v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-06 20:25:43    
পেইচিংয়ে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু

cri
    ৫ মহাদেশের ১৯টি দেশের ১৯টি শহর , চীনের অভ্যন্তরের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগর এবং হংকং ও ম্যাকাও অতিক্রম করার পর পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর ৬ আগষ্ট স্বাগতিক শহর চীনের রাজধানী পেইচিংয়ে তার যাত্রা শুরু করেছে । এখন শুনুন এ সম্পর্কিত একটি প্রতিবেদন ।

    এগিয়ে যাও চীন ! এগিয়ে যাও পেইচিং ।

    সকাল ৮টায় পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর পেইচিং ধাপের মশাল হস্তান্তর রাজপ্রাসাদের উমেন চত্বরে শুরু হয়েছে । পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান নিকোলাই লাম্বিস পেইচিং ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী চেয়ারম্যান, পেইচিং শহরের মেয়র কো চিনলুং ভাষণে বলেছেন পেইচিং অলিম্পিক গেমসের প্রতিটি প্রস্তুতিমূলক কাজ সার্বিকভাবে সম্পন্ন হয়েছে । এখন পেইচিং দু'বাহু বাড়িয়ে অলিম্পিক গেমসের উদ্বোধনকে স্বাগত জানাচ্ছে । তিনি বলেন , চীনের রাজধানী পেইচিংয়ের মাটিতে অলিম্পিক গেমসের পবিত্র মশাল হস্তান্তর হচ্ছে । এর মধ্য দিয়ে বিশ্বের কাছে প্রাচ্যের প্রাচীন রাজধানীর সুদীর্ঘ ইতিহাস ও উজ্জ্বল সংস্কৃতি এবং পেইচিংয়ের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরের সাফল্য প্রদর্শিত হয়েছে । এটা অলিম্পিক গেমস সম্পর্কে রাজধানীর জনগণের প্রত্যাশা, অলিম্পিক গেমসে তাদের অংশ নেয়া ও অবদান রাখার আন্তরিকতাকে আরও প্রেরণা যোগাচ্ছে । যাতে সাফল্যের সঙ্গেএকটি বৈশিষ্ট্যপূর্ণ ও উচ্চ মানের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আরও বেশি অবদান রাখা যায় ।

    পেইচিং ধাপের মশাল হস্তান্তর৭টি শহরাঞ্চলের বেশ কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানঅতিক্রম করেছে । মোট ১৬.৪ কিলোমিটার দৈর্ঘ্যের হস্তান্তরে মোট ৪৩৩জন মশালবাহক অংশ নিয়েছেন । চতুর্থ মশালবাহক মাত্র ১৪ বছর বয়সী রেন ই গর্বের সঙ্গে বলেছে , মশালবাহক হয়ে আমি গর্বিত । আমার পক্ষে এটা একটি অত্যন্ত গৌরবের ব্যাপার। আমি এটাকে নিজের দায়িত্বও মনে করি ।

    সমাজের বিভিন্ন ক্ষেত্রের সাধারণ নাগরিক ছাড়া অনেক ক্রীড়াবিদ ও শিল্পীরাও পেইচিংয়ের মশাল হস্তান্তরে অংশ নিয়েছেন । যেমন চীনের বিখ্যাত চলচ্চিত্রপরিচালক চাং ইমৌ ও বিখ্যাত পিয়ানো শিল্পী লাংলাং । ৬ আগষ্ট থেকে পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্রদুদিন বাকি ।অলিম্পিকের মশালকে স্বাগত জানাতে আসা অসংখ্য নাগরিকরা অত্যন্ত আবেগপূর্ণ ও উত্সাহিত । রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা উচ্চকন্ঠে" এগিয়ে যাও পেইচিং" শ্লোগান দিতে থাকেন । সু ইউয়ুহান নামে একজন পেইচিং নাগরিক সংবাদদাতাকে জানান , নিজের বাড়ির কাছে মশাল হস্তান্তর দেখা একটি অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার । তিনি বলেন , সবাই একই কাজ করছেন অর্থাত পবিত্র অগ্নিকে স্বাগত জানাচ্ছেন । এটা একটা মহান দৃশ্য । এখানে থাকলে আপনিও একই জিনিস অনুভব করবেন ।

    অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অলিম্পিক গেমসের সূচনা এবং প্রাচীন অলিম্পিক গেমসের সঙ্গে আধুনিক অলিম্পিক আন্দোলনকে বলিষ্ঠভাবে সংযুক্ত করছে । অলিম্পিক গেমসের প্রতিযোগিতার পর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম । ৮ আগষ্ট সন্ধ্যায় সর্বশেষ মশালবাহক দর্শকের সামনে জাতীয় স্টেডিয়াম " বার্ড নেষ্ট"-এ অবস্থিত প্রধান মশাল-টাওয়ারে অগ্নিপ্রজ্জ্বলিত করবেন । এই উত্তেজনাময় মুহুর্ত পেইচিং অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের নিদর্শন । এর সাথে সাথে দীর্ঘতম , ব্যাপকতম এবং সবচেয়ে বেশি লোকের অংশ নেওয়া পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সাফল্যের সঙ্গে শেষ হবে । --চুং শাওলি