৬ আগস্ট বিকেলে পেইচিংয়ে পেইচিংয়ের প্রথম দিনে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শেষ হয়েছে।
ঐ দিন থিয়েন আন মেনে রাজপ্রাসাদের উমেন গেট থেকে মশাল যাত্রা শুরু হয়। বিকেল ৫টায় টেম্পল অব হ্যাভেনের প্রার্থনা প্রাসাদে পৌঁছে। এ মশাল পেইচিংয়ের ৭টি অঞ্চল অতিক্রম করে। ৪৩০জন মশাল বাহকের অংশগ্রহণে এর দৈর্ঘ্য হলো ১৬.৪ কিলোমিটার। সর্বশেষ মশাল বাহক ও চীনের অলিম্পিক গেমসের সংগঠন কমিটির ভাইস চেয়ারম্যান লি ফু রুং অগ্নাধার প্রজ্জলন করেছেন।
পেইচিংয়ে মশাল যাত্রা তিন দিন চলবে। ৭ আগস্ট পা দা লিং মহাপ্রাচীরের এওয়েং ছেং মহাচত্বর থেকে মশাল যাত্রা শুরু হয়ে ইয়াং ছিং, ছাং পিং ও হুয়াই রৌসহ ৮টি অঞ্চলে হস্তান্তরিত হবে। (ওয়াং তান হোং)
|