন । তিনি মনে করেন ,ভিয়েতনাম ও পেইচিংয়ের দূরত্ব বেশি নয় , তখন থেকে তিনি পেইচিং অলিম্পিক গেমস দেখার আকাংখা লালন করে আসছিলেন । আরো সৌভাগ্যের বিষয় হলো উচ্চ মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হওয়ার পর তার বাবা মা তাকে বিদেশে পড়াশুনা করতে পাঠাতে চান । খোং থি থান হোয়াই কোনো দ্বিধা না করে চীনের পেইচিং বেছে নিলেন ,কেননা পেইচিং অলিম্পিক গেমস দেখা তার স্বপ্ন ।

    খোং থি থান হোয়াই বলেন , আমি আমার বন্ধুদের বলি , ২০০৮ সালে পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে । তারা বলে , তখন তুমি পেইচিংয়ে থাকবে , আমরা তখন পেইচিংয়ে যাব । আমি বলি , কোনো অসুবিধা হবে না । তোমরা আসলে থাকা ও খাওয়ার কোনো অসুবিধা হবে না , আমরা একসঙ্গে অলিম্পিক প্রতিযোগিতা দেখতে যাব ।

    খোং থি থান হোয়াং পেইচিং বৈদেশিক অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন । পেইচিংয়ে অবস্থানের তিন বছরে অলিম্পিক গেমসের প্রস্তুতি ও পেইচিং মহানগরের পরিবতর্ন তিনি নিজের চোখে দেখেছেন। তিনি বলেন ,তিন বছরে পেইচিংয়ের ব্যাপকপরিবতর্ন হয়েছে। শহরের অবকাঠামো নির্মাণ ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন চোখে পড়ার মতো । পরিবেশ রক্ষার ওপর পেইচিং বিশেষ গুরুত্ব দিচ্ছে । পেইচিংয়ের সর্বত্রই অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর পরিবেশ অনুভব করা যায়। পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খোং থি থান হোয়াই মনে করেন , শুধু অলিম্পিকপ্রতিযোগিতা দেখা যথেষ্ট নয় , আমাকে এই অলিম্পিকের জন্য কিছু করতে হবে । পেইচিংবাসীরা বিশ্বের ক্রীড়াবিদ ও দর্শকদের জন্য এক সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টার কোনো ত্রুটি করেন নি , আমি ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না সত্য , তবে আমি হাত গুটিয়ে পাশে বসে থাকতে পারবো না । তাই গত বছরের জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়ে অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নির্বাচনের সময় আমি নিজের নাম নিবন্ধন করেছি । বৈদেশিক অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনামের ছাত্রছাত্রীর সংখ্যা এক শ'র মতো , তাদের মধ্যে বেশির ভাগই স্বেচ্ছাসেবকের জন্য নাম নিবন্ধন করেছেন । তবে চুড়ান্ত পরীক্ষায় মাত্র খোং থি থান হোয়াই পাশ করেছেন । তিনি বলেন , পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হওয়া তার জীবনের একটি গর্ব, তিনি এই সুযোগকে মূল্যবান মনে করেন । পরীক্ষায় শুধু তিনিই কেন নির্বাচিত হলেন জানতে চাইলে খোং থি থান হোয়াই হেসে বললেন , কারণটি আমিও স্পষ্ট বুঝতে পারছি না। হয়তো আমি হাসতে পছন্দ করি বলে তারা আমাকে বেছে নিয়েছেন, স্বেচ্ছাসেবককে হাসিমুখে কাজ করতে হয় ।

     স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণে অংশ নিয়ে ১ আগষ্ট খোং থি থান হোয়াই অন্যান্য স্বেচ্ছাসেবকের সঙ্গে পেইচিং অলিম্পিক গ্রামে আনুষ্ঠানিকভাবে তার পরিসেবার কাজ শুরু করেছেন । তিনি আমাদের সংবাদদাতাকে বলেন , তিনি অলিম্পিক গ্রামের ক্যান্টিনে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের সেবা করবেন এবং সেখানে ভিয়েতনামের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করবেন । তিনি ভিয়েতনামী ভাষায় তাদের সঙ্গে আলাপ করবেন এবং তাদেরকে জানাবেন আমি পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি ও পরিসেবার কাজে অংশ নিয়েছি । খোন থি থান হোয়াই বলেন , ক্রীড়া ক্ষেত্রে ভিয়েতনাম শক্তিশালী দেশ নয় , তবে ভিয়েতনামের ক্রীড়াবিদরা সোত্সাহে অলিম্পিক গেমসে অংশ নেবেন এবং নিজের চমত্কার ক্রীড়া নৈপুণ্য দেখাবেন । আমি আশা করি তারা অলিম্পিক গেমসে পদক পাবেন ।( ফোং সিউ ছিয়েন )