পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করণ ৬ আগস্ট প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, ২০০১ সাল পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে আয়োজনের আবেদনের পর সাত বছরে পেইচিং নগরের আর্থ-সামাজিক উন্নয়নের মানের দ্রুত উন্নতি হয়েছে।
প্রবন্ধে বলা হয়েছে, অলিম্পিকের কারণে পেইচিং-এর দ্রুত উন্নয়নের সরাসরি ফলাফল হলো নগরের অবকাঠামো ব্যবস্থার ব্যাপক উন্নয়ন। বহু পাতাল রেল চালু হয়েছে। অনেক বেশি আধুনিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। বলতে গেলে এখন পেইচিং একটি আন্তর্জাতিক নগর।
প্রবন্ধে আরো বলা হয়েছে, অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতির সাত বছরে পেইচিং নগরের বেকারতের হার এখন গড়ে ১.৮৬ শতাংশে দাঁড়িয়েছে। পেইচিংয়ে মৌলিক চিকিত্সা বীমা ব্যবস্থা এবং নগর ও গ্রামের অধিবাসীদের বার্ধক্য বীমা ব্যবস্থা চালু হয়েছে। বাধ্যতামূলক শিক্ষা এবং স্কুল-বয়সী ছেলেমেয়েদের স্কুলে ভর্তির হার ১০০ শতাংশ বজায় রয়েছে।(লিলু)
|