২০০৭ সালের শেষ দিক নাগাদ, চীনের অন্তঃর্মঙ্গোলিয়ার হতদরিদ্রদের সংখ্যা ২০০০ সালের শেষ দিকের ১১ লাখ ১৬ হাজার থেকে কমে ৪ লাখে দাঁড়িয়েছে। সম্প্রতি চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের দরিদ্র বিমোচন উন্নয়ন কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
" চীনের গ্রামীণ দরিদ্র বিমোচন উন্নয়ন কর্মসূচী '২০০১--২০১০'" চালু হওয়ার পর, অন্তঃর্মঙ্গোলিয়ায় মোট ৫০ হাজার লোকের পুনর্বাসন করেছে এবং ৩ লাখ ৫০ হাজার জনকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। এতে দরিদ্র জনগণের জীবন-যাত্রার বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে।
একই সঙ্গে দরিদ্র অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজও জোরদার করা হয়েছে। কৃষি ও পশুপালন শিল্পের উত্পাদনের অবস্থাও ব্যাপকভাবে উন্নত হয়েছে। দরিদ্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থাও আরো পূর্ণাঙ্গ হয়েছে। এতে স্কুল বয়সী ছেলেমেয়েদের ভর্তি সমস্যারও মৌলিকভাবে সমাধান করা হয়েছে। --ওয়াং হাইমান
|