সিন হুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ইস্রাইলের উপ-প্রধানমন্ত্রী শাউল মফাজ ৫ আগস্ট বলেছেন, ১৭ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান নির্বাচনে তিনি অংশ নেবেন। তিনি অন্য প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পদে দ্বন্দিতা করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হলেন তিনি দেশের নিরাপত্তা কর্মসূচীর ওপর প্রাধান্য দিবেন। ইস্ররাইলের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি এবং স্বরাষ্ট্র মন্ত্রী মেইর শিট্রিটসহ এ পার্টির উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে এ নির্বাচনে অংশ নিতে অনুরোধ করেছেন। মতামত জরীপ থেকে পরিস্কার যে, শাউল মফাজের সমর্থন লিডিজ-এর চেয়ে কিছুটা কম। (ওয়াং তান হোং)
|