চীনের অলিম্পিক গেমস সাংগঠনিক কমিটির উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান কর্ম বিভাগের প্রধান চাং হো পিং ৬ আগস্ট পেইচিংয়ে জানিয়েছেন , ৮ আগস্ট সন্ধ্যায় অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিখ্যাত গায়ক লিউ হুয়ান ও ব্রিটেনের বিখ্যাত গায়িকা সারাহ ব্রেটম্যান প্রথমবারের মত উন্মুক্ত মঞ্চে পেইচিং অলিম্পিক সঙ্গীত পরিবেশন করবেন ।
এ দিন অলিম্পিকের কেন্দ্রীয় সংবাদ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চাং হো পিং বলেন , উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শেষে প্রথমবারের মত উন্মক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের অলিম্পিক সঙ্গীত পরিবেশিত হবে । অলিম্পিক সাংগঠনিক কমিটি ৫ বছরের মধ্যে অনুষ্ঠিত চার বার সঙ্গীত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এ গানটি অলিম্পিক সঙ্গীত হিসেবে নির্ধারণ করেছে ।
তবে চাং হো পিং এ গানের শিরোনাম কী তা জানান নি । তিনি বলেন , এর লক্ষ্য হল অচেনা জিনিস সম্পর্কে সবার আকাঙ্খা যাকে সম্মানের জন্য ।
৪৫ বছর বয়সী লিউ হুয়ান চীনের একজন সুবিখ্যাত গায়ক । বহু বছর ধরে তিনি গণ কল্যাণ ব্রতে অনেক অবদান রেখেছেন ।
লন্ডনে জন্মগ্রহণ সারাহ ব্রেটম্যান বিশ্বের সঙ্গীত জগতের একজন খ্যাতিমান তারকা । (শুয়েই ফেই ফেই)
|