বর্তমানে চীনের ইয়াংসি নদী অঞ্চলে বর্ষাকাল চলছে । চীনের তিন গিরিখাত – কে চৌ পা স্তরবিশিষ্ট জলবিদ্যুত কেন্দ্র এখন পূর্ণমাত্রায় বিদ্যুত উত্পাদন করছে । জলবিদ্যুত কেন্দ্রের জন্যে বছরের এ ঋতু হচ্ছে বিদ্যুত উত্পাদনের সুবর্ণ সময় । ৫ আগস্ট সকাল ৮টা থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত স্তরবিশিষ্ট জলবিদ্যুত কেন্দ্রের দৈনিক বিদ্যুত উত্পাদন ৪৪ কোটি কিলোওয়াট-ঘন্টায় দাঁড়িয়েছে । এটি সারা দেশের দৈনিক ব্যবহৃত বিদ্যুত পরিমাণের ৫ শতাংশ ।
চীনের তিন গিরিখাত জল প্রকল্প সাধারণ কোম্পানির সদ্য অনুষ্ঠিত বছরের মধ্যকালীন এক কর্ম সম্মেলন সূত্রে জানা গেছে , জানুয়ারী থেকে জুন পর্যন্ত তিন গিরিখাত –কে চৌ পা স্তরবিশিষ্ট জলবিদ্যুত কেন্দ্র মোট ৩৪.৬ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুত উত্পাদন করেছে । এটি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪.৫ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বেশি ।
উল্লেখ্য যে , চীনের হুপেই প্রদেশের ই ছাংয়ে অবস্থিত তিন গিরিখাত জল প্রকল্প বিশ্বের বৃহত্তম জলবিদ্যুত কেন্দ্র ।
|