মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়৫ আগস্ট ঘোষণা করেছে যে, আফগানিস্তানে মোতায়েন ১২০০জনেরও বেশি নৌসেনার কার্য-মেয়াদ বাড়ানো হবে। যাতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ জোরদার করা যায়।
নৌসেনাদের একজন মুখপাত্র মার্ক রাইট বলেছেন, নৌবাহিনী থেকে আসা সপ্তম রেজিমেন্টের ১২৫০জন সৈন্যকে নভেম্বর মাসের শেষ নাগাদ আফগানিস্তানে মোতায়েন করা হবে।
এর আগে এ দলটিকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অতিরিক্ত অংশ হিসেবে আফগানিস্তানে পাঠানো হয়। তার দায়িত্ব হলো আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়া। আগে এ দলের সৈন্যদের কার্য-মেয়াদের সময় ছিল মাত্র ৩০ দিন।
নৌবাহিনীর অন্য একজন কর্মকর্তা ডাভি লাপান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আফগানিস্তানে আরো দু'শোজন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।(লিলু)
|