সুদানের আইন মন্ত্রী ৫ আগস্ট নিমর ইব্রাহিম মোহামেদকে শীর্ষ অভিশংসক হিসেবে নিযুক্ত করা হয়েছে । যাতে গত ৫ বছরের দারফুরের অবৈধ মামলার তদন্ত করা যায় ।
নিমর ইব্রাহিম মোহামেদ এর আগে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন । তিনি দারফুরের অস্থিতিশীল সময়ে সৃষ্ট সংশ্লিষ্ট অবৈধ মামলার তদন্ত করবেন । বিশ্লেষকরা মনে করেন , এ নিযুক্তি সুদানের প্রেসিডেন্ট ওমার হাসান আল বাশিরকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সংশ্লিষ্ট অভিযোগ থেকে রেহাই পাবার লক্ষ্যে করা হয়েছে । (শুয়েই ফেই ফেই)
|