পেইচিং অলিম্পিক গেমসের অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধদল ৫ আগস্ট পেইচিংয়ে অলিম্পিক গ্রামে প্রবেশ করেছে ।
ভোর ৫টায় আফগানিস্তানের ক্রীড়া প্রতিনিধিদলের প্রথম দফা খেলোয়াড় ও প্রশিক্ষকগণ পেইচিংয়ের রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । আফগানিস্তানের চার জন খেলোয়াড়ের মধ্যে একজন নারী । তারা ট্র্যাক এন্ড ফিল্ড ও টাইগুনদো ইভেন্টে অংশ নেবেন ।
এ দিন সকালে লাওসের ১২ জনের একটি অলিম্পিক প্রতিনিধিদল পেইচিং পৌঁছায় । লাওসের ট্র্যাক এন্ড ফিল্ড খেলোয়াড় পিলাইলাক সাকপাসেরথ সি আর আইয়ের সংবাদদাতাকে এক সাক্ষাত্কার দেয়ার সময় বলেন , পেইচিংয়ের আবহাওযা খুব ভালো , প্রতিযোগিতার জন্য উপযোগী । তিনি আশা করেন এবারের অলিম্পিক গেমসে তিনি সফল হবেন ।
দলনেতা সিতারাম মাস্কির নেতৃত্বে নেপালের ৩০ জনের একটি প্রতিনিধিদল এ দিন সকালে পেইচিং পৌঁছেছে । মাস্কি বলেন , নেপালের খেলোয়াড়রা ব্যাপকভাবে পূর্ব প্রস্তুতি নিয়েছে । তিনি আশা করেন এবারের অলিম্পিক গেমসে নেপাল কমপক্ষে দু'টি পদক পাবে ।
৫ আগস্ট বিকালে ভিয়েতনামের প্রথম দফা ক্রীড়া প্রতিনিধিদল পেইচিংয়ে অলিম্পিক গ্রামে প্রবেশ করেছে । এ প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ২৬ । ভিয়েতনামের অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিব হুয়াং ভিন গিয়াং এ প্রতিনিধিদলের প্রধান । ভিয়েতনামের অলিম্পিক কমিটির চেয়ারম্যান নুয়েন দান থাই পেইচিং আসছেন এবং তিনি ৭ আগস্ট পেইচিংয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন মিন ট্রিয়েটের সঙ্গে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ।
এদিন দুপুরে ফিলিপাইনের অলিম্পিক গেমস প্রতিনিধিদলের অধিকাংশ সদস্য দলপ্রধান মোনিকো পুয়েনপেভেলার নেতৃত্বে বিশেষ বিমান যোগে পেইচিং এসেছে । জানা গেছে , ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া মাকাপাগাল আরোয়ো ও তার স্বামী জোস মিগেল আরোয়ো এবং ফিলিপাইনের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান ৭ আগস্ট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পেইচিং পৌঁছুবেন । (শুয়েই ফেই ফেই)
|