বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চেন ৫ আগস্ট মেক্সিকো শহরে বলেন, তিনি আশা করেন, আন্তর্জাতিক সম্প্রদায় সংগঠিত হয়ে এইডস রোগের হুমকি মোকাবিলা করবে।
এ দিন মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রী জোস এ্যান্ডোল কর্দোভার সঙ্গে সাক্ষাত্ করার সময় মার্গারেট চেন বলেন, এইডস রোগ হচ্ছে মানবজাতির সম্মুখীন সবচেয়ে বিনাশ ও অনারোগ্য রোগ। বিভিন্ন দেশের সরকার, সমাজের বিভিন্ন মহল, এইডস রোগী ও ভাইরাসে আক্রান্ত রোগীদের সংহতির মাধ্যমে হাতে হাত রেখে যৌথভাবে এ রোগের হুমকি মোকাবেলা করা উচিত।
মার্গারেট চেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইডস রোগী ও ভাইরাসে আক্রান্ত রোগীদের বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, মেক্সিকো এ ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এইডস রোগের সম্প্রসারণ নিয়ন্ত্রণের জন্য মেক্সিকো ব্যাপক কাজ করেছে।
মার্গারেট চেন উল্লেখ করেন, বিশ্ব এইডস সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিনিময় ও সহযোগিতার প্লাটফর্ম সৃষ্টি করেছে। এটা হচ্ছে এ ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনের অন্যতম। (ইয়ু কুয়াং ইউয়ে)
|